সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল : চীন

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা বাড়ার মধ্যে সেখানকার বিমানবাহী রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ আরও ২টি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে ?যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছে চীন। দক্ষিণ চীন সাগরে চীন তার আধিপত্য এবং সার্বভৌমত্ব জাহির করতে এ ক্ষেপণাস্ত্র ছুড়েছে, বলেছেন ১ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। বুধবার চীন এ ক্ষেপণাস্ত্র ছোড়ে।

তবে চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান বৃহস্পতিবার এই ক্ষেপণাস্ত্রের বিষয়ে কিছু উল্লেখ করেননি। তিনি কেবল বলেছেন, চীন ওই এলাকায় দীর্ঘদিনের পরিকল্পনামাফিক একটি মহড়া চালিয়েছে। চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় কিংডা থেকে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত স্পার্টলি দ্বীপপুঞ্জ পর্যন্ত বিস্তৃত অঞ্চলটিতে কোনও দেশকে উদ্দেশ্য করে মহড়া চালানো হয়নি, বলেছেন উ কিয়ান।চীন এ সপ্তাহে তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরিকল্পনা নিয়েছে বলে আগেই ইঙ্গিত দিয়েছিল। এ লক্ষ্যে তারা একটি এলাকায় ভ্রমণ নিষিদ্ধেরও ঘোষণা দেয়। সাউথ চায়না মর্ণিং পোস্ট, আল-জাজিরা।

গতকাল ২৮ আগস্ট আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একাধিক সূত্রমাধ্যম নিশ্চিত করে জানিয়েছে, এলাকাটি চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় কিংডাও থেকে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত স্পার্টলি দ্বীপপুঞ্জ পর্যন্ত বিস্তৃত এলাকায় মার্কিন বাহিনী চীনা মূল ভূখ- থেকে দক্ষিণ চীন সাগর এলাকায় চারটি ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা চিহ্নিত করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা। ক্ষেপণাস্ত্রগুলো কী ধরনের তা মূল্যায়ন করে দেখছে মার্কিন সামরিক বাহিনীর সদর দফতর পেন্টাগন। চীনের অস্ত্রাগারে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে আছে ডিএফ-২৬ এবং ডিএফ-২১। এ ক্ষেপণাস্ত্রগুলো সাগরে চলমান বস্তুতে আঘাত হানতে সক্ষম। আল-জাজিরা বৃহস্পতিবার সাউথ চায়না মর্নিং পোস্ট পত্রিকার বরাত দিয়ে জানিয়েছে, বেইজিং বুধবার কিংহাই প্রদেশ থেকে মাঝারি পাল্লার ডিএফ-২৬বি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ঝেজিয়াং প্রদেশ থেকে ডিএফ-২১ডি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। বাণিজ্যসহ নানা বিষয় নিয়ে অবনতিশীল চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান নিয়ে সম্প্রতি কয়েক সপ্তাহে আরও তিক্ত হয়েছে। মার্কিন সেনাবাহিনী সম্প্রতি ওই এলাকায় আরও বেশি তৎপর হয়েছে। চীনের দাবি করা এলাকায় জুলাইয়ে যুক্তরাষ্ট্র দুটি বিমানবাহী রণতরীও পাঠিয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২০ , ৯ মহররম ১৪৪২, ২৯ আগস্ট ২০২০

যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা

সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল : চীন

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা বাড়ার মধ্যে সেখানকার বিমানবাহী রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ আরও ২টি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে ?যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছে চীন। দক্ষিণ চীন সাগরে চীন তার আধিপত্য এবং সার্বভৌমত্ব জাহির করতে এ ক্ষেপণাস্ত্র ছুড়েছে, বলেছেন ১ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। বুধবার চীন এ ক্ষেপণাস্ত্র ছোড়ে।

তবে চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান বৃহস্পতিবার এই ক্ষেপণাস্ত্রের বিষয়ে কিছু উল্লেখ করেননি। তিনি কেবল বলেছেন, চীন ওই এলাকায় দীর্ঘদিনের পরিকল্পনামাফিক একটি মহড়া চালিয়েছে। চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় কিংডা থেকে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত স্পার্টলি দ্বীপপুঞ্জ পর্যন্ত বিস্তৃত অঞ্চলটিতে কোনও দেশকে উদ্দেশ্য করে মহড়া চালানো হয়নি, বলেছেন উ কিয়ান।চীন এ সপ্তাহে তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরিকল্পনা নিয়েছে বলে আগেই ইঙ্গিত দিয়েছিল। এ লক্ষ্যে তারা একটি এলাকায় ভ্রমণ নিষিদ্ধেরও ঘোষণা দেয়। সাউথ চায়না মর্ণিং পোস্ট, আল-জাজিরা।

গতকাল ২৮ আগস্ট আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একাধিক সূত্রমাধ্যম নিশ্চিত করে জানিয়েছে, এলাকাটি চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় কিংডাও থেকে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত স্পার্টলি দ্বীপপুঞ্জ পর্যন্ত বিস্তৃত এলাকায় মার্কিন বাহিনী চীনা মূল ভূখ- থেকে দক্ষিণ চীন সাগর এলাকায় চারটি ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা চিহ্নিত করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা। ক্ষেপণাস্ত্রগুলো কী ধরনের তা মূল্যায়ন করে দেখছে মার্কিন সামরিক বাহিনীর সদর দফতর পেন্টাগন। চীনের অস্ত্রাগারে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে আছে ডিএফ-২৬ এবং ডিএফ-২১। এ ক্ষেপণাস্ত্রগুলো সাগরে চলমান বস্তুতে আঘাত হানতে সক্ষম। আল-জাজিরা বৃহস্পতিবার সাউথ চায়না মর্নিং পোস্ট পত্রিকার বরাত দিয়ে জানিয়েছে, বেইজিং বুধবার কিংহাই প্রদেশ থেকে মাঝারি পাল্লার ডিএফ-২৬বি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ঝেজিয়াং প্রদেশ থেকে ডিএফ-২১ডি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। বাণিজ্যসহ নানা বিষয় নিয়ে অবনতিশীল চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান নিয়ে সম্প্রতি কয়েক সপ্তাহে আরও তিক্ত হয়েছে। মার্কিন সেনাবাহিনী সম্প্রতি ওই এলাকায় আরও বেশি তৎপর হয়েছে। চীনের দাবি করা এলাকায় জুলাইয়ে যুক্তরাষ্ট্র দুটি বিমানবাহী রণতরীও পাঠিয়েছে।