‘চেতনায় নজরুল’ আয়োজনে পুষ্পিতার নজরুল সঙ্গীতের ভিডিও প্রকাশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে, স্বনামধন্য সঙ্গীত-সংস্থা কোয়েস্ট ওয়ার্ল্ডের আয়োজনে ২৯ আগস্ট থেকে শুরু হয়েছে এক বিশেষ উদ্যোগ ‘চেতনায় নজরুল’। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশিষ্ট ও স্বনামধন্য নজরুল-সঙ্গীতশিল্পী ও বাচিকশিল্পীদের স্বনির্মিত মিউজিক-ভিডিও সিরিজ প্রকাশ করা হচ্ছে এর মাধ্যমে। বাংলাদেশের তরুণ প্রজন্মের সঙ্গীতশিল্পী ও চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন (২০১৫) খ্যাত নুজহাত সাবিহা পুষ্পিতা’র কণ্ঠে ‘নিশি নিঝুম ঘুম নাহি আসে’ শীর্ষক নজরুল সঙ্গীতের ভিডিওটি প্রকাশের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়েছে। এই উদ্যোগে ইতোমধ্যেই দুই বাংলা ছাড়াও অন্যান্য দেশেরও বেশ কিছু প্রথিতযশা শিল্পীরা সামিল হয়েছেন । এ প্রসঙ্গে পুষ্পিতা বলেন, ‘এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণের জন্য প্রথমেই কোয়েস্ট ওয়ার্ল্ড কর্তৃপক্ষকে জানাই। আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই অনন্য উদ্যোগটি সত্যিই নজরুল প্রেমীদের আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। এই প্রচেষ্টাতে বিশ্বব্যাপী নজরুলপ্রেমীরা সাদরে অংশগ্রহণ করবেন বলেই আমার প্রত্যাশা।’ আয়োজনটির সামগ্রিক ভাবনা ও পরিকল্পনায় আছেন স্বাগত গঙ্গোপাধ্যায়, সহ-আয়োজনে ছায়ানট (কলকাতা), সহ- উদ্যোগে সোমঋতা মল্লিক, সার্বিক সহযোগিতায় ‘নজরুল.ইন’ ওয়েবসাইট, ‘রেডিও নজরুল’ ও অন্যান্য মিডিয়া আয়োজক-বৃন্দ।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০ , ১২ মহররম ১৪৪২, ১৬ ভাদ্র ১৪২৭

‘চেতনায় নজরুল’ আয়োজনে পুষ্পিতার নজরুল সঙ্গীতের ভিডিও প্রকাশ

বিনোদন প্রতিবেদক |

image

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে, স্বনামধন্য সঙ্গীত-সংস্থা কোয়েস্ট ওয়ার্ল্ডের আয়োজনে ২৯ আগস্ট থেকে শুরু হয়েছে এক বিশেষ উদ্যোগ ‘চেতনায় নজরুল’। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশিষ্ট ও স্বনামধন্য নজরুল-সঙ্গীতশিল্পী ও বাচিকশিল্পীদের স্বনির্মিত মিউজিক-ভিডিও সিরিজ প্রকাশ করা হচ্ছে এর মাধ্যমে। বাংলাদেশের তরুণ প্রজন্মের সঙ্গীতশিল্পী ও চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন (২০১৫) খ্যাত নুজহাত সাবিহা পুষ্পিতা’র কণ্ঠে ‘নিশি নিঝুম ঘুম নাহি আসে’ শীর্ষক নজরুল সঙ্গীতের ভিডিওটি প্রকাশের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়েছে। এই উদ্যোগে ইতোমধ্যেই দুই বাংলা ছাড়াও অন্যান্য দেশেরও বেশ কিছু প্রথিতযশা শিল্পীরা সামিল হয়েছেন । এ প্রসঙ্গে পুষ্পিতা বলেন, ‘এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণের জন্য প্রথমেই কোয়েস্ট ওয়ার্ল্ড কর্তৃপক্ষকে জানাই। আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই অনন্য উদ্যোগটি সত্যিই নজরুল প্রেমীদের আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। এই প্রচেষ্টাতে বিশ্বব্যাপী নজরুলপ্রেমীরা সাদরে অংশগ্রহণ করবেন বলেই আমার প্রত্যাশা।’ আয়োজনটির সামগ্রিক ভাবনা ও পরিকল্পনায় আছেন স্বাগত গঙ্গোপাধ্যায়, সহ-আয়োজনে ছায়ানট (কলকাতা), সহ- উদ্যোগে সোমঋতা মল্লিক, সার্বিক সহযোগিতায় ‘নজরুল.ইন’ ওয়েবসাইট, ‘রেডিও নজরুল’ ও অন্যান্য মিডিয়া আয়োজক-বৃন্দ।