২ জেলায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

গোপালগঞ্জ

নিজস্ব বার্তা পরিবেশক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ার বন্যা কবলিত রামনগর ও লখন্ডা গ্রামের ২শ’ পরিবারে প্রধানরমন্ত্রী শেখ হাসিনার মানবিক খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান বিমল বিশ্বাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাহফুর রহমান ট্রলারে করে বাঘিয়ার বিলের ওই দু’গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি তেল, ১ কেজি চিনি, ২ কেজি চিড়া, ৫ প্যাকেট নুডুলস পৌঁছে দেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রকিবুল হাসান শুভ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষ্ণ প্রসাদ মজুমদার, কলাবাড়ি ইউপি চেয়ারম্যান মাইকেল ওঝা, প্রশাসনের পদস্থ কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী এ এলাকা থেকে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ এলাকার মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর আত্মার সম্পর্ক। তাই তাদের দুঃখ দুর্দশা লাঘবে প্রধানমন্ত্রী সব সময় তাদের সাথে আছেন। তাদের খোঁজ নিচ্ছেন। সব ধরনের সহায়তা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা পেয়ে তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নওগাঁ

জলা বার্তা পরিবেশক, নওগাঁ

নওগাঁয় বন্যা দুর্গত এবং কোভিড-১৯ ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত কর্মহীন এবং অতিদরিদ্র মানুষের মাঝে আর্থিক সহযোগিতা ও বিভিন্ন উপকরন বিতরণে এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী সহযোগী বিষয়ক সংস্থা (আরকো)। বন্যা দুর্গত ও করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া প্রতিটি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এক মাসের খাদ্য সহায়তা বাবদ নগদ অর্থ এবং গবাদিপশুর খাবার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করছে সংস্থাটি। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউকেএইড ও স্টার্ট ফান্ডের আর্থিক সহযোগিতায় র‌্যাপিড রেসপন্স ফর ফুড ফ্লাড এফেক্টেড পিপল অব নওগাঁ প্রকল্পের আওতায় এই সহায়তা প্রদান করছে আরকো। জেলার আত্রাই উপজেলার হাটকালুপাড়া ও কালিকাপুর এবং মান্দা উপজেলার বিষ্ণুপুর ও কালিকাপুর এই ৪টি ইউনিয়নে এই কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছে। এছাড়াও সরকারের পাশাপাশি এই অঞ্চলগুলোতে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় জরুরী বিষয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের সচেতন করার লক্ষ্যে মাইকে প্রচার, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং জীবাণুনাশক স্প্রে করাসহ নানা রকমের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখা হয়েছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দিনব্যাপী নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে বন্যাদুর্গত ও করোনা সঙ্কটে অসহায় ৪৫০টি পরিবারের মাঝে আরকোর উদ্যোগে খাদ্য সহায়তা বাবদ নগদ ৩ হাজার টাকা, স্বাস্থ্য সুরক্ষার জন্য হাইজিন কিট, ১ প্যাকেট মাস্ক, ১০টি করে সাবান ও ১করে ট্যাবযুক্ত বালতি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০ , ১৩ মহররম ১৪৪২, ১৭ ভাদ্র ১৪২৭

২ জেলায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

গোপালগঞ্জ

নিজস্ব বার্তা পরিবেশক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ার বন্যা কবলিত রামনগর ও লখন্ডা গ্রামের ২শ’ পরিবারে প্রধানরমন্ত্রী শেখ হাসিনার মানবিক খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান বিমল বিশ্বাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাহফুর রহমান ট্রলারে করে বাঘিয়ার বিলের ওই দু’গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি তেল, ১ কেজি চিনি, ২ কেজি চিড়া, ৫ প্যাকেট নুডুলস পৌঁছে দেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রকিবুল হাসান শুভ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষ্ণ প্রসাদ মজুমদার, কলাবাড়ি ইউপি চেয়ারম্যান মাইকেল ওঝা, প্রশাসনের পদস্থ কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী এ এলাকা থেকে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ এলাকার মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর আত্মার সম্পর্ক। তাই তাদের দুঃখ দুর্দশা লাঘবে প্রধানমন্ত্রী সব সময় তাদের সাথে আছেন। তাদের খোঁজ নিচ্ছেন। সব ধরনের সহায়তা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা পেয়ে তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নওগাঁ

জলা বার্তা পরিবেশক, নওগাঁ

নওগাঁয় বন্যা দুর্গত এবং কোভিড-১৯ ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত কর্মহীন এবং অতিদরিদ্র মানুষের মাঝে আর্থিক সহযোগিতা ও বিভিন্ন উপকরন বিতরণে এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী সহযোগী বিষয়ক সংস্থা (আরকো)। বন্যা দুর্গত ও করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া প্রতিটি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এক মাসের খাদ্য সহায়তা বাবদ নগদ অর্থ এবং গবাদিপশুর খাবার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করছে সংস্থাটি। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউকেএইড ও স্টার্ট ফান্ডের আর্থিক সহযোগিতায় র‌্যাপিড রেসপন্স ফর ফুড ফ্লাড এফেক্টেড পিপল অব নওগাঁ প্রকল্পের আওতায় এই সহায়তা প্রদান করছে আরকো। জেলার আত্রাই উপজেলার হাটকালুপাড়া ও কালিকাপুর এবং মান্দা উপজেলার বিষ্ণুপুর ও কালিকাপুর এই ৪টি ইউনিয়নে এই কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছে। এছাড়াও সরকারের পাশাপাশি এই অঞ্চলগুলোতে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় জরুরী বিষয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের সচেতন করার লক্ষ্যে মাইকে প্রচার, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং জীবাণুনাশক স্প্রে করাসহ নানা রকমের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখা হয়েছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দিনব্যাপী নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে বন্যাদুর্গত ও করোনা সঙ্কটে অসহায় ৪৫০টি পরিবারের মাঝে আরকোর উদ্যোগে খাদ্য সহায়তা বাবদ নগদ ৩ হাজার টাকা, স্বাস্থ্য সুরক্ষার জন্য হাইজিন কিট, ১ প্যাকেট মাস্ক, ১০টি করে সাবান ও ১করে ট্যাবযুক্ত বালতি বিতরণ করা হয়েছে।