চীনের বিরুদ্ধে ‘সীমান্ত লঙ্ঘনের’ অভিযোগ ভারতের

হিমালয় সীমান্ত দখল করার চেষ্টা করছে চীনা সৈন্যরা- অভিযোগ করে ভারতীয় কর্তৃপক্ষ বলেছে তাদের সৈন্যরা, চীনা সৈন্যদের উত্তর লাদাখ অঞ্চলে স্থিতাবস্থা পরিবর্তন করার ১টি প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে। যেখানে উভয় পক্ষই ৪ মাসেরও বেশি সময় ধরে বিতর্কিত হিমালয় সীমান্তে উত্তেজনাপূর্ণ অবস্থায় আবদ্ধ ছিল। তবে চীন এ অভিযোগ অস্বীকার করেছে। সোমবার ভারতীয় সেনাবাহিনীর বিবৃতি জানায় চীনা সেনারা পূর্বের ঐকমত্যকে লঙ্ঘন করেছে এবং উসকানিমূলক ভাবে সামরিকবাহিনীর চলাচল শুরু করেছে। তবে সীমান্তে বিস্তারিত কিছু জানা যায়নি। বিবিসি।

তথ্যমতে রোববার সংঘটিত ভারতীয় সেনারা পেনগং তসো হ্রদের দক্ষিণ তীরে চীনা সৈন্যদের এ পিএলএ তৎপরতা আগাম অনুমান করে তাদের অবস্থান শক্তিশালী করে এবং একতরফা ভাবে সেখানকার বাস্তবতা পরিবর্তনের ইচ্ছায় পরাস্ত হয়। ভারত সংলাপে প্রতিশ্রুতিবদ্ধ তবে তার আঞ্চলিক অখ-তা রক্ষায় সমানভাবে দৃঢ় প্রতিজ্ঞও। সাম্প্রতিক সময়ে শান্তি আলোচনায় লাদাখ সীমান্ত নিয়ে যে সমঝোতা হয়েছিল চীন তা লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলে দেশটি আরও জানায় লাদাখের স্থিতাবস্থা পরিবর্তনে চীন ‘উসকানিমূলক সামরিক তৎপরতা’ চালিয়েছে বলে দাবি করেছে। জানা যায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র লিজিয়ান বলেছেন, চীনা সীমান্ত সেনারা সবসময় কঠোরভাবে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল মেনে চলেছে এবং কখনোই সেটি অতিক্রম করেনি। ভূখ-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে দু’দেশের সীমান্ত সেনারা যোগাযোগের মধ্যেই রয়েছে এখনও।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০ , ১২ মহররম ১৪৪২, ১৬ ভাদ্র ১৪২৭

চীনের বিরুদ্ধে ‘সীমান্ত লঙ্ঘনের’ অভিযোগ ভারতের

image

গতকাল ভারত-চীন সীমান্ত অঞ্চলে সতর্ক সেনা পাহারা -সিএনএন

হিমালয় সীমান্ত দখল করার চেষ্টা করছে চীনা সৈন্যরা- অভিযোগ করে ভারতীয় কর্তৃপক্ষ বলেছে তাদের সৈন্যরা, চীনা সৈন্যদের উত্তর লাদাখ অঞ্চলে স্থিতাবস্থা পরিবর্তন করার ১টি প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে। যেখানে উভয় পক্ষই ৪ মাসেরও বেশি সময় ধরে বিতর্কিত হিমালয় সীমান্তে উত্তেজনাপূর্ণ অবস্থায় আবদ্ধ ছিল। তবে চীন এ অভিযোগ অস্বীকার করেছে। সোমবার ভারতীয় সেনাবাহিনীর বিবৃতি জানায় চীনা সেনারা পূর্বের ঐকমত্যকে লঙ্ঘন করেছে এবং উসকানিমূলক ভাবে সামরিকবাহিনীর চলাচল শুরু করেছে। তবে সীমান্তে বিস্তারিত কিছু জানা যায়নি। বিবিসি।

তথ্যমতে রোববার সংঘটিত ভারতীয় সেনারা পেনগং তসো হ্রদের দক্ষিণ তীরে চীনা সৈন্যদের এ পিএলএ তৎপরতা আগাম অনুমান করে তাদের অবস্থান শক্তিশালী করে এবং একতরফা ভাবে সেখানকার বাস্তবতা পরিবর্তনের ইচ্ছায় পরাস্ত হয়। ভারত সংলাপে প্রতিশ্রুতিবদ্ধ তবে তার আঞ্চলিক অখ-তা রক্ষায় সমানভাবে দৃঢ় প্রতিজ্ঞও। সাম্প্রতিক সময়ে শান্তি আলোচনায় লাদাখ সীমান্ত নিয়ে যে সমঝোতা হয়েছিল চীন তা লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলে দেশটি আরও জানায় লাদাখের স্থিতাবস্থা পরিবর্তনে চীন ‘উসকানিমূলক সামরিক তৎপরতা’ চালিয়েছে বলে দাবি করেছে। জানা যায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র লিজিয়ান বলেছেন, চীনা সীমান্ত সেনারা সবসময় কঠোরভাবে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল মেনে চলেছে এবং কখনোই সেটি অতিক্রম করেনি। ভূখ-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে দু’দেশের সীমান্ত সেনারা যোগাযোগের মধ্যেই রয়েছে এখনও।