ঈদের পর আবারও শুটিংয়ে ব্যস্ত ফারিন

গেল ঈদের পূর্ব পর্যন্ত বিশেষ বিশেষ খণ্ড নাটকের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন নতুন প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। ঈদের পর পরিবারের সঙ্গে টানা প্রায় এক সপ্তাহ নিজের মতো করেই ঘুরে বেড়িয়েছেন তিনি। ফিরে এসে কয়েকদিন বিশ্রামে থাকার পর আবারও ফারিন অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। এরইমধ্যে তিনি সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় ‘ট্রল’, অঞ্জন আইচের পরিচালনায় ‘মিস্টার অ্যান্ড মিসেস যন্ত্রণা’র নাটকের কাজ শেষ করেছেন। গতকাল থেকে তিনি মেহেদী হাসান জনি’র নির্দেশনায় আরেকটি খণ্ড নাটকের কাজ শুরু করেছেন। এই তিনটি নাটকের মধ্যে দুটি নাটকে তার বিপরীতে আছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং একটিতে আছেন ইরফান সাজ্জাদ। এছাড়াও ফারিন আগামী কিছুদিনে গোলাম সোহরাব দোদুলের নির্দেশনা’য় খণ্ড নাটকে কাজ করা’সহ জাকারিয়া সৌখিন, জুলফিকার, এসআর মজুমদারের নাটকে অভিনয় করবেন। খণ্ড নাটকে অভিনয় করেই ফারিন একজন অভিনেত্রী হিসেবে অল্প সময়ে দর্শকের ভালোবাসা পেয়েছেন। নাটক নির্মাতাদেরও তার প্রতি আস্থা বেড়েছে ভীষণভাবে। খণ্ড নাটকে টানা অভিনয় করে গেলেও এখন পর্যন্ত ধারাবাহিক নাটকে অভিনয়ে দেখা যায়নি ফারিনকে। ফারিন বলেন, ‘এখন পর্যন্ত যে দুটি নাটকের কাজ শেষ করেছি যেমন ‘মিস্টার অ্যান্ড মিসেস যন্ত্রণা’, ‘ট্রল’। দুটি নাটকেরই গল্প চমৎকার। জনি ভাইয়ের নাটকটির গল্প ভালো। সত্যি বলতে কী বর্তমান সময়টাতে আমি খণ্ড নাটকে কাজ করা নিয়েই এত বেশি ব্যস্ত যে ধারাবাহিকের জন্য নির্দিষ্ট সময় বের করা কঠিন। তবে ইচ্ছে তো আছেই। কিন্তু ধারাবাহিকের গল্প যেমন পছন্দ হওয়া জরুরি ঠিক তেমনি জরুরি ধারাবাহিকে আমার চরিত্র পছন্দ হওয়া।’ গেল ঈদে ফারিন অভিনীত যে নাটকগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে সেগুলো হচ্ছে ‘জানবে না কোনদিন’, ‘মাস্ক’, ‘যে শহরে টাকা ওড়ে’। ফারিন খুব ভালো গানও গাইতে পারেন। ছোটবেলায় তিনি খালিদ হোসেন, ওস্তাদ ইয়াকুব আলী খান, মইনুল ইসলাম খান, করিম শাহাবুদ্দিনের কাছে গানে তালিম নিয়েছেন। পরবর্তীতে নজরুল একাডেমি থেকে উচ্চাঙ্গ সঙ্গীত ও নজরুল সঙ্গীতে চার বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন।’

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০ , ১৩ মহররম ১৪৪২, ১৭ ভাদ্র ১৪২৭

ঈদের পর আবারও শুটিংয়ে ব্যস্ত ফারিন

বিনোদন প্রতিবেদক |

image

গেল ঈদের পূর্ব পর্যন্ত বিশেষ বিশেষ খণ্ড নাটকের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন নতুন প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। ঈদের পর পরিবারের সঙ্গে টানা প্রায় এক সপ্তাহ নিজের মতো করেই ঘুরে বেড়িয়েছেন তিনি। ফিরে এসে কয়েকদিন বিশ্রামে থাকার পর আবারও ফারিন অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। এরইমধ্যে তিনি সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় ‘ট্রল’, অঞ্জন আইচের পরিচালনায় ‘মিস্টার অ্যান্ড মিসেস যন্ত্রণা’র নাটকের কাজ শেষ করেছেন। গতকাল থেকে তিনি মেহেদী হাসান জনি’র নির্দেশনায় আরেকটি খণ্ড নাটকের কাজ শুরু করেছেন। এই তিনটি নাটকের মধ্যে দুটি নাটকে তার বিপরীতে আছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং একটিতে আছেন ইরফান সাজ্জাদ। এছাড়াও ফারিন আগামী কিছুদিনে গোলাম সোহরাব দোদুলের নির্দেশনা’য় খণ্ড নাটকে কাজ করা’সহ জাকারিয়া সৌখিন, জুলফিকার, এসআর মজুমদারের নাটকে অভিনয় করবেন। খণ্ড নাটকে অভিনয় করেই ফারিন একজন অভিনেত্রী হিসেবে অল্প সময়ে দর্শকের ভালোবাসা পেয়েছেন। নাটক নির্মাতাদেরও তার প্রতি আস্থা বেড়েছে ভীষণভাবে। খণ্ড নাটকে টানা অভিনয় করে গেলেও এখন পর্যন্ত ধারাবাহিক নাটকে অভিনয়ে দেখা যায়নি ফারিনকে। ফারিন বলেন, ‘এখন পর্যন্ত যে দুটি নাটকের কাজ শেষ করেছি যেমন ‘মিস্টার অ্যান্ড মিসেস যন্ত্রণা’, ‘ট্রল’। দুটি নাটকেরই গল্প চমৎকার। জনি ভাইয়ের নাটকটির গল্প ভালো। সত্যি বলতে কী বর্তমান সময়টাতে আমি খণ্ড নাটকে কাজ করা নিয়েই এত বেশি ব্যস্ত যে ধারাবাহিকের জন্য নির্দিষ্ট সময় বের করা কঠিন। তবে ইচ্ছে তো আছেই। কিন্তু ধারাবাহিকের গল্প যেমন পছন্দ হওয়া জরুরি ঠিক তেমনি জরুরি ধারাবাহিকে আমার চরিত্র পছন্দ হওয়া।’ গেল ঈদে ফারিন অভিনীত যে নাটকগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে সেগুলো হচ্ছে ‘জানবে না কোনদিন’, ‘মাস্ক’, ‘যে শহরে টাকা ওড়ে’। ফারিন খুব ভালো গানও গাইতে পারেন। ছোটবেলায় তিনি খালিদ হোসেন, ওস্তাদ ইয়াকুব আলী খান, মইনুল ইসলাম খান, করিম শাহাবুদ্দিনের কাছে গানে তালিম নিয়েছেন। পরবর্তীতে নজরুল একাডেমি থেকে উচ্চাঙ্গ সঙ্গীত ও নজরুল সঙ্গীতে চার বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন।’