সাগরে ভেসে থাকা তেল সরাতে বিলম্বে প্রতিবাদ

মরিশাসে বিক্ষোভ

গতকাল সংবাদমাধ্যম থেকে জানা গেছে, শনিবার মরিশাসে বিপুলসংখ্যক মানুষ হর্ন বাজিয়ে আর ড্রাম পিটিয়ে উপকূলীয় এলাকায় ট্যাঙ্কার থেকে তেল নিঃসরণে উদ্ধার তৎপরতা এবং সাগর থেকে ভেসে আসা মৃত ডলফিনের উদ্ধারে বিলম্বিত পদক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ করেছেন। প্রতিবাদকারীরা ‘ইউ হ্যাভ নো শেইম’ বা ‘তোমাদের কোন লজ্জা নেই’ প্ল্যাকার্ড বহন করছিলেন। বিবিসি।

স্থানীয় একজন লেখক খলিল কাশিম আলী লিখেছেন, যে বিষয়টি দ্বীপটির সবাইকে একত্রিত করে, তাহলো এই সাগরের অনুপম সৌন্দর্য্য, যা দেশটির অন্যতম মূল্যবান রতœ এবং সাগরের ব্যাপারে এরা এখানে অত্যন্ত আবেগপ্রবণও। দ্বীপদেশ মরিশাস পর্যটন শিল্পের ওপর অত্যন্ত নির্ভরশীলও নৈসর্গিক, নিস্তব্ধ এই সাগরের টানে সারা বিশ্বের পর্যটকেরা এখানে এসে ভিড় জমাতেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০ , ১১ মহররম ১৪৪২, ১৫ ভাদ্র ১৪২৭

সাগরে ভেসে থাকা তেল সরাতে বিলম্বে প্রতিবাদ

মরিশাসে বিক্ষোভ

গতকাল সংবাদমাধ্যম থেকে জানা গেছে, শনিবার মরিশাসে বিপুলসংখ্যক মানুষ হর্ন বাজিয়ে আর ড্রাম পিটিয়ে উপকূলীয় এলাকায় ট্যাঙ্কার থেকে তেল নিঃসরণে উদ্ধার তৎপরতা এবং সাগর থেকে ভেসে আসা মৃত ডলফিনের উদ্ধারে বিলম্বিত পদক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ করেছেন। প্রতিবাদকারীরা ‘ইউ হ্যাভ নো শেইম’ বা ‘তোমাদের কোন লজ্জা নেই’ প্ল্যাকার্ড বহন করছিলেন। বিবিসি।

স্থানীয় একজন লেখক খলিল কাশিম আলী লিখেছেন, যে বিষয়টি দ্বীপটির সবাইকে একত্রিত করে, তাহলো এই সাগরের অনুপম সৌন্দর্য্য, যা দেশটির অন্যতম মূল্যবান রতœ এবং সাগরের ব্যাপারে এরা এখানে অত্যন্ত আবেগপ্রবণও। দ্বীপদেশ মরিশাস পর্যটন শিল্পের ওপর অত্যন্ত নির্ভরশীলও নৈসর্গিক, নিস্তব্ধ এই সাগরের টানে সারা বিশ্বের পর্যটকেরা এখানে এসে ভিড় জমাতেন।