পাবনা-৪ আসনে নৌকা পেলেন নুরুজ্জামান

পাবনা-৪ সংসদীয় আসনের উপ-নির্বাচনে নুরুজ্জামান বিশ্বাসকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ ঈশ্বরদী-আটঘড়িয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে দীর্ঘদিনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে এই উপ নির্বাচন হচ্ছে। গত রোববার আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় উপ নির্বাচনে নুরুজ্জামান বিশ্বাসকে চূড়ান্ত প্রার্থী মনোনিত করা হয়। আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে অনুযায়ী পাবনা-৪ সংসদীয় আসনের উপ-নির্বাচনে নুরুজ্জামান বিশ্বাস কে মনোনয়ন দেয়া হয়েছে। নুরুজ্জামান বিশ্বাস ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এছাড়াও দীর্ঘদিন তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালে তিনি এই অঞ্চলে মুজিব বাহিনীর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। এই আসনের প্রার্থীর হতে ডিলু পরিবারের ৮ জন সদস্যসহ মোট ২৮ জন প্রার্থী মনোনয়ন ফরম কিনেছিলেন। এরমধ্যে থেকে নুরুজ্জামান বিশ্বাসকে মনোনয়ন দেয়া হল। আগামী ২৬ সেপ্টেম্বর এই আসনের উপ-নির্বাচন হবে।

আরও খবর
নাব্যতা সংকট ডুবোচরে অধিকাংশ ফেরি বন্ধ
মুরাদনগরে মেম্বারের বাড়ি থেকে বিপুল কাঠ উদ্ধার
বদরগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার
কাশিয়ানীতে বালু ব্যবসায়ীকে জরিমানা
কলমাকান্দায় ছাত্রীকে ধর্ষণ চেষ্টা : মামলা
৫ জেলায় নতুন শনাক্ত ৬২
বনে সিসা কারখানা : মালিকের জেল
তালায় গাছ চুরির অভিযোগ
শেরপুরে এলজিইডি’র প্রকল্প কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ!
বরুড়ায় আউশের বাম্পার ফলন-দামে খুশি কৃষক
প্রস্তাবিত ‘খুলনা কৃষি বিশ^বিদ্যালয়’র জমি অধিগ্রহণে উচ্ছেদ আতঙ্কে ৪ গ্রাম
হামলায় হাসপাতালে কাতরাচ্ছে মুক্তিযোদ্ধা, অবরুদ্ধ পরিবার
পাহাড়পুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০ , ১১ মহররম ১৪৪২, ১৫ ভাদ্র ১৪২৭

পাবনা-৪ আসনে নৌকা পেলেন নুরুজ্জামান

প্রতিনিধি, ঈশ্বরদী, (পাবনা)

পাবনা-৪ সংসদীয় আসনের উপ-নির্বাচনে নুরুজ্জামান বিশ্বাসকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ ঈশ্বরদী-আটঘড়িয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে দীর্ঘদিনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে এই উপ নির্বাচন হচ্ছে। গত রোববার আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় উপ নির্বাচনে নুরুজ্জামান বিশ্বাসকে চূড়ান্ত প্রার্থী মনোনিত করা হয়। আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে অনুযায়ী পাবনা-৪ সংসদীয় আসনের উপ-নির্বাচনে নুরুজ্জামান বিশ্বাস কে মনোনয়ন দেয়া হয়েছে। নুরুজ্জামান বিশ্বাস ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এছাড়াও দীর্ঘদিন তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালে তিনি এই অঞ্চলে মুজিব বাহিনীর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। এই আসনের প্রার্থীর হতে ডিলু পরিবারের ৮ জন সদস্যসহ মোট ২৮ জন প্রার্থী মনোনয়ন ফরম কিনেছিলেন। এরমধ্যে থেকে নুরুজ্জামান বিশ্বাসকে মনোনয়ন দেয়া হল। আগামী ২৬ সেপ্টেম্বর এই আসনের উপ-নির্বাচন হবে।