বাইডেন ‘যুক্তরাষ্ট্রের মাহাত্ম্যের’ ধ্বংস চান : ট্রাম্প

জাতিগত উত্তেজনার বিস্ফোরণ এবং মহামারীর মধ্যে আসন্ন নির্বাচনে দ্বিতীয় দফায় রিপাবলিকানদের মনোনয়নে সম্মতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক বক্তৃতায় বলেছেন, ডেমোক্র্যাটদলীয় তার নির্বাচনী প্রতিপক্ষ জো বাইডেন ‘আমেরিকান মাহাত্ম্য’ ধ্বংস করতে চান।

সাবেক প্রখ্যাত মার্কিন রিয়েলে এস্টেট ব্যবসায়ী এবং যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে আমেরিকানদের প্রতিনিধি হিসেবে ঘোষণা করে দাবি করেছেন, আসন্ন নভেম্বরের ৩ তারিখের প্রেসিডেন্ট নির্বাচনে যদি তার ‘দুর্বল’ প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী বাইডেন জিতে যান তবে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য বড় বিপর্যয়। ট্রাম্প বলেন, ‘আমরা আমেরিকানদের স্বপ্ন বাঁচাতে পারব কিনা সেই সিদ্ধান্ত আসবে এ নির্বাচনের মাধ্যমে। বাইডেন আমেরিকানদের সত্তার রক্ষাকারী নন। তিনি আমেরিকার চাকরি বাজার ধ্বংসকারী এবং সুযোগ পেয়ে যুক্তরাষ্ট্রের মাহাত্ম্যের ধ্বংসকারী হবেন।’

হোয়াইট হাউজে শত শত মানুষের অংশগ্রহণে আয়োজিত রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ট্রাম্প মহামারীকে ‘চায়না ভাইরাস’ অভিহিত করে কোভিড ছড়ানোর জন্য চীনকে দায়ী করে বক্তব্যের বেশিরভাগ সময় চীনের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দেন। তিনি আরও বলেন, বাইডেন চীনের পুতুলÑ সে যদি জয়ী হয় তবে যুক্তরাষ্ট্রের মালিক বনে যাবে চীন।

ট্রাম্প বলেছেন, ‘আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, আব্রাহাম লিংকনের পর থেকে যে কোন প্রেসিডেন্টের চেয়ে আমি আফ্রিকান-আমেরিকানদের জন্য বেশি কাজ করেছি।’ তার দাবি, বাইডেন ৪৭ বছরের রাজনৈতিক জীবনে যা করেননি তিনি ৪ বছরের শাসনকালে কৃষ্ণাঙ্গদের জন্য তার চেয়ে বেশি কাজ করেছেন। এ বছর ভ্যাকসিন দিয়ে করোনা দমন করবে যুক্তরাষ্ট্র এমন আশ্বাসের বাণী শুনিয়েছেন ট্রাম্প।

বৃহস্পতিবার হোয়াইট হাউজের সাউথ লনে প্রায় দুই হাজার দর্শকের সামনে রিপাবলিকান সমাবেশে হাজির হন ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে দলের মনোনয়নে সম্মতি দেন তিনি। সেখানে বাইডেনের কড়া সমালোচনার পাশাপাশি এ বছর ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনার কথা জানান প্রেসিডেন্ট। ট্রাম্প বলেছেন, ‘রেকর্ড সময়ে ভ্যাকসিন উৎপাদনে আমরা আমেরিকার বৈজ্ঞানিক প্রতিভাদের দায়িত্ব দিয়েছি। এ বছর নিরাপদ ও কার্যকর টিকা পাব আমরা এবং একসঙ্গে এ ভাইরাসকে দমন করব।’

কোভিডে ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ মৃত্যু হয়েছে। বেকার হয়েছেন লাখ লাখ মানুষ, সমাজের অনেক নিয়ম বদলে ফেলতে হয়েছে এ পরিপ্রেক্ষিতে ২য় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলে এত সব প্রতিকূলতা জয় করার আশ্বাস দিয়েছেন ট্রাম্প।

শনিবার, ২৯ আগস্ট ২০২০ , ৯ মহররম ১৪৪২, ২৯ আগস্ট ২০২০

বাইডেন ‘যুক্তরাষ্ট্রের মাহাত্ম্যের’ ধ্বংস চান : ট্রাম্প

image

জাতিগত উত্তেজনার বিস্ফোরণ এবং মহামারীর মধ্যে আসন্ন নির্বাচনে দ্বিতীয় দফায় রিপাবলিকানদের মনোনয়নে সম্মতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক বক্তৃতায় বলেছেন, ডেমোক্র্যাটদলীয় তার নির্বাচনী প্রতিপক্ষ জো বাইডেন ‘আমেরিকান মাহাত্ম্য’ ধ্বংস করতে চান।

সাবেক প্রখ্যাত মার্কিন রিয়েলে এস্টেট ব্যবসায়ী এবং যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে আমেরিকানদের প্রতিনিধি হিসেবে ঘোষণা করে দাবি করেছেন, আসন্ন নভেম্বরের ৩ তারিখের প্রেসিডেন্ট নির্বাচনে যদি তার ‘দুর্বল’ প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী বাইডেন জিতে যান তবে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য বড় বিপর্যয়। ট্রাম্প বলেন, ‘আমরা আমেরিকানদের স্বপ্ন বাঁচাতে পারব কিনা সেই সিদ্ধান্ত আসবে এ নির্বাচনের মাধ্যমে। বাইডেন আমেরিকানদের সত্তার রক্ষাকারী নন। তিনি আমেরিকার চাকরি বাজার ধ্বংসকারী এবং সুযোগ পেয়ে যুক্তরাষ্ট্রের মাহাত্ম্যের ধ্বংসকারী হবেন।’

হোয়াইট হাউজে শত শত মানুষের অংশগ্রহণে আয়োজিত রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ট্রাম্প মহামারীকে ‘চায়না ভাইরাস’ অভিহিত করে কোভিড ছড়ানোর জন্য চীনকে দায়ী করে বক্তব্যের বেশিরভাগ সময় চীনের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দেন। তিনি আরও বলেন, বাইডেন চীনের পুতুলÑ সে যদি জয়ী হয় তবে যুক্তরাষ্ট্রের মালিক বনে যাবে চীন।

ট্রাম্প বলেছেন, ‘আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, আব্রাহাম লিংকনের পর থেকে যে কোন প্রেসিডেন্টের চেয়ে আমি আফ্রিকান-আমেরিকানদের জন্য বেশি কাজ করেছি।’ তার দাবি, বাইডেন ৪৭ বছরের রাজনৈতিক জীবনে যা করেননি তিনি ৪ বছরের শাসনকালে কৃষ্ণাঙ্গদের জন্য তার চেয়ে বেশি কাজ করেছেন। এ বছর ভ্যাকসিন দিয়ে করোনা দমন করবে যুক্তরাষ্ট্র এমন আশ্বাসের বাণী শুনিয়েছেন ট্রাম্প।

বৃহস্পতিবার হোয়াইট হাউজের সাউথ লনে প্রায় দুই হাজার দর্শকের সামনে রিপাবলিকান সমাবেশে হাজির হন ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে দলের মনোনয়নে সম্মতি দেন তিনি। সেখানে বাইডেনের কড়া সমালোচনার পাশাপাশি এ বছর ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনার কথা জানান প্রেসিডেন্ট। ট্রাম্প বলেছেন, ‘রেকর্ড সময়ে ভ্যাকসিন উৎপাদনে আমরা আমেরিকার বৈজ্ঞানিক প্রতিভাদের দায়িত্ব দিয়েছি। এ বছর নিরাপদ ও কার্যকর টিকা পাব আমরা এবং একসঙ্গে এ ভাইরাসকে দমন করব।’

কোভিডে ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ মৃত্যু হয়েছে। বেকার হয়েছেন লাখ লাখ মানুষ, সমাজের অনেক নিয়ম বদলে ফেলতে হয়েছে এ পরিপ্রেক্ষিতে ২য় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলে এত সব প্রতিকূলতা জয় করার আশ্বাস দিয়েছেন ট্রাম্প।