চিলাহাটি-হলদিবাড়ী পথে রেল চলবে ২৬ মার্চ

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি ও ভারতের হলদিবাড়ী রেল লাইন নির্মাণ কাজের পরিদর্শন শেষে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির বিভিন্ন অনুষ্ঠান আগামী বছর ভারত-বাংলাদেশ যৌথভাবে উদযাপন করবে। করোনাভাইরাসের কারণে চিলাহাটি হলদিবাড়ী রেলপথ কাজ কিছুটা পিছিয়ে যাওয়ায় বাংলাদেশ অংশে দেড় কিলোমিটার এবং ভারত অংশের ২শত মিটার কাজ এখনও শেষ করা যায়নি। তবে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ অংশের কাজ শেষ হয়ে যাবে। আগামী বছরের ২৬ মার্চ বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী যৌথভাবে চিলাহাটি-হলদিবাড়ী রুটে রেল চলাচলের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় চিলাহাটি রেল স্টেশনটি আন্তর্জাতিকমানের রেল স্টেশন হিসেবে তৈরি করার কাজ এগিয়ে চলছে।

রবিবার, ৩০ আগস্ট ২০২০ , ১০ মহররম ১৪৪২, ১৪ ভাদ্র ১৪২৭

চিলাহাটি-হলদিবাড়ী পথে রেল চলবে ২৬ মার্চ

সংবাদদাতা, ডোমার (নীলফামারী)

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি ও ভারতের হলদিবাড়ী রেল লাইন নির্মাণ কাজের পরিদর্শন শেষে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির বিভিন্ন অনুষ্ঠান আগামী বছর ভারত-বাংলাদেশ যৌথভাবে উদযাপন করবে। করোনাভাইরাসের কারণে চিলাহাটি হলদিবাড়ী রেলপথ কাজ কিছুটা পিছিয়ে যাওয়ায় বাংলাদেশ অংশে দেড় কিলোমিটার এবং ভারত অংশের ২শত মিটার কাজ এখনও শেষ করা যায়নি। তবে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ অংশের কাজ শেষ হয়ে যাবে। আগামী বছরের ২৬ মার্চ বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী যৌথভাবে চিলাহাটি-হলদিবাড়ী রুটে রেল চলাচলের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় চিলাহাটি রেল স্টেশনটি আন্তর্জাতিকমানের রেল স্টেশন হিসেবে তৈরি করার কাজ এগিয়ে চলছে।