দৌলতদিয়া-পাটুরিয়া

ফেরি চলাচল ব্যাহত পারের অপেক্ষায় শত শত গাড়ি, চরম দুর্ভোগ

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে পদ্মা ও যমুনা নদীর ¯্রােতের গতি বেড়ে যাওয়ায় নদীতে ফেরি চলাচল করতে দ্বিগুণ সময় লাগছে। দৌলতদিয়া প্রান্তে ফেরি পারাপারের অপেক্ষায় ৬ শতাধিক পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসঘাট ও গোয়ালন্দ মোড়ে দীর্ঘ লাইন দিয়ে ফেরির অপেক্ষায় দাঁড়িয়ে আছে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

ঘাট সূত্রে জানা যায়, নদীর পানির স্রোতের গতি বেড়ে যাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচলে আগের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। ফেরি পারের অপেক্ষায় দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে শুরু করে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত দুই শতাধিক পণ্যবাহী ট্রাক লাইন দিয়ে রয়েছে ও গোয়ালন্দ মোড়ে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক মহাসড়কে দীর্ঘ লাইন দিয়ে রয়েছে। এছাড়া শতাধিক যাত্রীবাহী বাস ফেরি পারাপারের অপেক্ষায় ঘাটে সিরিয়ালে রয়েছে। সব মিলিয়ে প্রায় ৬ শতাধিক বিভিন্ন প্রকারের পরিবহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।

দৌলতদিয়া নৌরুটে বর্তমানে ইউটিলিটি (ছোট) ফেরি ১১টি, রোরো ফেরি ৭টি, মোট ১৮টি ফেরি চলছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে পারাপারের বিকল্প ঘাট হিসেবে ওই রোড়ের যানবাহনগুলো দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ দিয়ে পারাপার করছে। ফলে দুই নৌপথের গাড়ি দৌলতদিয়া- পাটুরিয়া দিয়ে যাতায়াত করছে।

বরিশাল থেকে পণ্য বোঝাই ট্রাক (খুলনা মেট্রো-ট ১১-০৮২৭) ড্রাইভার ‘মো. আওয়াল হোসেন বলেন, ৩ দিন ধরে গোয়ালন্দ মোড়ে সিরিয়ালে অপেক্ষা করে আজ ঘাটে পৌঁছালাম এখন ও ফেরির দেখা পাইনি, সিরিয়ালে অপেক্ষা করছি, কখন ফেরিতে উঠতে পারব বলতে পারছি না।’

রাজবাড়ী ট্রাফিক পুলিশের ইন্সেপেক্টর (টিআই) ‘তারক চন্দ্র পাল বলেন, ফেরিঘাট যানজট মুক্ত রাখতে গোয়ালন্দ মোড়ে হাইওয়ে সড়কে পণ্যবাহী ট্রাক লাইন দিয়ে রাখা হয়েছে। জেলা ট্রাফিক পুলিশ ফেরি ঘাট যানজট মুক্ত রাখতে অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

বিআইডাব্লিউটিসি’র আরিচা অঞ্চলের সহ-মহাব্যবস্থাপক (এজিএম) ‘মো. জিল্লুর রহমান বলেন, শিমুলিয়া- কাঁঠালবাড়ী ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাছাড়া নদীর স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।’

image

দৌলতদিয়া ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় শত শত পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস -সংবাদ

আরও খবর
পদ্মা সেতুর ২৫নং পিলারের কাছে শুরু হয়নি ড্রেজিং
সোমবার থেকে বিমান চলাচল শুরু
সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ : ফখরুল
সরবরাহ পর্যাপ্ত তবু কমছে না সবজির দাম
মানবিক পুলিশ কর্মকর্তা আশিকুর এবার এক ধর্ষিতা মায়ের পাশে
অবৈধ বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচারকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে মেয়র আতিক
বরিশাল-ঢাকা নৌপথে সংক্ষিপ্ত মিয়ারচর চ্যানেল অকেজো হয়ে আছে
ঢাকা থেকে অপহৃত এক ব্যক্তি হবিগঞ্জে উদ্ধার
ভূমিখেকোর বিরুদ্ধে দাঁড়িয়ে রক্তাক্ত হলো তরুণ
রোহিঙ্গা ক্যাম্পে যুবক খুন
বাংলাদেশি দুই দালালের বিরুদ্ধে মামলা
সাংবাদিকসহ গ্রেফতার ৩
৯০ কোটি টাকার মালামাল জব্দ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০ , ১৫ মহররম ১৪৪২, ১৯ ভাদ্র ১৪২৭

দৌলতদিয়া-পাটুরিয়া

ফেরি চলাচল ব্যাহত পারের অপেক্ষায় শত শত গাড়ি, চরম দুর্ভোগ

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

image

দৌলতদিয়া ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় শত শত পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস -সংবাদ

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে পদ্মা ও যমুনা নদীর ¯্রােতের গতি বেড়ে যাওয়ায় নদীতে ফেরি চলাচল করতে দ্বিগুণ সময় লাগছে। দৌলতদিয়া প্রান্তে ফেরি পারাপারের অপেক্ষায় ৬ শতাধিক পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসঘাট ও গোয়ালন্দ মোড়ে দীর্ঘ লাইন দিয়ে ফেরির অপেক্ষায় দাঁড়িয়ে আছে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

ঘাট সূত্রে জানা যায়, নদীর পানির স্রোতের গতি বেড়ে যাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচলে আগের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। ফেরি পারের অপেক্ষায় দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে শুরু করে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত দুই শতাধিক পণ্যবাহী ট্রাক লাইন দিয়ে রয়েছে ও গোয়ালন্দ মোড়ে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক মহাসড়কে দীর্ঘ লাইন দিয়ে রয়েছে। এছাড়া শতাধিক যাত্রীবাহী বাস ফেরি পারাপারের অপেক্ষায় ঘাটে সিরিয়ালে রয়েছে। সব মিলিয়ে প্রায় ৬ শতাধিক বিভিন্ন প্রকারের পরিবহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।

দৌলতদিয়া নৌরুটে বর্তমানে ইউটিলিটি (ছোট) ফেরি ১১টি, রোরো ফেরি ৭টি, মোট ১৮টি ফেরি চলছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে পারাপারের বিকল্প ঘাট হিসেবে ওই রোড়ের যানবাহনগুলো দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ দিয়ে পারাপার করছে। ফলে দুই নৌপথের গাড়ি দৌলতদিয়া- পাটুরিয়া দিয়ে যাতায়াত করছে।

বরিশাল থেকে পণ্য বোঝাই ট্রাক (খুলনা মেট্রো-ট ১১-০৮২৭) ড্রাইভার ‘মো. আওয়াল হোসেন বলেন, ৩ দিন ধরে গোয়ালন্দ মোড়ে সিরিয়ালে অপেক্ষা করে আজ ঘাটে পৌঁছালাম এখন ও ফেরির দেখা পাইনি, সিরিয়ালে অপেক্ষা করছি, কখন ফেরিতে উঠতে পারব বলতে পারছি না।’

রাজবাড়ী ট্রাফিক পুলিশের ইন্সেপেক্টর (টিআই) ‘তারক চন্দ্র পাল বলেন, ফেরিঘাট যানজট মুক্ত রাখতে গোয়ালন্দ মোড়ে হাইওয়ে সড়কে পণ্যবাহী ট্রাক লাইন দিয়ে রাখা হয়েছে। জেলা ট্রাফিক পুলিশ ফেরি ঘাট যানজট মুক্ত রাখতে অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

বিআইডাব্লিউটিসি’র আরিচা অঞ্চলের সহ-মহাব্যবস্থাপক (এজিএম) ‘মো. জিল্লুর রহমান বলেন, শিমুলিয়া- কাঁঠালবাড়ী ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাছাড়া নদীর স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।’