পদ্মা সেতুর ২৫নং পিলারের কাছে শুরু হয়নি ড্রেজিং

বিকল্প চ্যানেলে আগ্রহ নেই বিআইডব্লিউটিসির

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে এখনও বন্ধ রয়েছে ফেরি চলাচল। পদ্মা সেতুর ২৫নং পিলারের কাছে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ থাকলেও সেখানে এখনও ড্রেজিং শুরু হয়নি। এদিকে বিআইডব্লিউটিএ নতুন একটি চ্যানেল শনাক্ত করার দাবি করলেও বিআইডব্লিউটিসি চ্যানেলটি দূরবর্তী বলে এই স্রোতের মধ্যে উপযোগী নয় বলে দাবি করেন। এদিকে এখনও উভয়ঘাটে আটকে রয়েছে শত শত যানবাহন । ভোগান্তি চরম আকার ধারণ করেছে।

বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএসহ একাধিক সূত্রে জানা যায়, পদ্মা সেতুর ২৫নং পিলারের কাছে ওই এলাকাটি সেতু কর্তৃপক্ষের অধিগ্রহণকৃত হওয়ায় সেতু বিভাগের একটি ড্রেজার ডুবোচর এলাকার কাছকাছি এসে পৌঁছেছে। তবে এখনও ড্রেজিং শুরু করেনি তারা। এ এলাকায় প্রায় ১৬শ’ ফুট এলাকায় ডুবোচর সৃষ্টি হওয়ায় ফেরি চলতে পারছে না। কখন ড্রেজিং শুরু হবে কখন ফেরি চালু হবে তা নির্দিষ্টভাবে বলতে পারছে না বিআইডব্লিউটিএ। অন্যদিকে মূল চ্যানেল লৌহজং টার্নিং চ্যানেলটিতে ৭টি ড্রেজার ড্রেজিং করতে দেখা গেছে। আরও কয়েকটি ড্রেজার আসছে বলে জানা গেছে। ৩৩ লাখ ঘনমিটার পলি অপসারণের লক্ষ্য নিয়ে প্রায় ৬ লাখ ঘনমিটার পলি অপসারণ সম্পন্ন হয়েছে। এদিকে চায়না চ্যানেলের মুখ ও লৌহজং টার্নিং চ্যানেল বন্ধ থাকায় বিকল্প একটি চ্যানেল সন্ধান পেয়েছে বিআইডব্লিউটিএ। পালেরচর হয়ে এই চ্যানেলটির দূরত্ব প্রায় ২৮-৩০ কিলোমিটার। কিন্তু এই চ্যানেলটি ব্যবহারে জোর আপত্তি বিআইডব্লিউটিসির। নদীতে তীব্র স্রোতে বহমান থাকায় এই চ্যানেলটি দিয়ে পারাপারে ৮-১০ ঘণ্টা সময় ব্যয় হবে বলে ধারণা বিআইডব্লিউটিসির। ফলে দিন শেষে খুব বেশি সুসংবাদ নেই রুটটির ফেরি সার্ভিসে। গত ৬ দিন থেকে ফেরি চলাচল ব্যাহত হওয়ার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে এ রুটে নাব্যতা সংকটের কারণে বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল। পদ্মা সেতুর ২৫নং পিলারের কাছে ৩টি ফেরি আটকে গেলে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। এর আগে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সব চ্যানেল বন্ধ হয়ে গেলে পদ্মা সেতুর চায়না চ্যানেল দিয়ে সীমিত আকারে ৫ দিন ফেরি চলে। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। কয়েকশ’ পণ্যবাহী ট্রাক ও পরিবহন আটকে পড়েছে। পরিবহনের যাত্রীরা ঘাটে এসে পড়েছে বিপাকে। অ্যাম্বুলেন্স রোগীরা পড়ছেন চরম বিপাকে। আর লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। এই রুটে অচলাবস্থার সৃষ্টি হওয়ায় দৌলদিয়া-পাটুরিয়া ঘাটে চাপ বেড়েছে।

বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী হাসান আহমেদ বলেন, পদ্মা সেতুর ২৫নং পিলারের কাছে তাদের অধিগ্রহণকৃত এলাকা। সেখানে তারা ড্রেজার আনছে। এখনও ড্রেজিং শুরু হয়নি। সেতুর উজানে আমরা ২টি ড্রেজার বসাচ্ছি। লৌহজং টার্নিং চ্যানেলে জোরালো ড্রেজিং চলছে। ৪/৫ দিনের মধ্যে এটি চালু হবে।

বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান বলেন, পদ্মা সেতুর পিলার এলাকায় চায়না ড্রেজার এখনও কার্যক্রম শুরু করেনি। তাই নাব্যতা সংকট এখনও কাটেনি। আমরা পালেরচর হয়ে নতুন একটি চ্যানেল শনাক্ত করেছি। এর দূরত্ব ২৮-৩০ কিলোমিটার।

চ্যানেলটির ব্যাপারে জোরালো আপত্তি তুলে বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা আহমেদ বলেন, তারা নতুন যে চ্যানেলটি বলছে, সেটি নড়িয়ার কাছাকাছি। সেখান দিয়ে ফেরি পার হতে ৮-১০ ঘণ্টা সময় লাগবে এই স্রোতে। এত বড় ফেরি সার্ভিস সম্ভব না। ৩ ঘণ্টার উপর ফেরি চালানোর সুযোগ নেই।

আরও খবর
ফেরি চলাচল ব্যাহত পারের অপেক্ষায় শত শত গাড়ি, চরম দুর্ভোগ
সোমবার থেকে বিমান চলাচল শুরু
সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ : ফখরুল
সরবরাহ পর্যাপ্ত তবু কমছে না সবজির দাম
মানবিক পুলিশ কর্মকর্তা আশিকুর এবার এক ধর্ষিতা মায়ের পাশে
অবৈধ বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচারকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে মেয়র আতিক
বরিশাল-ঢাকা নৌপথে সংক্ষিপ্ত মিয়ারচর চ্যানেল অকেজো হয়ে আছে
ঢাকা থেকে অপহৃত এক ব্যক্তি হবিগঞ্জে উদ্ধার
ভূমিখেকোর বিরুদ্ধে দাঁড়িয়ে রক্তাক্ত হলো তরুণ
রোহিঙ্গা ক্যাম্পে যুবক খুন
বাংলাদেশি দুই দালালের বিরুদ্ধে মামলা
সাংবাদিকসহ গ্রেফতার ৩
৯০ কোটি টাকার মালামাল জব্দ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০ , ১৫ মহররম ১৪৪২, ১৯ ভাদ্র ১৪২৭

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথ এখনও বন্ধ

পদ্মা সেতুর ২৫নং পিলারের কাছে শুরু হয়নি ড্রেজিং

বিকল্প চ্যানেলে আগ্রহ নেই বিআইডব্লিউটিসির

প্রতিনিধি, শিবচর (মাদারীপুর )

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে এখনও বন্ধ রয়েছে ফেরি চলাচল। পদ্মা সেতুর ২৫নং পিলারের কাছে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ থাকলেও সেখানে এখনও ড্রেজিং শুরু হয়নি। এদিকে বিআইডব্লিউটিএ নতুন একটি চ্যানেল শনাক্ত করার দাবি করলেও বিআইডব্লিউটিসি চ্যানেলটি দূরবর্তী বলে এই স্রোতের মধ্যে উপযোগী নয় বলে দাবি করেন। এদিকে এখনও উভয়ঘাটে আটকে রয়েছে শত শত যানবাহন । ভোগান্তি চরম আকার ধারণ করেছে।

বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএসহ একাধিক সূত্রে জানা যায়, পদ্মা সেতুর ২৫নং পিলারের কাছে ওই এলাকাটি সেতু কর্তৃপক্ষের অধিগ্রহণকৃত হওয়ায় সেতু বিভাগের একটি ড্রেজার ডুবোচর এলাকার কাছকাছি এসে পৌঁছেছে। তবে এখনও ড্রেজিং শুরু করেনি তারা। এ এলাকায় প্রায় ১৬শ’ ফুট এলাকায় ডুবোচর সৃষ্টি হওয়ায় ফেরি চলতে পারছে না। কখন ড্রেজিং শুরু হবে কখন ফেরি চালু হবে তা নির্দিষ্টভাবে বলতে পারছে না বিআইডব্লিউটিএ। অন্যদিকে মূল চ্যানেল লৌহজং টার্নিং চ্যানেলটিতে ৭টি ড্রেজার ড্রেজিং করতে দেখা গেছে। আরও কয়েকটি ড্রেজার আসছে বলে জানা গেছে। ৩৩ লাখ ঘনমিটার পলি অপসারণের লক্ষ্য নিয়ে প্রায় ৬ লাখ ঘনমিটার পলি অপসারণ সম্পন্ন হয়েছে। এদিকে চায়না চ্যানেলের মুখ ও লৌহজং টার্নিং চ্যানেল বন্ধ থাকায় বিকল্প একটি চ্যানেল সন্ধান পেয়েছে বিআইডব্লিউটিএ। পালেরচর হয়ে এই চ্যানেলটির দূরত্ব প্রায় ২৮-৩০ কিলোমিটার। কিন্তু এই চ্যানেলটি ব্যবহারে জোর আপত্তি বিআইডব্লিউটিসির। নদীতে তীব্র স্রোতে বহমান থাকায় এই চ্যানেলটি দিয়ে পারাপারে ৮-১০ ঘণ্টা সময় ব্যয় হবে বলে ধারণা বিআইডব্লিউটিসির। ফলে দিন শেষে খুব বেশি সুসংবাদ নেই রুটটির ফেরি সার্ভিসে। গত ৬ দিন থেকে ফেরি চলাচল ব্যাহত হওয়ার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে এ রুটে নাব্যতা সংকটের কারণে বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল। পদ্মা সেতুর ২৫নং পিলারের কাছে ৩টি ফেরি আটকে গেলে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। এর আগে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সব চ্যানেল বন্ধ হয়ে গেলে পদ্মা সেতুর চায়না চ্যানেল দিয়ে সীমিত আকারে ৫ দিন ফেরি চলে। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। কয়েকশ’ পণ্যবাহী ট্রাক ও পরিবহন আটকে পড়েছে। পরিবহনের যাত্রীরা ঘাটে এসে পড়েছে বিপাকে। অ্যাম্বুলেন্স রোগীরা পড়ছেন চরম বিপাকে। আর লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। এই রুটে অচলাবস্থার সৃষ্টি হওয়ায় দৌলদিয়া-পাটুরিয়া ঘাটে চাপ বেড়েছে।

বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী হাসান আহমেদ বলেন, পদ্মা সেতুর ২৫নং পিলারের কাছে তাদের অধিগ্রহণকৃত এলাকা। সেখানে তারা ড্রেজার আনছে। এখনও ড্রেজিং শুরু হয়নি। সেতুর উজানে আমরা ২টি ড্রেজার বসাচ্ছি। লৌহজং টার্নিং চ্যানেলে জোরালো ড্রেজিং চলছে। ৪/৫ দিনের মধ্যে এটি চালু হবে।

বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান বলেন, পদ্মা সেতুর পিলার এলাকায় চায়না ড্রেজার এখনও কার্যক্রম শুরু করেনি। তাই নাব্যতা সংকট এখনও কাটেনি। আমরা পালেরচর হয়ে নতুন একটি চ্যানেল শনাক্ত করেছি। এর দূরত্ব ২৮-৩০ কিলোমিটার।

চ্যানেলটির ব্যাপারে জোরালো আপত্তি তুলে বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা আহমেদ বলেন, তারা নতুন যে চ্যানেলটি বলছে, সেটি নড়িয়ার কাছাকাছি। সেখান দিয়ে ফেরি পার হতে ৮-১০ ঘণ্টা সময় লাগবে এই স্রোতে। এত বড় ফেরি সার্ভিস সম্ভব না। ৩ ঘণ্টার উপর ফেরি চালানোর সুযোগ নেই।