নিজের খরচে আসছে মুন্নীর নতুন গান

একটি ফোক ঘরানার মৌলিক গান নিয়ে আসছেন দিনাত জাহান মুন্নী। বেশ আয়োজন করে যত্নে নিয়ে এ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করবেন বলে জানিয়েছেন তিনি। গানটির সম্পূর্ণ খরচ তিনি নিজেই বহন করছেন। গানটির শিরোনাম আপাতত রাখা হয়েছে ‘ভালোবাসা ছিল আমাদের কী চমৎকার’। গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য গীতিকার ও মুন্নীর স্বামী কবির বকুল। গানটির সুর সংগীত করেছেন চিরকুটের ইমন চৌধুরী। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করবেন নূর হোসেন হীরা। শিগগিরই গানটির মিউজিক ভিডিওর দৃশ্য ধারণে অংশ নেবেন মুন্নী। গানটি প্রসঙ্গে দিনাত জাহান মুন্নী বলেন, ‘এই গানটি যখন গেয়েছি তখন সত্যি বলতে কী নিজেরই অনেক ভালো লেগেছিল। কিছুদিন আগেই ইমন চৌধুরীর সঙ্গে যখন দেখা হলো তখনই আসলে তাকে একটি গান করার জন্য আমার বলা। এ গানটি লাইভেও গেয়েছিলাম। আমাদের পরিবারেরই একজন শ্রদ্ধেয় তপন চৌধুরী দাদা। তিনিও গানটি শুনে বেশ প্রশংসা করেছেন। তাছাড়া গানটিও বেশ অন্যরকমই মনে হলো আমার কাছে। যে কারণে আমার শখই হলো যে গানটির মিউজিক ভিডিওটা ভালোভাবেই করা হোক। সেই ভাবনা থেকেই এ গানটির মিউজিক ভিডিও করা হচ্ছে এবং আমি খুব আশাবাদী গানটি নিয়ে যে শ্রোতাদের কাছে নিশ্চয়ই ভালোলাগা সৃষ্টি করবে।’ এদিকে আজ দিনাত জাহান মুন্নীর জন্মদিন। যেহেতু করোনাকাল চলছে। তাই জন্মদিনে এবার বিশেষ কোন আয়োজন নেই। তবে মুন্নী আন্দাজ করতে পারছেন যে তার স্বামী কবির বকুল এবং তিন সন্তান প্রেরণা, প্রতীক্ষা, প্রচ্ছদের পক্ষ থেকে সারপ্রাইজ থাকবে। অডিওতে মুন্নীর গাওয়া প্রথম মৌলিক গান ছিল লিটন অধিকারী রিন্টুর লেখা ও প্রণব ঘোষের সুরে ‘জমিদারের জমিদারি’। সিনেমাতে তিনি প্রথম প্লে-ব্যাক করেন এনায়েত করিমের ‘জননেতা’ সিনেমায় কবির বকুলের লেখা ও শওকত আলী ইমনের সুর সংগীতে ‘তোর চেয়ে ভালা দুবাইওয়ালা’ শিরোনামের গানে।  কুমিল্লার চাঁদপুরের মতলবের হুমায় কবির রেবনের কাছে পাঁচ বছর বয়সে সংগীতে তালিম নেয়া শুরু মুন্নীর। পরবর্তীতে ছায়ানট, কিংবদন্তি সংগীতশিল্পী নীলুফার ইয়াসমিন, কিংবদন্তি সুরস্রষ্টা খন্দকার নূরুল আলমের কাছে সংগীতে তালিম নিয়েছেন। বর্তমানে সময়করে ওস্তাদ সঞ্জীব দে’র কাছে তালিম নিচ্ছেন তিনি। দিনাত জাহান মুন্নীর বাবা মোশারফ হোসেন  ও মা হাসিনা আক্তার হাসু। তার দুই ভাই তারেক ও মিঠু। মুন্নীর সর্বশেষ প্রকাশিত গান প্রসেনজিৎ ওঝার লেখা ও মনোয়োর হোসেন টুটুলের সুর করা ‘উল্টো পা’। শিগগিরই প্রকাশ হতে যাচ্ছে কবির বকুলের লেখা ও এসআই টুটুলের সুর সঙ্গীতে তার গাওয়া নতুন গান ‘কার্নিশে রোজ একটা পাখি ঠোঁটে খড়কুটো, সন্ধ্যা রাতের হাতের মাঝে জোনাক একমুঠো’।

রবিবার, ৩০ আগস্ট ২০২০ , ১০ মহররম ১৪৪২, ১৪ ভাদ্র ১৪২৭

নিজের খরচে আসছে মুন্নীর নতুন গান

বিনোদন প্রতিবেদক |

image

একটি ফোক ঘরানার মৌলিক গান নিয়ে আসছেন দিনাত জাহান মুন্নী। বেশ আয়োজন করে যত্নে নিয়ে এ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করবেন বলে জানিয়েছেন তিনি। গানটির সম্পূর্ণ খরচ তিনি নিজেই বহন করছেন। গানটির শিরোনাম আপাতত রাখা হয়েছে ‘ভালোবাসা ছিল আমাদের কী চমৎকার’। গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য গীতিকার ও মুন্নীর স্বামী কবির বকুল। গানটির সুর সংগীত করেছেন চিরকুটের ইমন চৌধুরী। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করবেন নূর হোসেন হীরা। শিগগিরই গানটির মিউজিক ভিডিওর দৃশ্য ধারণে অংশ নেবেন মুন্নী। গানটি প্রসঙ্গে দিনাত জাহান মুন্নী বলেন, ‘এই গানটি যখন গেয়েছি তখন সত্যি বলতে কী নিজেরই অনেক ভালো লেগেছিল। কিছুদিন আগেই ইমন চৌধুরীর সঙ্গে যখন দেখা হলো তখনই আসলে তাকে একটি গান করার জন্য আমার বলা। এ গানটি লাইভেও গেয়েছিলাম। আমাদের পরিবারেরই একজন শ্রদ্ধেয় তপন চৌধুরী দাদা। তিনিও গানটি শুনে বেশ প্রশংসা করেছেন। তাছাড়া গানটিও বেশ অন্যরকমই মনে হলো আমার কাছে। যে কারণে আমার শখই হলো যে গানটির মিউজিক ভিডিওটা ভালোভাবেই করা হোক। সেই ভাবনা থেকেই এ গানটির মিউজিক ভিডিও করা হচ্ছে এবং আমি খুব আশাবাদী গানটি নিয়ে যে শ্রোতাদের কাছে নিশ্চয়ই ভালোলাগা সৃষ্টি করবে।’ এদিকে আজ দিনাত জাহান মুন্নীর জন্মদিন। যেহেতু করোনাকাল চলছে। তাই জন্মদিনে এবার বিশেষ কোন আয়োজন নেই। তবে মুন্নী আন্দাজ করতে পারছেন যে তার স্বামী কবির বকুল এবং তিন সন্তান প্রেরণা, প্রতীক্ষা, প্রচ্ছদের পক্ষ থেকে সারপ্রাইজ থাকবে। অডিওতে মুন্নীর গাওয়া প্রথম মৌলিক গান ছিল লিটন অধিকারী রিন্টুর লেখা ও প্রণব ঘোষের সুরে ‘জমিদারের জমিদারি’। সিনেমাতে তিনি প্রথম প্লে-ব্যাক করেন এনায়েত করিমের ‘জননেতা’ সিনেমায় কবির বকুলের লেখা ও শওকত আলী ইমনের সুর সংগীতে ‘তোর চেয়ে ভালা দুবাইওয়ালা’ শিরোনামের গানে।  কুমিল্লার চাঁদপুরের মতলবের হুমায় কবির রেবনের কাছে পাঁচ বছর বয়সে সংগীতে তালিম নেয়া শুরু মুন্নীর। পরবর্তীতে ছায়ানট, কিংবদন্তি সংগীতশিল্পী নীলুফার ইয়াসমিন, কিংবদন্তি সুরস্রষ্টা খন্দকার নূরুল আলমের কাছে সংগীতে তালিম নিয়েছেন। বর্তমানে সময়করে ওস্তাদ সঞ্জীব দে’র কাছে তালিম নিচ্ছেন তিনি। দিনাত জাহান মুন্নীর বাবা মোশারফ হোসেন  ও মা হাসিনা আক্তার হাসু। তার দুই ভাই তারেক ও মিঠু। মুন্নীর সর্বশেষ প্রকাশিত গান প্রসেনজিৎ ওঝার লেখা ও মনোয়োর হোসেন টুটুলের সুর করা ‘উল্টো পা’। শিগগিরই প্রকাশ হতে যাচ্ছে কবির বকুলের লেখা ও এসআই টুটুলের সুর সঙ্গীতে তার গাওয়া নতুন গান ‘কার্নিশে রোজ একটা পাখি ঠোঁটে খড়কুটো, সন্ধ্যা রাতের হাতের মাঝে জোনাক একমুঠো’।