জেনারেল হাসপাতালে আগুন : রোগীদের দ্রুত স্থানান্তর

দিনাজপুর জেনারেল হাসপাতালের স্টোর রুমে অগ্নিকা- ঘটলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে দমকল কর্মী, পুলিশ, স্বেচ্ছাসেবীরা রোগীদের দ্রুত অ্যাম্বুলেন্স যোগে এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। খবর পেয়ে হুইপ ইকবালুর রহিম এমপি দ্রুত হাসপাতালে উপস্থিত হয়ে রোগীদের উদ্ধার করে দ্রুত এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার কাজ তদারকি করেন।

গতকাল বিকেল আনুমানিক পৌনে ৬টার দিকে জেনারেল হাসপাতালের স্টোর রুমসংলগ্ন স্তূপ করা আবর্জনায় আগুনের সূত্রপাত ঘটে। সেই আগুন নিমিষেই স্টোর রুমে ছড়িয়ে পড়ে। এ সময় আগুন অন্যত্র না ছড়ালেও আগুনের বিষাক্ত কালো ধোয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ সময় হাসপাতালে থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ফায়ার সার্ভিস, পুলিশ, স্বেচ্ছাসেবীরা রোগীদের উদ্ধার করে ১৫টি অ্যাম্বুলেন্সযোগে এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত স্থানান্তর করে। ঘটনাস্থলে উপস্থিত হুইপ ইকবালুর রহিম এমপি রোগীদের দ্রুত স্থানান্তরের কাজ তদারকি করেন।

দিনাজপুর ফায়ার সার্ভিসের স্টেশন ডিরেক্টর মো. আনিসুর রহমান জানান, অগ্নিকা-ে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে স্টোর রুমের জানালায় কাচ থাকার কারণে আগুন সেখান থেকে ছড়াতে পারেনি। তিনি জানান, অ্যাম্বুলেন্সসহ তাদের ৫টি ইউনিট ২ ঘণ্টারও বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

হুইপ ইকবালুর রহিম উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির বিবরণ এই মুহূর্তে বলা মুশকিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ, জেলা ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তারা তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন। হাসপাতালে থাকা রোগীদের দ্রুত এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর ও তাদের সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে।

আরও খবর
ডিএমসিএইচ, টিএসসি ও পাবলিক লাইব্রেরি দ্রুত আধুনিকায়নের নির্দেশ
আ’লীগের কমিটিগুলো পূর্ণাঙ্গ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
দক্ষিণাঞ্চলে অনেক জনপদ ও সম্পদ গিলে খাচ্ছে নদী
বঙ্গবন্ধু কর্নার বই জালিয়াতি তদন্ত প্রতিবেদন একমাসের মধ্যে জমার নির্দেশ
টেকসই সড়ক যোগাযোগ স্থাপনে ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত
মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন জমা
সন্ত্রাসী চাঁদাবাজ আর দখলদারদের দখলে
চান্দিনায় হাসপাতালে রোগীর মেয়েকে যৌন নির্যাতন
মামলায় দুই ধরনের স্বীকারোক্তি : তদন্ত নিয়ে প্রশ্ন
রাজস্ব আদায়ে ৮৩৪টি হোল্ডিংসে অভিযান
চার পুলিশ কর্মকর্তা বদলি
সবজির অগ্নিমূল্য দিশেহারা খেটে খাওয়া মানুষ
শ্যালিকাকে ধর্ষণ ও হত্যা মামলায় সাজা কমল

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০ , ১৩ মহররম ১৪৪২, ১৭ ভাদ্র ১৪২৭

দিনাজপুর

জেনারেল হাসপাতালে আগুন : রোগীদের দ্রুত স্থানান্তর

নিজস্ব বার্তা পরিবেশক, দিনাজপুর

দিনাজপুর জেনারেল হাসপাতালের স্টোর রুমে অগ্নিকা- ঘটলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে দমকল কর্মী, পুলিশ, স্বেচ্ছাসেবীরা রোগীদের দ্রুত অ্যাম্বুলেন্স যোগে এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। খবর পেয়ে হুইপ ইকবালুর রহিম এমপি দ্রুত হাসপাতালে উপস্থিত হয়ে রোগীদের উদ্ধার করে দ্রুত এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার কাজ তদারকি করেন।

গতকাল বিকেল আনুমানিক পৌনে ৬টার দিকে জেনারেল হাসপাতালের স্টোর রুমসংলগ্ন স্তূপ করা আবর্জনায় আগুনের সূত্রপাত ঘটে। সেই আগুন নিমিষেই স্টোর রুমে ছড়িয়ে পড়ে। এ সময় আগুন অন্যত্র না ছড়ালেও আগুনের বিষাক্ত কালো ধোয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ সময় হাসপাতালে থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ফায়ার সার্ভিস, পুলিশ, স্বেচ্ছাসেবীরা রোগীদের উদ্ধার করে ১৫টি অ্যাম্বুলেন্সযোগে এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত স্থানান্তর করে। ঘটনাস্থলে উপস্থিত হুইপ ইকবালুর রহিম এমপি রোগীদের দ্রুত স্থানান্তরের কাজ তদারকি করেন।

দিনাজপুর ফায়ার সার্ভিসের স্টেশন ডিরেক্টর মো. আনিসুর রহমান জানান, অগ্নিকা-ে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে স্টোর রুমের জানালায় কাচ থাকার কারণে আগুন সেখান থেকে ছড়াতে পারেনি। তিনি জানান, অ্যাম্বুলেন্সসহ তাদের ৫টি ইউনিট ২ ঘণ্টারও বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

হুইপ ইকবালুর রহিম উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির বিবরণ এই মুহূর্তে বলা মুশকিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ, জেলা ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তারা তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন। হাসপাতালে থাকা রোগীদের দ্রুত এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর ও তাদের সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে।