প্রয়োজনে বেলারুশে পুলিশ পাঠাবো পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন জানিয়েছেন, তিনি একটি রিজার্ভ পুলিশ বাহিনী গড়ে তুলেছেন। প্রয়োজন পড়লে হস্তক্ষেপের জন্য বেলারুশে তাদের পাঠানো হবে। তবে সেই অবস্থা এখনও আসেনি। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে একথা জানানো হয়েছে। পুতিন বলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো তাকে একটি রিজার্ভ পুলিশ বাহিনী গড়ে তুলতে বলেছেন এবং আমি তা গড়ে তুলেছি। মস্কো নিউজ।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আমরা আরও একমত হয়েছি যে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যাওয়া পর্যন্ত এই বাহিনীকে কাজে লাগানো হবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানা গেছে ৯ আগস্টের বিতর্কিত নির্বাচনে লুকাশেঙ্কোর পুনর্নির্বাচিত হওয়ার পর বেলারুশে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়েছে।

রাজধানীতে পৃথকভাবে বিবিসি এক টিম সদস্যসহ অন্তত ১৩ সাংবাদিককে আটক রাখা হয়েছে। পুতিন জানান, বেলারুশের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার বাধ্যবাধকতা রয়েছে দু’দেশের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে। এছাড়া দু’দেশের সাংস্কৃতিক, জাতিগত ও ভাষাগত গভীর সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। রুশ প্রেসিডেন্ট আরও জানান, বেলারুশের পরিস্থিতি আরও অবনতি না হলে রিজার্ভ বাহিনী হস্তক্ষেপ করবে না। সামগ্রিকভাবে পরিস্থিতি এখন স্থিতিশীলতার দিকে যাচ্ছে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ম্যাটিউসজ মোরাওয়েইকি বলেছেন, পুতিন বেলারুশের নিয়ন্ত্রণ নেয়ার ধারণা তুলে ধরেছেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন ঢেকে আড়াল করতে। অবিলম্বে এ পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছেন তিনি।

বেশ কয়েকটি সাবেক সোভিয়েত রাষ্ট্রকে নিয়ে গঠিত কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের অন্তর্ভুক্ত দেশ রাশিয়া ও বেলারুশ। ১৯৯৬ সালে দুই দেশ একটি চুক্তি স্বাক্ষর করে, যার আওতায় উভয় দেশের নাগরিক কাজ ও মুক্তভাবে বসবাসের অধিকার ভোগ করে আসছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২০ , ৯ মহররম ১৪৪২, ২৯ আগস্ট ২০২০

প্রয়োজনে বেলারুশে পুলিশ পাঠাবো পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন জানিয়েছেন, তিনি একটি রিজার্ভ পুলিশ বাহিনী গড়ে তুলেছেন। প্রয়োজন পড়লে হস্তক্ষেপের জন্য বেলারুশে তাদের পাঠানো হবে। তবে সেই অবস্থা এখনও আসেনি। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে একথা জানানো হয়েছে। পুতিন বলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো তাকে একটি রিজার্ভ পুলিশ বাহিনী গড়ে তুলতে বলেছেন এবং আমি তা গড়ে তুলেছি। মস্কো নিউজ।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আমরা আরও একমত হয়েছি যে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যাওয়া পর্যন্ত এই বাহিনীকে কাজে লাগানো হবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানা গেছে ৯ আগস্টের বিতর্কিত নির্বাচনে লুকাশেঙ্কোর পুনর্নির্বাচিত হওয়ার পর বেলারুশে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়েছে।

রাজধানীতে পৃথকভাবে বিবিসি এক টিম সদস্যসহ অন্তত ১৩ সাংবাদিককে আটক রাখা হয়েছে। পুতিন জানান, বেলারুশের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার বাধ্যবাধকতা রয়েছে দু’দেশের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে। এছাড়া দু’দেশের সাংস্কৃতিক, জাতিগত ও ভাষাগত গভীর সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। রুশ প্রেসিডেন্ট আরও জানান, বেলারুশের পরিস্থিতি আরও অবনতি না হলে রিজার্ভ বাহিনী হস্তক্ষেপ করবে না। সামগ্রিকভাবে পরিস্থিতি এখন স্থিতিশীলতার দিকে যাচ্ছে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ম্যাটিউসজ মোরাওয়েইকি বলেছেন, পুতিন বেলারুশের নিয়ন্ত্রণ নেয়ার ধারণা তুলে ধরেছেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন ঢেকে আড়াল করতে। অবিলম্বে এ পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছেন তিনি।

বেশ কয়েকটি সাবেক সোভিয়েত রাষ্ট্রকে নিয়ে গঠিত কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের অন্তর্ভুক্ত দেশ রাশিয়া ও বেলারুশ। ১৯৯৬ সালে দুই দেশ একটি চুক্তি স্বাক্ষর করে, যার আওতায় উভয় দেশের নাগরিক কাজ ও মুক্তভাবে বসবাসের অধিকার ভোগ করে আসছে।