কিশোর মুন্না হত্যার নেপথ্যে গায়ে ধাক্কা লাগার প্রতিশোধ

১৩ কিশোরসহ ১৭ জন গ্রেফতার

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যার মতো ঘটনা ঘটছে। গত রোববার রাজধানীর ওয়ারীতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনায় ১৩ কিশোরসহ ১৭ জনকে গ্রেফতার করেছে। এক বছর আগে এক কিশোরের সঙ্গে আরেক কিশোরের গায়ে ধাক্কা লাগা থেকে বিরোধের প্রতিশোধ নিতে এ ঘটনা বলে পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে আসছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের ডিসি শাহ ইফতেখার আহমদ জানান, গত রোববার পুরনো ঢাকার চন্দ্রমোহন বসাক স্টিটের রাধা গোবিন্দ ঝিউ মন্দিরের কাছে কিশোর অপরাধীরা মুন্না ও শাহীনকে চাকু ও লোহার রড দিয়ে আঘাত করে। এতে তারা মারাত্মকভাবে আহত হয়। আশপাশের লোকজন গুরুতর অবস্থায় মুন্না ও শাহীনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষণা করেন। আর শাহীনকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর পুলিশ সন্দেহভাজন আসামিদের চিহ্নিত ও গ্রেফতার করার জন্য অভিযান শুরু করে। তারা সিসিটিভি ও ভিডিও ফুটেজ দেখে শনাক্তকৃত কিশোর অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার অভিযানে নামে।

গ্রেফতারকৃতরা অধিকাংশই কর্মজীবী । তারা সবাই শিশু ও কিশোর। তাদের বয়স ১৪ থেকে ১৮। এরমধ্যে বাপ্পির বয়স ২৩ বছর। ফেরদৌসের বয়স ১৮ বছর। জিসান বয়স ১৯ বছর। লাব্বির বয়স ১৮ বছর। অন্যরা অপ্রাপ্তবয়স্ক। শিশু ও কিশোর হলেও তারা সবাই প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। তাই প্রায় এক বছর আগে আশুরার মিছিলের সময় অভিযুক্ত বাপ্পি ও নিহত মুন্নার শরীরে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই জনের ঝগড়া হাতাহাতির হয়েছিল। এ ঝগড়া শত্রুতায় রূপ নেয়। এর প্রতিশোধ নিতেই মুন্না ও শাহীনকে পরিকল্পিতভাবে ধারালো ও ভোঁতা অস্ত্র নিয়ে নির্মম ভাবে আঘাত করা হয়। গ্রেফতারকৃতরা জানান, গত বছরের আশুরার দিনের ঘটনায় প্রতিশোধ নিতে তারা এক বছর ধরে পরিকল্পনা করছিল। প্রতিশোধ নিতে তারা গ্রুপ তৈরি করে দলবদ্ধ হয়। সেই পরিকল্পনা মোতাবেক আশুরার দিনে তারা মুন্নার ওপর হামলা চালায়।

আদালত বার্তা পরিবেশক জানান, এ ঘটনায় ৩ আসামিকে রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছে আদালত। ৫ কিশোর এ হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ৯ কিশোরকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠিয়েছে আদালত।

আরও খবর
সিলেট-তামাবিল মহাসড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন
বিদ্যুৎখাতে মাঠের কর্মীদের আচরণ উন্নয়ন প্রয়োজন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সাংবাদিক ছাঁটাইয়ে ডিইউজে’র উদ্বেগ
রংপুরে দুদকের দৃশ্যমান কোন কর্মকাণ্ড নেই
৫১ জনের নিয়োগ নিয়ে রুল
শ্রদ্ধা ও ভালোবাসায় সিআর দত্তের শেষকৃত্য
খালেদাকে মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে ফখরুল
সাংবাদিক নামে প্রতারণা, গ্রেফতার ২
বিধিবহির্ভূতভাবে প্রকৌশলী নিয়োগ দিতে মরিয়া সিসিক
আ’লীগের সভাপতির কার্যালয়ে নেতাকর্মী নিয়ে নাজমা আক্তারের দিনব্যাপী অবস্থান
চট্টগ্রাম নগর উন্নয়নে চউক-চসিক সমন্বয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন হবে সিটি প্রশাসক
দক্ষিণাঞ্চলে জমির বিকল্প ধাপে সবজি চাষে স্বাবলম্বী পাঁচ শতাধিক পরিবার
বিএনপির দুলুর ব্যাংক হিসাব জব্দ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০ , ১২ মহররম ১৪৪২, ১৬ ভাদ্র ১৪২৭

ওয়ারীতে

কিশোর মুন্না হত্যার নেপথ্যে গায়ে ধাক্কা লাগার প্রতিশোধ

১৩ কিশোরসহ ১৭ জন গ্রেফতার

নিজস্ব বার্তা পরিবেশক |

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যার মতো ঘটনা ঘটছে। গত রোববার রাজধানীর ওয়ারীতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনায় ১৩ কিশোরসহ ১৭ জনকে গ্রেফতার করেছে। এক বছর আগে এক কিশোরের সঙ্গে আরেক কিশোরের গায়ে ধাক্কা লাগা থেকে বিরোধের প্রতিশোধ নিতে এ ঘটনা বলে পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে আসছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের ডিসি শাহ ইফতেখার আহমদ জানান, গত রোববার পুরনো ঢাকার চন্দ্রমোহন বসাক স্টিটের রাধা গোবিন্দ ঝিউ মন্দিরের কাছে কিশোর অপরাধীরা মুন্না ও শাহীনকে চাকু ও লোহার রড দিয়ে আঘাত করে। এতে তারা মারাত্মকভাবে আহত হয়। আশপাশের লোকজন গুরুতর অবস্থায় মুন্না ও শাহীনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষণা করেন। আর শাহীনকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর পুলিশ সন্দেহভাজন আসামিদের চিহ্নিত ও গ্রেফতার করার জন্য অভিযান শুরু করে। তারা সিসিটিভি ও ভিডিও ফুটেজ দেখে শনাক্তকৃত কিশোর অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার অভিযানে নামে।

গ্রেফতারকৃতরা অধিকাংশই কর্মজীবী । তারা সবাই শিশু ও কিশোর। তাদের বয়স ১৪ থেকে ১৮। এরমধ্যে বাপ্পির বয়স ২৩ বছর। ফেরদৌসের বয়স ১৮ বছর। জিসান বয়স ১৯ বছর। লাব্বির বয়স ১৮ বছর। অন্যরা অপ্রাপ্তবয়স্ক। শিশু ও কিশোর হলেও তারা সবাই প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। তাই প্রায় এক বছর আগে আশুরার মিছিলের সময় অভিযুক্ত বাপ্পি ও নিহত মুন্নার শরীরে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই জনের ঝগড়া হাতাহাতির হয়েছিল। এ ঝগড়া শত্রুতায় রূপ নেয়। এর প্রতিশোধ নিতেই মুন্না ও শাহীনকে পরিকল্পিতভাবে ধারালো ও ভোঁতা অস্ত্র নিয়ে নির্মম ভাবে আঘাত করা হয়। গ্রেফতারকৃতরা জানান, গত বছরের আশুরার দিনের ঘটনায় প্রতিশোধ নিতে তারা এক বছর ধরে পরিকল্পনা করছিল। প্রতিশোধ নিতে তারা গ্রুপ তৈরি করে দলবদ্ধ হয়। সেই পরিকল্পনা মোতাবেক আশুরার দিনে তারা মুন্নার ওপর হামলা চালায়।

আদালত বার্তা পরিবেশক জানান, এ ঘটনায় ৩ আসামিকে রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছে আদালত। ৫ কিশোর এ হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ৯ কিশোরকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠিয়েছে আদালত।