নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নিন

পুরো পৃথিবীকে সংকটের মধ্যে ফেলেছে প্রাণঘাতী করোনাভাইরাস। বাংলাদেশের মানুষ ছয় মাসের বেশি সময় ধরে করোনার সাথে যুদ্ধ করেছে। করোনার সংক্রমণ প্রতিরোধে লকডাউন, দীর্ঘ সাধারণ ছুটি, কর্মহীন ও বন্যার কারণে যখন সংকটগ্রস্ত মানুষ। তার মধ্যে বাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি নিম্ন আয়ের মানুষগুলোর দুর্ভোগ আরো চরমে উঠেছেÑ এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা।

চাল, চিনি, পিয়াজ, ভোজ্যতেল, ডালসহ নিত্যপণ্যের চড়া দাম জনগণের জন্য অপ্রত্যাশিত দুর্ভোগ। আয়ের তুলনায় দ্রব্যমূল্যে বৃদ্ধির হার বেড়ে যাওয়ায় মধ্য ও নিম্ন আয়ের মানুষ সংসার চলাতে হিমশিম খাচ্ছে। করোনার প্রভাবে কাজের ক্ষেত্র সীমিত হওয়ায় আয়ের পরিমাণ কমে গেছে, অনেকে কর্মহীন। এ অবস্থায় অতিরিক্ত পণ্যের দামে মানুষ হতাশ।

বাজারে অধিকাংশ ক্ষেত্রে উৎসব ও নানা অজুহাত দেখিয়ে বা কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়িয়ে দেন একশ্রেণীর মহল। তাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম জোরদার ও বাজার ব্যবস্থা ভোক্তাবান্ধব করে তোলার দাবি জানাচ্ছি এবং বাজারে সব পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতের পাশাপাশি কৃত্তিমসংকট সৃষ্টিকারী অসাধু বিক্রেতা, অধিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, নকল ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের সাথে জড়িতদের আইনের আওতায় আনাসহ নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, করোনাকালে জনগণকে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে দিন।

মো. সাইমুন

চন্দনাইশ, চট্টগ্রাম

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০ , ১২ মহররম ১৪৪২, ১৬ ভাদ্র ১৪২৭

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নিন

পুরো পৃথিবীকে সংকটের মধ্যে ফেলেছে প্রাণঘাতী করোনাভাইরাস। বাংলাদেশের মানুষ ছয় মাসের বেশি সময় ধরে করোনার সাথে যুদ্ধ করেছে। করোনার সংক্রমণ প্রতিরোধে লকডাউন, দীর্ঘ সাধারণ ছুটি, কর্মহীন ও বন্যার কারণে যখন সংকটগ্রস্ত মানুষ। তার মধ্যে বাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি নিম্ন আয়ের মানুষগুলোর দুর্ভোগ আরো চরমে উঠেছেÑ এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা।

চাল, চিনি, পিয়াজ, ভোজ্যতেল, ডালসহ নিত্যপণ্যের চড়া দাম জনগণের জন্য অপ্রত্যাশিত দুর্ভোগ। আয়ের তুলনায় দ্রব্যমূল্যে বৃদ্ধির হার বেড়ে যাওয়ায় মধ্য ও নিম্ন আয়ের মানুষ সংসার চলাতে হিমশিম খাচ্ছে। করোনার প্রভাবে কাজের ক্ষেত্র সীমিত হওয়ায় আয়ের পরিমাণ কমে গেছে, অনেকে কর্মহীন। এ অবস্থায় অতিরিক্ত পণ্যের দামে মানুষ হতাশ।

বাজারে অধিকাংশ ক্ষেত্রে উৎসব ও নানা অজুহাত দেখিয়ে বা কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়িয়ে দেন একশ্রেণীর মহল। তাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম জোরদার ও বাজার ব্যবস্থা ভোক্তাবান্ধব করে তোলার দাবি জানাচ্ছি এবং বাজারে সব পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতের পাশাপাশি কৃত্তিমসংকট সৃষ্টিকারী অসাধু বিক্রেতা, অধিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, নকল ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের সাথে জড়িতদের আইনের আওতায় আনাসহ নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, করোনাকালে জনগণকে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে দিন।

মো. সাইমুন

চন্দনাইশ, চট্টগ্রাম