নকল মূর্তিসহ প্রতারক গ্রেফতার

নওগাঁর বদলগাছীতে নকল মূর্তি সহ এলাকার প্রতারক চক্রের মূলহোতা খাজামুদ্দীন ওরফে ধোদাকে (৪৮) গ্রেফতার করেছে বদলগাছী থানা পুলিশ। গত সোমবার বিকেলে বদলগাছী পাহাড়পুর সড়কের চকবনমালি ব্রিজের পাশের্^ নকল মূর্তি নিয়ে বেচাকেনার জন্য আসে খাজামুদ্দীন ওরফে ধোদা । এ সময় গোপন খবরের ভিত্তিতে বদলগাছী থানার অফিসার ইনর্চাজ চৌধুরী জোবায়ের আহাম্মদ এর নেতৃত্বে ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, এসআই গৌরাঙ্গ ও এএসআই মিলন অভিযান চালিয়ে সোনালী রংগের নকল মূর্তিসহ খাজামুদ্দীন ওরফে ধোদাকে গ্রেফতার করে। সে ২০ বছর থেকে মানুষের সঙ্গে প্রতারনা করে নকল মূর্তির ব্যবসা করে আসছে। বদলগাছী থানার অফিসার ইনর্চাজ চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খাজামুদ্দীন ওরফে ধোদা দীর্ঘদিন থেকে প্রতারণামূলক নকল মূর্তির ব্যবসা করে আসছে। তার অনেক বড় নেটওয়ার্ক রয়েছে।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০ , ১২ মহররম ১৪৪২, ১৬ ভাদ্র ১৪২৭

নকল মূর্তিসহ প্রতারক গ্রেফতার

প্রতিনিধি বদলগাছী (নওগাঁ)

নওগাঁর বদলগাছীতে নকল মূর্তি সহ এলাকার প্রতারক চক্রের মূলহোতা খাজামুদ্দীন ওরফে ধোদাকে (৪৮) গ্রেফতার করেছে বদলগাছী থানা পুলিশ। গত সোমবার বিকেলে বদলগাছী পাহাড়পুর সড়কের চকবনমালি ব্রিজের পাশের্^ নকল মূর্তি নিয়ে বেচাকেনার জন্য আসে খাজামুদ্দীন ওরফে ধোদা । এ সময় গোপন খবরের ভিত্তিতে বদলগাছী থানার অফিসার ইনর্চাজ চৌধুরী জোবায়ের আহাম্মদ এর নেতৃত্বে ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, এসআই গৌরাঙ্গ ও এএসআই মিলন অভিযান চালিয়ে সোনালী রংগের নকল মূর্তিসহ খাজামুদ্দীন ওরফে ধোদাকে গ্রেফতার করে। সে ২০ বছর থেকে মানুষের সঙ্গে প্রতারনা করে নকল মূর্তির ব্যবসা করে আসছে। বদলগাছী থানার অফিসার ইনর্চাজ চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খাজামুদ্দীন ওরফে ধোদা দীর্ঘদিন থেকে প্রতারণামূলক নকল মূর্তির ব্যবসা করে আসছে। তার অনেক বড় নেটওয়ার্ক রয়েছে।