বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করল ডেভেলপমেন্ট বোর্ড প্রস্তুতকারক কোম্পানি ‘আরডুইনো’

সম্প্রতি এক অনলাইন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে ওপেন সোর্স হার্ডওয়্যার ও সফটওয়্যার কোম্পানী এবং জনপ্রিয় ডেভলাপমেন্ট বোর্ড প্রস্তুতকারক কোম্পানী “আরডুইনো”। অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আরডুইনো নামক এই আন্তর্জাতিক সম্প্রদায়টি ইতিমধ্যে অস্ট্রেলিয়াভিত্তিক আইটি প্রতিষ্ঠান কোড১৯, বাংলাদেশ ভিত্তিক আইটি প্রতিষ্ঠান বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং আইওটি ফর বাংলাদেশ এর সঙ্গে যৌথভাবে আমাদের দেশে কাজ করা শুরু করেছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বেসিক আরডুইনো এবং আইওটি কার্যকারিতা নিয়ে ৬০ জন গ্র্যাজুয়েটদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং এই মুহূর্তে তারা আন্তর্জাতিক সার্টিফিকেশন অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশকে আইওটি ডিভাইস তৈরির কেন্দ্র হিসাবে গড়ে তোলার লক্ষ্যে বাংলা ভাষায় আন্তর্জাতিক সার্টিফিকেশনের ব্যবস্থা, মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ সহায়তা, আন্তর্জাতিক মানের আইওটি ল্যাব প্রতিষ্ঠা এবং আরডুইনো স্কুল কার্যক্রম প্রতিষ্ঠা অব্যহত থাকবে।

আরডুইনোর সহ-প্রতিষ্ঠাতা এবং সিটিও ডেভিড কুয়ার্তিলেস বিশেষ অতিথির বক্তব্যে অনুষ্ঠানে বলেন, আরডুইনোর প্রতি আস্থা রেখে বাংলাদেশে আরডুইনো শিক্ষার এই আনুষ্ঠানিক যাত্রা প্রশংসনীয়। আরডুইনো যে কোন জটিল প্রযুক্তিকে সকলের জন্য সহজ বোধগোম্য করতে সাহায্য করে। আরডুইনো এই আনুষ্ঠানিক যাত্রা বাংলাদেশকে ডিজিটাল ডিভাইস প্রস্তুতকারক এবং রপ্তানিকারক দেশ হিসবে প্রতিষ্ঠিত করতে দক্ষ মানব সম্পদ তৈরিতে সাহায্য করবে। আরডুইনোর সার্টিফিকেশন প্রোগ্রামে এখন থেকে যুক্ত হয়েছে বাংলা ভাষা। অর্থাৎ বিশে^র আর আটটি ভাষার সঙ্গে বাংলাভাষাতেও এই কারিগরি সনদ পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। আরডুইনোর প্রো/আইওটি, বিজনেস ডেভেলপার মাসিমো স্যাখ্যি বলেন, কোড-১৯ এর মাধ্যমে বাংলাদেশে আরডুইনো এর যাত্রা নিয়ে ব্যক্তিগতভাবে আমি অনেক উৎসাহী। আরডুইনো একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যা পৃথিবীর বিভিন্ন মার্কেটে কাজ করে। আমি আরডুইনোকে ঘিরে বাংলাদেশের এই আগ্রহকে সাধুবাদ জানাই এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ও পেশাভিত্তিক আরডুইনো এর বাস্তবিক প্রয়োগ নিয়ে সকলের মাঝে এই আগ্রহ দেখে আনন্দিত।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আইওটি ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. ইমরান মো. আমিন, কোড১৯ এর পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) ইমতিয়াজ ফারহান বিন হাবীব, ডাটাসফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বাংলাদেশে ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান। সংবাদ বিজ্ঞপ্তি।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০ , ১৪ মহররম ১৪৪২, ১৮ ভাদ্র ১৪২৭

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করল ডেভেলপমেন্ট বোর্ড প্রস্তুতকারক কোম্পানি ‘আরডুইনো’

image

সম্প্রতি এক অনলাইন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে ওপেন সোর্স হার্ডওয়্যার ও সফটওয়্যার কোম্পানী এবং জনপ্রিয় ডেভলাপমেন্ট বোর্ড প্রস্তুতকারক কোম্পানী “আরডুইনো”। অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আরডুইনো নামক এই আন্তর্জাতিক সম্প্রদায়টি ইতিমধ্যে অস্ট্রেলিয়াভিত্তিক আইটি প্রতিষ্ঠান কোড১৯, বাংলাদেশ ভিত্তিক আইটি প্রতিষ্ঠান বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং আইওটি ফর বাংলাদেশ এর সঙ্গে যৌথভাবে আমাদের দেশে কাজ করা শুরু করেছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বেসিক আরডুইনো এবং আইওটি কার্যকারিতা নিয়ে ৬০ জন গ্র্যাজুয়েটদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং এই মুহূর্তে তারা আন্তর্জাতিক সার্টিফিকেশন অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশকে আইওটি ডিভাইস তৈরির কেন্দ্র হিসাবে গড়ে তোলার লক্ষ্যে বাংলা ভাষায় আন্তর্জাতিক সার্টিফিকেশনের ব্যবস্থা, মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ সহায়তা, আন্তর্জাতিক মানের আইওটি ল্যাব প্রতিষ্ঠা এবং আরডুইনো স্কুল কার্যক্রম প্রতিষ্ঠা অব্যহত থাকবে।

আরডুইনোর সহ-প্রতিষ্ঠাতা এবং সিটিও ডেভিড কুয়ার্তিলেস বিশেষ অতিথির বক্তব্যে অনুষ্ঠানে বলেন, আরডুইনোর প্রতি আস্থা রেখে বাংলাদেশে আরডুইনো শিক্ষার এই আনুষ্ঠানিক যাত্রা প্রশংসনীয়। আরডুইনো যে কোন জটিল প্রযুক্তিকে সকলের জন্য সহজ বোধগোম্য করতে সাহায্য করে। আরডুইনো এই আনুষ্ঠানিক যাত্রা বাংলাদেশকে ডিজিটাল ডিভাইস প্রস্তুতকারক এবং রপ্তানিকারক দেশ হিসবে প্রতিষ্ঠিত করতে দক্ষ মানব সম্পদ তৈরিতে সাহায্য করবে। আরডুইনোর সার্টিফিকেশন প্রোগ্রামে এখন থেকে যুক্ত হয়েছে বাংলা ভাষা। অর্থাৎ বিশে^র আর আটটি ভাষার সঙ্গে বাংলাভাষাতেও এই কারিগরি সনদ পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। আরডুইনোর প্রো/আইওটি, বিজনেস ডেভেলপার মাসিমো স্যাখ্যি বলেন, কোড-১৯ এর মাধ্যমে বাংলাদেশে আরডুইনো এর যাত্রা নিয়ে ব্যক্তিগতভাবে আমি অনেক উৎসাহী। আরডুইনো একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যা পৃথিবীর বিভিন্ন মার্কেটে কাজ করে। আমি আরডুইনোকে ঘিরে বাংলাদেশের এই আগ্রহকে সাধুবাদ জানাই এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ও পেশাভিত্তিক আরডুইনো এর বাস্তবিক প্রয়োগ নিয়ে সকলের মাঝে এই আগ্রহ দেখে আনন্দিত।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আইওটি ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. ইমরান মো. আমিন, কোড১৯ এর পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) ইমতিয়াজ ফারহান বিন হাবীব, ডাটাসফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বাংলাদেশে ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান। সংবাদ বিজ্ঞপ্তি।