আমিরাত ফ্লাইটের জন্য প্রস্তুত ইসরায়েলের এলআল

ইসরায়েল থেকে প্রথমবারের মতো যাত্রিবাহী উড়োজাহাজ যাচ্ছে আরব আমিরাত। ইসরায়েলের রাষ্ট্রীয় এয়ারলাইন্স এলআল’র একটি ফ্লাইট আরব আমিরাতের আবুধাবির উদ্দেশে রওয়ানা দেবে। সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ সম্প্রতি একটি চুক্তি করেছে। আল-জাজিরা।

চুক্তি অনুযায়ী প্যালেস্টাইনের পশ্চিম তীরে দখলকৃত ভূখ-ে সীমানা সম্প্রসারণ স্থগিত করেছে ইসরায়েল। আরব আমিরাতের আন্তর্জাতিক কলিং কোডের সঙ্গে মিল রেখে ফ্লাইটের নাম্বার দেয়া হয়েছে এলওয়াই ৯৭১। মঙ্গলবার ফিরতি ফ্লাইট যাবে তেল আবিবে যার নাম্বার এলওয়াই ৯৭২। তবে এলআল ওয়েবসাইটে তাৎক্ষণিকভাবে এ ফ্লাইটে অগ্রিম আসন সংরক্ষণ করা যাচ্ছিল না। আমিরাত ও ইসরায়েলের মধ্যে এর আগে ব্যক্তিগত উড়োজাহাজ চলাচল করেছে। সম্পর্ক স্বাভাবিক করতে দুই দেশ একমত হয় গত ১৩ আগস্ট। অবশ্য তাদের চুক্তিকে পিঠে ছুরি মারা হিসেবে অভিহিত করেছেন প্যালেস্টাইনি নেতারা।

রবিবার, ৩০ আগস্ট ২০২০ , ১০ মহররম ১৪৪২, ১৪ ভাদ্র ১৪২৭

আমিরাত ফ্লাইটের জন্য প্রস্তুত ইসরায়েলের এলআল

ইসরায়েল থেকে প্রথমবারের মতো যাত্রিবাহী উড়োজাহাজ যাচ্ছে আরব আমিরাত। ইসরায়েলের রাষ্ট্রীয় এয়ারলাইন্স এলআল’র একটি ফ্লাইট আরব আমিরাতের আবুধাবির উদ্দেশে রওয়ানা দেবে। সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ সম্প্রতি একটি চুক্তি করেছে। আল-জাজিরা।

চুক্তি অনুযায়ী প্যালেস্টাইনের পশ্চিম তীরে দখলকৃত ভূখ-ে সীমানা সম্প্রসারণ স্থগিত করেছে ইসরায়েল। আরব আমিরাতের আন্তর্জাতিক কলিং কোডের সঙ্গে মিল রেখে ফ্লাইটের নাম্বার দেয়া হয়েছে এলওয়াই ৯৭১। মঙ্গলবার ফিরতি ফ্লাইট যাবে তেল আবিবে যার নাম্বার এলওয়াই ৯৭২। তবে এলআল ওয়েবসাইটে তাৎক্ষণিকভাবে এ ফ্লাইটে অগ্রিম আসন সংরক্ষণ করা যাচ্ছিল না। আমিরাত ও ইসরায়েলের মধ্যে এর আগে ব্যক্তিগত উড়োজাহাজ চলাচল করেছে। সম্পর্ক স্বাভাবিক করতে দুই দেশ একমত হয় গত ১৩ আগস্ট। অবশ্য তাদের চুক্তিকে পিঠে ছুরি মারা হিসেবে অভিহিত করেছেন প্যালেস্টাইনি নেতারা।