নতুন মঞ্চ নাটকে অভিনয় করবেন চুমকি

নতুন মঞ্চে নাটকে অভিনয়ের সঙ্গে যুক্ত হচ্ছেন ফারজানা চুমকি। জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের শিক্ষক আনন জামানের রচনায় ও শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’ নাটকে তিনি অভিনয় করবেন বলে জানিয়েছেন। নাট্যদল ‘ঢাকা থিয়েটার’ থেকে নাটকটি মঞ্চে আসছে। চুমকি জানান, এরই মধ্যে অনলাইনে নাটকটির রিহার্সেলে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। তবে কবে নাগাদ নাটকটির মঞ্চায়ন হবে তা এখনো চূড়ান্ত হয়নি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মঞ্চে এই নাটক প্রদর্শনীর সুযোগ হচ্ছেনা। শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় মঞ্চে অভিনয় করা প্রসঙ্গে ফারজানা চুমকি বলেন,‘ এবারই প্রথম মঞ্চ নাটকে অভিনয় করছি। যেহেতু সেলিম ভাই একজন গুণী অভিনেতা, তাই অভিনয় করার সময় চরিত্রটি ফুটিয়ে তোলার ক্ষেত্রে কোথায় কী করতে হবে তা বেশ ভালোভাবে বুঝিয়ে দেন। সে ক্ষেত্রে আমার বা আমার মতো যারা অভিনয় করছেন এই মঞ্চ নাটকে তাদের জন্য বেশ সুবিধা হয়। ১৯৯৯ সালে ‘লাক্স আনন্দধারা’ ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়ে মিডিয়াতে চুমকির পথচলা শুরু। আর এরপর তিনি নিজেকে নাট্যদল ‘ঢাকা থিয়েটার’র সাথে সম্পৃক্ত করেন। এই দলের হয়ে তিনি বিভিন্ন সময়ে ‘যৈবতী কইন্যার মন’, ‘বন পাংশুল’, ‘হাত হদাই’, ‘প্রাচ্য’ নাটকে অভিনয় করেন। এদিকে চুমকি গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ পূণ্য’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। এখানে চুমকি রাবেয়া চরিত্রে অভিনয় করেছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২০ , ৯ মহররম ১৪৪২, ২৯ আগস্ট ২০২০

নতুন মঞ্চ নাটকে অভিনয় করবেন চুমকি

বিনোদন প্রতিবেদক |

image

নতুন মঞ্চে নাটকে অভিনয়ের সঙ্গে যুক্ত হচ্ছেন ফারজানা চুমকি। জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের শিক্ষক আনন জামানের রচনায় ও শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’ নাটকে তিনি অভিনয় করবেন বলে জানিয়েছেন। নাট্যদল ‘ঢাকা থিয়েটার’ থেকে নাটকটি মঞ্চে আসছে। চুমকি জানান, এরই মধ্যে অনলাইনে নাটকটির রিহার্সেলে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। তবে কবে নাগাদ নাটকটির মঞ্চায়ন হবে তা এখনো চূড়ান্ত হয়নি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মঞ্চে এই নাটক প্রদর্শনীর সুযোগ হচ্ছেনা। শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় মঞ্চে অভিনয় করা প্রসঙ্গে ফারজানা চুমকি বলেন,‘ এবারই প্রথম মঞ্চ নাটকে অভিনয় করছি। যেহেতু সেলিম ভাই একজন গুণী অভিনেতা, তাই অভিনয় করার সময় চরিত্রটি ফুটিয়ে তোলার ক্ষেত্রে কোথায় কী করতে হবে তা বেশ ভালোভাবে বুঝিয়ে দেন। সে ক্ষেত্রে আমার বা আমার মতো যারা অভিনয় করছেন এই মঞ্চ নাটকে তাদের জন্য বেশ সুবিধা হয়। ১৯৯৯ সালে ‘লাক্স আনন্দধারা’ ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়ে মিডিয়াতে চুমকির পথচলা শুরু। আর এরপর তিনি নিজেকে নাট্যদল ‘ঢাকা থিয়েটার’র সাথে সম্পৃক্ত করেন। এই দলের হয়ে তিনি বিভিন্ন সময়ে ‘যৈবতী কইন্যার মন’, ‘বন পাংশুল’, ‘হাত হদাই’, ‘প্রাচ্য’ নাটকে অভিনয় করেন। এদিকে চুমকি গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ পূণ্য’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। এখানে চুমকি রাবেয়া চরিত্রে অভিনয় করেছেন।