দুই নতুন বিচারপতির শপথগ্রহণ

আপিল বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত দুই বিচারপতি শপথ নিয়েছেন। গতকাল বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দুই বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এর আগে বুধবার দুই বিচারপতির নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

সবশেষ আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেয়া হয়েছিল ২০১৮ সালের ৮ অক্টোবরে। এখন এই দু’জন নিয়োগের পর আপিল বিভাগের বিচারপতি হলেন মোট আটজন। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে কর্মরত দু’জন বিচারককে তাদের শপথের তারিখ থেকে আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন। দুই বিচারপতি হলেন— বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসান।

বিচারপতি তারিক উল হাকিম ১৯৫৩ সালের ২০ সেপ্টেম্বর জন্ম নেয়া এই বিচারপতির বাবাও ছিলেন বিচারপতি। বিচারপতি তারিক উল হাকিম ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে জেলা আদালত এবং ১৯৮৯ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০২ সালের ২৯ জুলাই তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০০৪ সালের ২৯ জুলাই স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস, এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জনের পর বিচারপতি ওবায়দুল হাসান ১৯৮৬ সালে জেলা আদালত, ১৯৮৮ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০০৫ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৯ সালের ৩০ জুন তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০১১ সালের ৬ জুন স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। এই বিচারপতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এরও চেয়ারম্যান ছিলেন।

আরও খবর
নৌপ্রধান শাহীন ইকবালের এডমিরাল পদে পদোন্নতি
বাংলাদেশে এশিয়ার সর্ববৃহৎ বিনিয়োগ করতে চায় জাপান
সংসদ এলাকায় মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা
ব্র্যান্ডের মোড়কে ভেজাল পণ্য
ফেরি চলাচল বন্ধ, কখন চলবে কর্মকর্তারা জানেন না
পুলিশের ওপর হামলা, আ’লীগ নেতাসহ গ্রেফতার ৩
পুণ্য করতে গিয়ে বিসর্জন নয় স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করতে হবে চসিক প্রশাসক
আনিসুল হকসহ ৫ জনের জামিন
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
আরও এক শ্রমিকের মৃত্যু ডিপো কর্মকর্তার বিরুদ্ধে অবহেলার অভিযোগ
ফখরুলের বিরুদ্ধে দুই মামলার কার্যক্রম স্থগিত
সিএনজি ও অটোরিকশা চলাচল চাঁদাবাজ লাঠিয়াল বাহিনীর হাতে জিম্মি
পাবনায় তিন মুক্তিযোদ্ধার নামে তিন সড়কের নামকরণ

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০ , ১৪ মহররম ১৪৪২, ১৮ ভাদ্র ১৪২৭

আপিল বিভাগে

দুই নতুন বিচারপতির শপথগ্রহণ

নিজস্ব বার্তা পরিবেশক |

আপিল বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত দুই বিচারপতি শপথ নিয়েছেন। গতকাল বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দুই বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এর আগে বুধবার দুই বিচারপতির নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

সবশেষ আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেয়া হয়েছিল ২০১৮ সালের ৮ অক্টোবরে। এখন এই দু’জন নিয়োগের পর আপিল বিভাগের বিচারপতি হলেন মোট আটজন। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে কর্মরত দু’জন বিচারককে তাদের শপথের তারিখ থেকে আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন। দুই বিচারপতি হলেন— বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসান।

বিচারপতি তারিক উল হাকিম ১৯৫৩ সালের ২০ সেপ্টেম্বর জন্ম নেয়া এই বিচারপতির বাবাও ছিলেন বিচারপতি। বিচারপতি তারিক উল হাকিম ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে জেলা আদালত এবং ১৯৮৯ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০২ সালের ২৯ জুলাই তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০০৪ সালের ২৯ জুলাই স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস, এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জনের পর বিচারপতি ওবায়দুল হাসান ১৯৮৬ সালে জেলা আদালত, ১৯৮৮ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০০৫ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৯ সালের ৩০ জুন তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০১১ সালের ৬ জুন স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। এই বিচারপতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এরও চেয়ারম্যান ছিলেন।