নিজের সুরে আবারও প্রতীক হাসানের গান

বাংলাদেশের বরেণ্য সঙ্গীতশিল্পী খালিদ হাসান মিলুর যোগ্য উত্তরসূরি নতুন প্রজন্মের সঙ্গীতশিল্পী প্রতীক হাসান। ছোটবেলা থেকেই গানের প্রতি ছিলো তার দুর্নিবার আকর্ষণ। বাবার গানের প্রতি অদম্য ভালোবাসাই তারমধ্যে গানের প্রতি ভালোবাসার সৃষ্টি করে। পেশাগতভাবে সঙ্গীতকে বেছে নিয়ে প্রতীক তার বাবার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করেছেন। দীর্ঘ ১০ বছর যাবত নিজের সুরেও গান গাইছেন প্রতীক হাসান। নতুন করে আরও একটি গানের সুর সঙ্গীত করেছেন তিনি। গানের শিরোনাম ‘শুধু ভালোবাসি বল্লেই তোকে ভরে না এ মন আরও কিছু বলতে তোকে ইচ্ছে সারাক্ষণ’। গানটি লিখেছেন প্রসেনজিৎ। এই গানে প্রতীকের সঙ্গে গেয়েছেন নদী। আজ থেকে কক্সবাজারের মনোরম লোকেশনে সৌমিত্র ঘোষ ইমনের নির্দেশনায় প্রতীকের সুর করা ও গাওয়া এই নতুন গানের মিউজিক ভিডিওর শুটিং শুরু হবে বলে জানান প্রতীক হাসান। একই গীতিকারের লেখা ও রেদওয়ান শেখের সুরে ‘ও বন্ধুরে দূরে থাকিস না’ গানেও কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান। নিজের নতুন গানটি প্রসঙ্গে প্রতীক হাসান বলেন, ‘নতুন গানটির কথা আমার কাছে ভালো লেগেছে। যে কারণে অনেক মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে যতœ নিয়ে গানটির সুর সঙ্গীত করেছি এবং গেয়েছি। নদীও চমৎকার গেয়েছে। আশা করি চমৎকার একটি মিউজিক ভিডিও নির্মিত হবে।’

এদিকে এই সময়ের দর্শকপ্রিয় নাটক ‘মাস্ক’র ‘খাইয়া কাম নাই’, ‘টাকাটা কই’ নাটকের ‘মন করলা তুমি চুড়ি’, ‘মেষরাশি’ ‘আমার রাশি নিয়া ভীষণ জ¦ালা’ গানগুলো বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এই গানগুলো প্রসঙ্গে প্রতীক হাসান বলেন, ‘লকডাউনের দিনগুলোর মধ্যে নাটকের গানই আমার বেশি গাওয়া হয়েছে। প্রায় ছয়/সাতটি নাটকের গান গেয়েছি আমি। যারমধ্যে শ্রোতাপ্রিয়তা পেয়েছে এই তিনটি গান। এরমধ্যে কয়েকটি গানের নতুন করে আলাদা মিউজিক ভিডিও আসবে, যাতে আমার উপস্থিতিও থাকবে।’ প্রতীক হাসান জানান ‘প্রেম মাদল’ গান তার প্রথম সুর করা গান। তবে তার সুর করা প্রথম আলোচিত গান ছিল ‘মনের পোষা অচীন পাখি’। এটি লিখেছিলেন কাবন্দ রায়হান।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০ , ১৩ মহররম ১৪৪২, ১৭ ভাদ্র ১৪২৭

নিজের সুরে আবারও প্রতীক হাসানের গান

বিনোদন প্রতিবেদক |

image

বাংলাদেশের বরেণ্য সঙ্গীতশিল্পী খালিদ হাসান মিলুর যোগ্য উত্তরসূরি নতুন প্রজন্মের সঙ্গীতশিল্পী প্রতীক হাসান। ছোটবেলা থেকেই গানের প্রতি ছিলো তার দুর্নিবার আকর্ষণ। বাবার গানের প্রতি অদম্য ভালোবাসাই তারমধ্যে গানের প্রতি ভালোবাসার সৃষ্টি করে। পেশাগতভাবে সঙ্গীতকে বেছে নিয়ে প্রতীক তার বাবার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করেছেন। দীর্ঘ ১০ বছর যাবত নিজের সুরেও গান গাইছেন প্রতীক হাসান। নতুন করে আরও একটি গানের সুর সঙ্গীত করেছেন তিনি। গানের শিরোনাম ‘শুধু ভালোবাসি বল্লেই তোকে ভরে না এ মন আরও কিছু বলতে তোকে ইচ্ছে সারাক্ষণ’। গানটি লিখেছেন প্রসেনজিৎ। এই গানে প্রতীকের সঙ্গে গেয়েছেন নদী। আজ থেকে কক্সবাজারের মনোরম লোকেশনে সৌমিত্র ঘোষ ইমনের নির্দেশনায় প্রতীকের সুর করা ও গাওয়া এই নতুন গানের মিউজিক ভিডিওর শুটিং শুরু হবে বলে জানান প্রতীক হাসান। একই গীতিকারের লেখা ও রেদওয়ান শেখের সুরে ‘ও বন্ধুরে দূরে থাকিস না’ গানেও কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান। নিজের নতুন গানটি প্রসঙ্গে প্রতীক হাসান বলেন, ‘নতুন গানটির কথা আমার কাছে ভালো লেগেছে। যে কারণে অনেক মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে যতœ নিয়ে গানটির সুর সঙ্গীত করেছি এবং গেয়েছি। নদীও চমৎকার গেয়েছে। আশা করি চমৎকার একটি মিউজিক ভিডিও নির্মিত হবে।’

এদিকে এই সময়ের দর্শকপ্রিয় নাটক ‘মাস্ক’র ‘খাইয়া কাম নাই’, ‘টাকাটা কই’ নাটকের ‘মন করলা তুমি চুড়ি’, ‘মেষরাশি’ ‘আমার রাশি নিয়া ভীষণ জ¦ালা’ গানগুলো বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এই গানগুলো প্রসঙ্গে প্রতীক হাসান বলেন, ‘লকডাউনের দিনগুলোর মধ্যে নাটকের গানই আমার বেশি গাওয়া হয়েছে। প্রায় ছয়/সাতটি নাটকের গান গেয়েছি আমি। যারমধ্যে শ্রোতাপ্রিয়তা পেয়েছে এই তিনটি গান। এরমধ্যে কয়েকটি গানের নতুন করে আলাদা মিউজিক ভিডিও আসবে, যাতে আমার উপস্থিতিও থাকবে।’ প্রতীক হাসান জানান ‘প্রেম মাদল’ গান তার প্রথম সুর করা গান। তবে তার সুর করা প্রথম আলোচিত গান ছিল ‘মনের পোষা অচীন পাখি’। এটি লিখেছিলেন কাবন্দ রায়হান।