চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

চাঁদাবাজিসহ অনৈতিক কর্মকাণ্ডের জন্য বরিশালে বিতর্কিত ও ব্যাপকভাবে সমালোচিত কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লাকে কারাগারে পাঠিয়েছে আদালত। নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে চাঁদাবাজির পৃথক দুটি মামলায় তিনি বৃহস্পতিবার দুপুরে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়েছিলেন। বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বরিশাল বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম জানান, বেলা ৩টায় লিটন মোল্লা আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

লিটন মোল্লা বরিশাল নগরী সংলগ্ন কাশীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি প্রথমে সাধারন সম্পাদক ও পরে সভাপতি হিসাবে দীর্ঘবছর জেলা টেম্পু শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছেন। অদৃশ্য শক্তির জোরে গতবছর (২০১৯) জানুয়ারির প্রথম সপ্তাহে লিটন মোল্লা কেন্দ্রীয় বাস টার্মিনালের নিয়ন্ত্রণ নেন। তৎকালীন সময়ে বাস টার্মিনালের নিয়ন্ত্রক ছিলেন মহানগর শ্রমিক লীগের সভাপতি ও বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন। তাকে হটিয়ে লিটন মোল্লা বাস টার্মিনালের নিয়ন্ত্রন নেবার পর সেখানকার সবকিছু চলত তার নির্দেশে। টার্মিনাল এলাকায় দখলের পাশাপাশি চলত বেপরোয়া চাঁদাবাজি।

করোনাকালীন সময়ে চাঁদা দিতে অস্বীকার করায় গত ২১ জুলাই রাতে দুরপাল্লা রুটের গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার ম্যানেজার শহিদুল ইসলামকে বেদম মারধর করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয় লিটন মোল্লা ও তার সহযোগীরা। এ ঘটনায় শহিদুল ইসলাম মামলা দায়ের করলে লিটন মোল্লা আত্মগোপন করেন। গত ৯ আগস্ট তার শ্যালক কামরুল ইসলাম বিএমএফ পরিবহনে চাঁদাবাজি করার সময় তাকে পুলিশ হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় দায়ের হওয়া মামলারও অন্যতম আসামি লিটন মোল্লা। দুটি মামলার আসামি হয়ে একমাস পলাতক থাকার পর লিটন মোল্লা আদালতে আত্মসমর্পন করেন।

আরও খবর
সবজির দাম লাগামহীন
করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা আরও বাড়ানোর আহ্বান কাদেরের
নতুন ইস্যু ও রি-ইস্যু পাসপোর্টের কার্যক্রম পুরোদমে শুরু হচ্ছে
পদ্মার রেল প্রকল্পের ক্ষতিপূরণে দুর্নীতি সহ্য করা হবে না জেলা প্রশাসক
সোনালি আঁশের সোনালি দিন ফেরার ইঙ্গিত
নব্য জেএমবির সদস্য গ্রেফতার
সংক্রামক অণুবীজ শনাক্তে নতুন গবেষণাগার হচ্ছে
বাসা থেকে দম্পতির মরদেহ উদ্ধার
ইসির অধিকার ছিনতাই করে নিজের হাতে নিতে চাইছে সরকার রিজভী
৪২ মে.টন পলিথিন জব্দ
অপহরণের অভিযোগে ৬ কিশোর গ্রেফতার
সিলেটে উচ্চ আদালতের আদেশ নিয়ে নাটকীয়তা বিব্রত পুলিশ
নদীতে বিলীন সরকারি প্রাথমিক বিদ্যালয়

শনিবার, ২৯ আগস্ট ২০২০ , ৯ মহররম ১৪৪২, ২৯ আগস্ট ২০২০

বরিশাল

চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

চাঁদাবাজিসহ অনৈতিক কর্মকাণ্ডের জন্য বরিশালে বিতর্কিত ও ব্যাপকভাবে সমালোচিত কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লাকে কারাগারে পাঠিয়েছে আদালত। নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে চাঁদাবাজির পৃথক দুটি মামলায় তিনি বৃহস্পতিবার দুপুরে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়েছিলেন। বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বরিশাল বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম জানান, বেলা ৩টায় লিটন মোল্লা আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

লিটন মোল্লা বরিশাল নগরী সংলগ্ন কাশীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি প্রথমে সাধারন সম্পাদক ও পরে সভাপতি হিসাবে দীর্ঘবছর জেলা টেম্পু শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছেন। অদৃশ্য শক্তির জোরে গতবছর (২০১৯) জানুয়ারির প্রথম সপ্তাহে লিটন মোল্লা কেন্দ্রীয় বাস টার্মিনালের নিয়ন্ত্রণ নেন। তৎকালীন সময়ে বাস টার্মিনালের নিয়ন্ত্রক ছিলেন মহানগর শ্রমিক লীগের সভাপতি ও বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন। তাকে হটিয়ে লিটন মোল্লা বাস টার্মিনালের নিয়ন্ত্রন নেবার পর সেখানকার সবকিছু চলত তার নির্দেশে। টার্মিনাল এলাকায় দখলের পাশাপাশি চলত বেপরোয়া চাঁদাবাজি।

করোনাকালীন সময়ে চাঁদা দিতে অস্বীকার করায় গত ২১ জুলাই রাতে দুরপাল্লা রুটের গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার ম্যানেজার শহিদুল ইসলামকে বেদম মারধর করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয় লিটন মোল্লা ও তার সহযোগীরা। এ ঘটনায় শহিদুল ইসলাম মামলা দায়ের করলে লিটন মোল্লা আত্মগোপন করেন। গত ৯ আগস্ট তার শ্যালক কামরুল ইসলাম বিএমএফ পরিবহনে চাঁদাবাজি করার সময় তাকে পুলিশ হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় দায়ের হওয়া মামলারও অন্যতম আসামি লিটন মোল্লা। দুটি মামলার আসামি হয়ে একমাস পলাতক থাকার পর লিটন মোল্লা আদালতে আত্মসমর্পন করেন।