বনে সিসা কারখানা : মালিকের জেল

টাঙ্গাইলের মির্জাপুরে বনের ভেতর সিসা তৈরির অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক মোশারফ দেওয়ানকে এক মাসের জেল ও ছয় শ্রমিককে ১৫ হাজার টাকা জড়িমানা করা হয়। রবিবার সন্ধ্যায় (৩০ আগস্ট) উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা গ্রামের বনের ভেতরে অভিযান পরিচালনা করে এই আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন। মো. জুবায়ের হোসেন জানান, একটি অসাধু চক্র প্রশাসনের নির্দেশ অমান্য করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বনের ভেতরে ব্যাটারি পুড়িয়ে অবৈধ সিসার কারখানা গড়ে তুলে। অবৈধ সিসার কারখানায় দুর্গন্ধে এলাকার পরিবেশ বিষয়ে উঠেছে। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার অভিযান পরিচালনা করা হয়।

আরও খবর
নাব্যতা সংকট ডুবোচরে অধিকাংশ ফেরি বন্ধ
মুরাদনগরে মেম্বারের বাড়ি থেকে বিপুল কাঠ উদ্ধার
বদরগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার
পাবনা-৪ আসনে নৌকা পেলেন নুরুজ্জামান
কাশিয়ানীতে বালু ব্যবসায়ীকে জরিমানা
কলমাকান্দায় ছাত্রীকে ধর্ষণ চেষ্টা : মামলা
৫ জেলায় নতুন শনাক্ত ৬২
তালায় গাছ চুরির অভিযোগ
শেরপুরে এলজিইডি’র প্রকল্প কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ!
বরুড়ায় আউশের বাম্পার ফলন-দামে খুশি কৃষক
প্রস্তাবিত ‘খুলনা কৃষি বিশ^বিদ্যালয়’র জমি অধিগ্রহণে উচ্ছেদ আতঙ্কে ৪ গ্রাম
হামলায় হাসপাতালে কাতরাচ্ছে মুক্তিযোদ্ধা, অবরুদ্ধ পরিবার
পাহাড়পুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০ , ১১ মহররম ১৪৪২, ১৫ ভাদ্র ১৪২৭

বনে সিসা কারখানা : মালিকের জেল

প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুরে বনের ভেতর সিসা তৈরির অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক মোশারফ দেওয়ানকে এক মাসের জেল ও ছয় শ্রমিককে ১৫ হাজার টাকা জড়িমানা করা হয়। রবিবার সন্ধ্যায় (৩০ আগস্ট) উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা গ্রামের বনের ভেতরে অভিযান পরিচালনা করে এই আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন। মো. জুবায়ের হোসেন জানান, একটি অসাধু চক্র প্রশাসনের নির্দেশ অমান্য করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বনের ভেতরে ব্যাটারি পুড়িয়ে অবৈধ সিসার কারখানা গড়ে তুলে। অবৈধ সিসার কারখানায় দুর্গন্ধে এলাকার পরিবেশ বিষয়ে উঠেছে। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার অভিযান পরিচালনা করা হয়।