আন্দামানের বিপন্ন জনগোষ্ঠীতেও পৌঁছে গেছে কোভিড

ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের প্রত্যন্ত এলাকার এক বিপন্ন আদিবাসী জনগোষ্ঠীর মধ্যেও করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গ্রেটার আন্দামানিজ জনগোষ্ঠীর সদস্য সংখ্যা এখন মাত্র ৫৩ জনের মতো হবে বলে ধারণা কর্মকর্তাদের। এদের মধ্যেই ৪ জনের দেহে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে বলে ভারতের এক স্বাস্থ্য কর্মকর্তার বরাতে জানা গেছে। বিবিসি।

আক্রান্ত চারজনের মধ্যে দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে; বাকি দু’জন একটি কেয়ার সেন্টারে কোয়ারেন্টিনে আছেন। বিপন্ন এ গ্রেটার আন্দামানিজ আদিবাসী গোষ্ঠীর সদস্যরা প্রবাল প্রাচীর ঘেরা দ্বীপপুঞ্জটির ৩৭টি দ্বীপের একটিতে থাকেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এখন পর্যন্ত ২ হাজার ৯৮৫ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি মিলেছে; মৃত্যু হয়েছে ৪১ জনের। দ্বীপপুঞ্জটিতে জুনে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছিল।

আন্দামান ও নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারের কাছের দ্বীপে স্ট্রেইট আইল্যান্ডে বসবাস গ্রেটার আন্দামানিজ জনগোষ্ঠীর। গত সপ্তাহে এ দ্বীপের ৫৩ সদস্যের দেহে ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা করা হয়। ওই পরীক্ষা থেকেই চারজনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায় বলে জানিয়েছেন ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা ড. অভিজিৎ রায়।

শনিবার, ২৯ আগস্ট ২০২০ , ৯ মহররম ১৪৪২, ২৯ আগস্ট ২০২০

আন্দামানের বিপন্ন জনগোষ্ঠীতেও পৌঁছে গেছে কোভিড

ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের প্রত্যন্ত এলাকার এক বিপন্ন আদিবাসী জনগোষ্ঠীর মধ্যেও করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গ্রেটার আন্দামানিজ জনগোষ্ঠীর সদস্য সংখ্যা এখন মাত্র ৫৩ জনের মতো হবে বলে ধারণা কর্মকর্তাদের। এদের মধ্যেই ৪ জনের দেহে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে বলে ভারতের এক স্বাস্থ্য কর্মকর্তার বরাতে জানা গেছে। বিবিসি।

আক্রান্ত চারজনের মধ্যে দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে; বাকি দু’জন একটি কেয়ার সেন্টারে কোয়ারেন্টিনে আছেন। বিপন্ন এ গ্রেটার আন্দামানিজ আদিবাসী গোষ্ঠীর সদস্যরা প্রবাল প্রাচীর ঘেরা দ্বীপপুঞ্জটির ৩৭টি দ্বীপের একটিতে থাকেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এখন পর্যন্ত ২ হাজার ৯৮৫ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি মিলেছে; মৃত্যু হয়েছে ৪১ জনের। দ্বীপপুঞ্জটিতে জুনে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছিল।

আন্দামান ও নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারের কাছের দ্বীপে স্ট্রেইট আইল্যান্ডে বসবাস গ্রেটার আন্দামানিজ জনগোষ্ঠীর। গত সপ্তাহে এ দ্বীপের ৫৩ সদস্যের দেহে ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা করা হয়। ওই পরীক্ষা থেকেই চারজনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায় বলে জানিয়েছেন ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা ড. অভিজিৎ রায়।