গানের শিক্ষকতা নিয়ে ব্যস্ত খায়রুল ওয়াস

খায়রুল ওয়াসী ২০১৫-১৬ সালে অনুষ্ঠিত ‘চ্যানেল আই বাংলা গান’ প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছিলেন। ওয়াসী তার মা খাদিজা বেগমের কাছেই প্রখম তালিম নিয়েছিলেন। পরবর্তীতে ফরিদপুরের মধুখালী থানার তার নিজ গ্রাম জগন্নাথদীতে তার মেজো চাচা মো. আলী এবং শ্যামল কুমার ভৌমিক, অবিনাশ দাসসহ আরও বেশ কয়েকজনের কাছে তালিম নেন। খায়রুল ওয়াসীর প্রথম অ্যালবাম (ইপি-অ্যালবাম) তিনটি গানের সমন্বয়ে ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত হয়েছিল। তিনটি গানই লিখেছিলেন সাংবাদিক, গীতিকার তারেক আনন্দ এবং সুর করেছিলেন ওয়াসী নিজেই। শিগগিরই প্রকাশ পাবে তার লেখা ও সুরে ‘মেঘলা দিনে’ এবং ‘দরদীয়া’ গান দুটি। এছাড়াও ওয়াসী জানান আগামী কিছুদিনের মধ্যে আরও নতুন দশেরও অধিক গান প্রকাশ পাবে, যার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। খায়রুল ওয়াসী দীর্ঘ সাত বছর যেখানে সঙ্গীতে তালিম নিয়েছেন সেখানে এখন একজন শিক্ষক হিসেবে কর্মরত আছেন। সিনেমাতে তিনি প্রথম প্লে-ব্যাক করেন অরুণ চৌধুরী পরিচালিত ‘আলতাবাণু’ সিনেমায়। এদিকে গতকাল ছিল ওয়াসীর জন্মদিন। বাবা আলেক মাহমুদ, মা ও বোন আবিদার সঙ্গেই কাটে তার জন্মদিনের প্রহর। সংগীত জীবন প্রসঙ্গে খায়রুল ওয়াসী বলেন, ‘সংগীতাঙ্গনে পথ চলতে গিয়ে বর্তমান পরিস্থিতির বিবেচনায় মাঝে মাঝে হতাশ হয়ে পড়ি। আবার নিজেই নতুন করে মনের মধ্যে সাহস জুগিয়ে এগিয়ে চলি। সত্যি বলতে কী জীবনে উত্থান-পতন তো থাকবেই। কিন্তু তারপরও এগিয়ে যেতে হবে নতুন উদ্যমে, আপন গতিতে।’

রবিবার, ৩০ আগস্ট ২০২০ , ১০ মহররম ১৪৪২, ১৪ ভাদ্র ১৪২৭

গানের শিক্ষকতা নিয়ে ব্যস্ত খায়রুল ওয়াস

বিনোদন প্রতিবেদক |

image

খায়রুল ওয়াসী ২০১৫-১৬ সালে অনুষ্ঠিত ‘চ্যানেল আই বাংলা গান’ প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছিলেন। ওয়াসী তার মা খাদিজা বেগমের কাছেই প্রখম তালিম নিয়েছিলেন। পরবর্তীতে ফরিদপুরের মধুখালী থানার তার নিজ গ্রাম জগন্নাথদীতে তার মেজো চাচা মো. আলী এবং শ্যামল কুমার ভৌমিক, অবিনাশ দাসসহ আরও বেশ কয়েকজনের কাছে তালিম নেন। খায়রুল ওয়াসীর প্রথম অ্যালবাম (ইপি-অ্যালবাম) তিনটি গানের সমন্বয়ে ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত হয়েছিল। তিনটি গানই লিখেছিলেন সাংবাদিক, গীতিকার তারেক আনন্দ এবং সুর করেছিলেন ওয়াসী নিজেই। শিগগিরই প্রকাশ পাবে তার লেখা ও সুরে ‘মেঘলা দিনে’ এবং ‘দরদীয়া’ গান দুটি। এছাড়াও ওয়াসী জানান আগামী কিছুদিনের মধ্যে আরও নতুন দশেরও অধিক গান প্রকাশ পাবে, যার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। খায়রুল ওয়াসী দীর্ঘ সাত বছর যেখানে সঙ্গীতে তালিম নিয়েছেন সেখানে এখন একজন শিক্ষক হিসেবে কর্মরত আছেন। সিনেমাতে তিনি প্রথম প্লে-ব্যাক করেন অরুণ চৌধুরী পরিচালিত ‘আলতাবাণু’ সিনেমায়। এদিকে গতকাল ছিল ওয়াসীর জন্মদিন। বাবা আলেক মাহমুদ, মা ও বোন আবিদার সঙ্গেই কাটে তার জন্মদিনের প্রহর। সংগীত জীবন প্রসঙ্গে খায়রুল ওয়াসী বলেন, ‘সংগীতাঙ্গনে পথ চলতে গিয়ে বর্তমান পরিস্থিতির বিবেচনায় মাঝে মাঝে হতাশ হয়ে পড়ি। আবার নিজেই নতুন করে মনের মধ্যে সাহস জুগিয়ে এগিয়ে চলি। সত্যি বলতে কী জীবনে উত্থান-পতন তো থাকবেই। কিন্তু তারপরও এগিয়ে যেতে হবে নতুন উদ্যমে, আপন গতিতে।’