নন্দিতা’র কণ্ঠে লতা’র ‘ও মোর ময়নাগো’

এই প্রজন্মের সঙ্গীতশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতা। এর আগেও তিনি পুরোনো দিনের জনপ্রিয় গান নিজের কণ্ঠে তুলে নিয়ে শ্রোতা দর্শককে মুগ্ধ করেছিলেন। সেই ধারাবাহিকতায় আবারো পুরোনো দিনের গান নিজের কণ্ঠে তুলে নিলেন। এবার তিনি উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মুঙ্গেশকরের বহুল জনপ্রিয় গান ‘ও মোর ময়নাগো’ গানটি নিজের কণ্ঠে তুলেছেন। গানটি লিখেছেন ও সুর করেছেন সলিল চৌধুরী। মিউজিক রি-অ্যারেঞ্জম্যান্ট করেছেন পার্থ বড়ুয়া। গেল ৩১ আগস্ট গানটি স্যালন মিউজিক’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের পর থেকে বেশ উচ্ছ্বসিত নন্দিতা। নন্দিতা বলেন, ‘বেশকিছু দিন বিরতির পর এই প্ল্যাটফর্মে আমার নতুন গান এলো। এই প্ল্যাটফর্মে প্রকাশিত হওয়া আমার গাওয়া গানের মধ্যে সবচেয়ে বেশি সাড়া পেয়েছি এক বৈশাখে দেখা হলো দুজনায় গানটির জন্য। গানটি প্রকাশের পর থেকে যেখানেই স্টেজ শো করতে গিয়েছি আমাকে গাইতেই হয়েছে। গানটির মূল শিল্পী শ্রদ্ধেয় আরতি মুখার্জির প্রতি রইলো শ্রদ্ধা। কারণ এই গান আমাকে অন্যরকম আলোচনায় নিয়ে এসেছে। আমার বিশ^াস বরেণ্য শ্রদ্ধেয় সঙ্গীতশিল্পী লতা মুঙ্গেশকরের এই গানটিও আমাকে শ্রোতা দর্শকের ভালোবাসা সিক্ত করবে। অবশ্য এরইমধ্যে নানা মাধ্যমে গানটির জন্য বেশ সাড়া পাচ্ছি। অবশ্যই ধন্যবাদ এই গানটির জন্য আমাকে নির্বাচিত করার জন্য শ্রদ্ধেয় পার্থ বড়–য়া দাদার কাছে। তিনি ভীষণ সহযোগিতা করেছেন, তার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ যারা নিয়মিত আমার গান শুনছেন।’ এরই মধ্যে একই প্ল্যাটফর্মে আরতি মুখার্জির ‘ওগো মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না’ গানটিও প্রকাশিত হয়েছে। নন্দিতা এরইমধ্যে বেশকিছু বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। ২০১৩ সাল থেকে গানের পাশাপাশি নন্দিতা উপস্থাপনাতেও বেশ অনবদ্য। ‘একুশে টিভি’র গানের ওপারে অনুষ্ঠানের মধ্যদিয়ে উপস্থাপনা শুরু তার। তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ সিনেমায় পিন্টু ঘোষ ও তৌকীর আহমেদের লেখা পিন্টু ঘোষের সুর সঙ্গীতে ‘নোনা জল’ গানটি নন্দিতার চলচ্চিত্রের অন্যতম একটি জনপ্রিয় গান। এতে তার সহশিল্পী পিন্টু ঘোষ।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০ , ১২ মহররম ১৪৪২, ১৬ ভাদ্র ১৪২৭

নন্দিতা’র কণ্ঠে লতা’র ‘ও মোর ময়নাগো’

বিনোদন প্রতিবেদক |

image

এই প্রজন্মের সঙ্গীতশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতা। এর আগেও তিনি পুরোনো দিনের জনপ্রিয় গান নিজের কণ্ঠে তুলে নিয়ে শ্রোতা দর্শককে মুগ্ধ করেছিলেন। সেই ধারাবাহিকতায় আবারো পুরোনো দিনের গান নিজের কণ্ঠে তুলে নিলেন। এবার তিনি উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মুঙ্গেশকরের বহুল জনপ্রিয় গান ‘ও মোর ময়নাগো’ গানটি নিজের কণ্ঠে তুলেছেন। গানটি লিখেছেন ও সুর করেছেন সলিল চৌধুরী। মিউজিক রি-অ্যারেঞ্জম্যান্ট করেছেন পার্থ বড়ুয়া। গেল ৩১ আগস্ট গানটি স্যালন মিউজিক’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের পর থেকে বেশ উচ্ছ্বসিত নন্দিতা। নন্দিতা বলেন, ‘বেশকিছু দিন বিরতির পর এই প্ল্যাটফর্মে আমার নতুন গান এলো। এই প্ল্যাটফর্মে প্রকাশিত হওয়া আমার গাওয়া গানের মধ্যে সবচেয়ে বেশি সাড়া পেয়েছি এক বৈশাখে দেখা হলো দুজনায় গানটির জন্য। গানটি প্রকাশের পর থেকে যেখানেই স্টেজ শো করতে গিয়েছি আমাকে গাইতেই হয়েছে। গানটির মূল শিল্পী শ্রদ্ধেয় আরতি মুখার্জির প্রতি রইলো শ্রদ্ধা। কারণ এই গান আমাকে অন্যরকম আলোচনায় নিয়ে এসেছে। আমার বিশ^াস বরেণ্য শ্রদ্ধেয় সঙ্গীতশিল্পী লতা মুঙ্গেশকরের এই গানটিও আমাকে শ্রোতা দর্শকের ভালোবাসা সিক্ত করবে। অবশ্য এরইমধ্যে নানা মাধ্যমে গানটির জন্য বেশ সাড়া পাচ্ছি। অবশ্যই ধন্যবাদ এই গানটির জন্য আমাকে নির্বাচিত করার জন্য শ্রদ্ধেয় পার্থ বড়–য়া দাদার কাছে। তিনি ভীষণ সহযোগিতা করেছেন, তার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ যারা নিয়মিত আমার গান শুনছেন।’ এরই মধ্যে একই প্ল্যাটফর্মে আরতি মুখার্জির ‘ওগো মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না’ গানটিও প্রকাশিত হয়েছে। নন্দিতা এরইমধ্যে বেশকিছু বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। ২০১৩ সাল থেকে গানের পাশাপাশি নন্দিতা উপস্থাপনাতেও বেশ অনবদ্য। ‘একুশে টিভি’র গানের ওপারে অনুষ্ঠানের মধ্যদিয়ে উপস্থাপনা শুরু তার। তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ সিনেমায় পিন্টু ঘোষ ও তৌকীর আহমেদের লেখা পিন্টু ঘোষের সুর সঙ্গীতে ‘নোনা জল’ গানটি নন্দিতার চলচ্চিত্রের অন্যতম একটি জনপ্রিয় গান। এতে তার সহশিল্পী পিন্টু ঘোষ।