সংক্রামক অণুবীজ শনাক্তে নতুন গবেষণাগার হচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস-এ শিক্ষা, গবেষণা ও সেবার মান ও পরিধি বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি ‘বায়োলজিক্যাল হ্যাজার্ড অ্যান্ড হেলথ রিসার্চ ল্যাব’ স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সেন্টারের ২১তম কাউন্সিল সভায় এই ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। এই গবেষণাগারে খাদ্য, পরিবেশ ও মানবদেহের নমুনায় বিভিন্ন ভাইরাস, ব্যাক্টেরিয়া, ছত্রাকসহ অন্যান্য সংক্রামক অণুজীব শনাক্ত এবং জীবে এর প্রভাব বিষয়ে বিশ্লেষণ ও গবেষণা করা সম্ভব হবে।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এ সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. এসএম আবদুর রহমান, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাউসার আহাম্মদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান এবং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এমএ মালেক উপস্থিত ছিলেন।

সভায় দেশের বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে জনস্বাস্থ্য ঝুঁকি ও জীব-বিপত্তি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ শিক্ষক ও গবেষকদেরকে জাতির চাহিদা মোতাবেক জীব-বিপত্তি বিশ্লেষণ ক্ষেত্রে প্রশিক্ষণ, প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা প্রদান, গবেষণার জন্য আদর্শ বৈজ্ঞানিক যন্ত্রপাতি স্থাপন এবং সেগুলো পরিচালনার সক্ষমতা বৃদ্ধি করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও খবর
সবজির দাম লাগামহীন
করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা আরও বাড়ানোর আহ্বান কাদেরের
চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
নতুন ইস্যু ও রি-ইস্যু পাসপোর্টের কার্যক্রম পুরোদমে শুরু হচ্ছে
পদ্মার রেল প্রকল্পের ক্ষতিপূরণে দুর্নীতি সহ্য করা হবে না জেলা প্রশাসক
সোনালি আঁশের সোনালি দিন ফেরার ইঙ্গিত
নব্য জেএমবির সদস্য গ্রেফতার
বাসা থেকে দম্পতির মরদেহ উদ্ধার
ইসির অধিকার ছিনতাই করে নিজের হাতে নিতে চাইছে সরকার রিজভী
৪২ মে.টন পলিথিন জব্দ
অপহরণের অভিযোগে ৬ কিশোর গ্রেফতার
সিলেটে উচ্চ আদালতের আদেশ নিয়ে নাটকীয়তা বিব্রত পুলিশ
নদীতে বিলীন সরকারি প্রাথমিক বিদ্যালয়

শনিবার, ২৯ আগস্ট ২০২০ , ৯ মহররম ১৪৪২, ২৯ আগস্ট ২০২০

ঢাবিতে

সংক্রামক অণুবীজ শনাক্তে নতুন গবেষণাগার হচ্ছে

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস-এ শিক্ষা, গবেষণা ও সেবার মান ও পরিধি বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি ‘বায়োলজিক্যাল হ্যাজার্ড অ্যান্ড হেলথ রিসার্চ ল্যাব’ স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সেন্টারের ২১তম কাউন্সিল সভায় এই ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। এই গবেষণাগারে খাদ্য, পরিবেশ ও মানবদেহের নমুনায় বিভিন্ন ভাইরাস, ব্যাক্টেরিয়া, ছত্রাকসহ অন্যান্য সংক্রামক অণুজীব শনাক্ত এবং জীবে এর প্রভাব বিষয়ে বিশ্লেষণ ও গবেষণা করা সম্ভব হবে।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এ সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. এসএম আবদুর রহমান, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাউসার আহাম্মদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান এবং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এমএ মালেক উপস্থিত ছিলেন।

সভায় দেশের বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে জনস্বাস্থ্য ঝুঁকি ও জীব-বিপত্তি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ শিক্ষক ও গবেষকদেরকে জাতির চাহিদা মোতাবেক জীব-বিপত্তি বিশ্লেষণ ক্ষেত্রে প্রশিক্ষণ, প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা প্রদান, গবেষণার জন্য আদর্শ বৈজ্ঞানিক যন্ত্রপাতি স্থাপন এবং সেগুলো পরিচালনার সক্ষমতা বৃদ্ধি করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।