অপহরণের অভিযোগে ৬ কিশোর গ্রেফতার

এক কিশোরকে আটকে রেখে মুক্তিপণ দাবি করার অভিযোগে ৬ কিশোরকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিয়াচর তক্কারমাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সাগর (১৫) নামে এক কিশোর গাইবান্ধা থেকে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় নিজ বাসায় ফেরার পথে অপহৃত হয়। পরে তাকে আটকে রেখে মুক্তিপণ দাবি করলে পরিবারের লোকজন বিষয়টি পুলিশের কাছে জানায়। পরে কৌশলে পুলিশ অপহরণের শিকার কিশোরকে উদ্ধার করে ছয় কিশোরকে আটক করে। দুইটি সুইজ গিয়ার (চাকু) জব্দ করা হয়। আটক কিশোরদের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। তারা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকার সাব্বির মিয়ার পুত্র অয়ন (১৬), তক্কার মাঠ এলাকার মনোয়ারার বাড়ির ভাড়াটিয়া দেলোয়ার হাওলাদারের পুত্র তরিকুল ইসলাম (১৭), একই এলাকার সাত্তার মিয়ার ভাড়াটিয়া জামাল মিয়ার পুত্র ইমরান হোসেন (১৮), একই এলাকার রানীর বাড়ির ভাড়াটিয়া জাকির হোসেনের পুত্র হাসান (১৬), একই বাড়ির ভাড়াটিয়া শাহ আলমের পুত্র হাবিব (১৭) ও শিয়াচর লাল খাঁ এলাকার মিন্টুর বাড়ির ভাড়াটিয়া হাসান মিয়ার ছেলে রাসেল (১৬)।

মামলার বরাতে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। আসামিদের কার্যক্রম কিশোর গ্যাংয়ের মতো। তাদের কাছ থেকে দুটি সুইজ গিয়ারও উদ্ধার করা হয়েছে। গতকাল তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর
সবজির দাম লাগামহীন
করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা আরও বাড়ানোর আহ্বান কাদেরের
চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
নতুন ইস্যু ও রি-ইস্যু পাসপোর্টের কার্যক্রম পুরোদমে শুরু হচ্ছে
পদ্মার রেল প্রকল্পের ক্ষতিপূরণে দুর্নীতি সহ্য করা হবে না জেলা প্রশাসক
সোনালি আঁশের সোনালি দিন ফেরার ইঙ্গিত
নব্য জেএমবির সদস্য গ্রেফতার
সংক্রামক অণুবীজ শনাক্তে নতুন গবেষণাগার হচ্ছে
বাসা থেকে দম্পতির মরদেহ উদ্ধার
ইসির অধিকার ছিনতাই করে নিজের হাতে নিতে চাইছে সরকার রিজভী
৪২ মে.টন পলিথিন জব্দ
সিলেটে উচ্চ আদালতের আদেশ নিয়ে নাটকীয়তা বিব্রত পুলিশ
নদীতে বিলীন সরকারি প্রাথমিক বিদ্যালয়

শনিবার, ২৯ আগস্ট ২০২০ , ৯ মহররম ১৪৪২, ২৯ আগস্ট ২০২০

না’গঞ্জে

অপহরণের অভিযোগে ৬ কিশোর গ্রেফতার

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

এক কিশোরকে আটকে রেখে মুক্তিপণ দাবি করার অভিযোগে ৬ কিশোরকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিয়াচর তক্কারমাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সাগর (১৫) নামে এক কিশোর গাইবান্ধা থেকে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় নিজ বাসায় ফেরার পথে অপহৃত হয়। পরে তাকে আটকে রেখে মুক্তিপণ দাবি করলে পরিবারের লোকজন বিষয়টি পুলিশের কাছে জানায়। পরে কৌশলে পুলিশ অপহরণের শিকার কিশোরকে উদ্ধার করে ছয় কিশোরকে আটক করে। দুইটি সুইজ গিয়ার (চাকু) জব্দ করা হয়। আটক কিশোরদের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। তারা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকার সাব্বির মিয়ার পুত্র অয়ন (১৬), তক্কার মাঠ এলাকার মনোয়ারার বাড়ির ভাড়াটিয়া দেলোয়ার হাওলাদারের পুত্র তরিকুল ইসলাম (১৭), একই এলাকার সাত্তার মিয়ার ভাড়াটিয়া জামাল মিয়ার পুত্র ইমরান হোসেন (১৮), একই এলাকার রানীর বাড়ির ভাড়াটিয়া জাকির হোসেনের পুত্র হাসান (১৬), একই বাড়ির ভাড়াটিয়া শাহ আলমের পুত্র হাবিব (১৭) ও শিয়াচর লাল খাঁ এলাকার মিন্টুর বাড়ির ভাড়াটিয়া হাসান মিয়ার ছেলে রাসেল (১৬)।

মামলার বরাতে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। আসামিদের কার্যক্রম কিশোর গ্যাংয়ের মতো। তাদের কাছ থেকে দুটি সুইজ গিয়ারও উদ্ধার করা হয়েছে। গতকাল তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।