কেরানীগঞ্জে ব্যবসায়ী মাঝিদের বিক্ষোভ

বুড়িগঙ্গা নদীর সদরঘাট সংলগ্ন খেয়া পারাপারের তিনটি ঘাট বন্ধ করে দেয়ার প্রতিবাদে গতকাল কেরানীগঞ্জে কালিগঞ্জ গার্মেন্টস পল্লীতে ব্যবসায়ী ও নৌকার মাঝিরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। এ সময় কালিগঞ্জ গার্মেন্টস পল্লীর হাজার হাজার ব্যবসায়ী তাদের দোকান ও গার্মেন্টস কারখানা বন্ধ সকরে রাস্তায় নেমে আসে। কারন এ ঘাট তিনটি দিয়েই ব্যরসায়ীরা গার্মেন্টস সামগ্রী কেনার জন্য গার্মেন্টস পল্লীতে আসে। এছাড়া হাজার হাজার নৌকার মাঝি বেকার হয়ে যাওয়ায় মাঝিরাও বিক্ষোভ মিছিল করে।

গত বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এ ঘাট তিনটি বন্ধ করে দিয়ে সেখানে জাহাজ ভেড়ানোর জন্য পন্টুন স্থাপন করে দেয় বিআইডব্লিউটিএ। এছাড়া ওইসব ঘাট দিয়ে পারাপারের লোকজনের জন্য পার্শ্ববর্তী গরমহল পণ্টুন থেকে ওপারের নবাববাড়ি সংলগ্ন বাদামতলী এলাকায় স্থাপিত পন্টুনে পারাপারের জন্য দুটি ওয়টার বাস সার্ভিসের ব্যবস্থা করেছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এতে করে বিপাকে পরেছে ওইসব ঘাট ব্যবহারকারী পথচারী-ব্যবসায়ী ও নৌকা মাঝিরা। তাই তারা ওই তীরের ঘাট বন্ধের প্রতিবাদে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দিনভর বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

বিআইডাব্লউটিএ এর যুগ্ম-পরিচালক একে এম আরিফ উদ্দিন বলেন, এখানে একাধিকবার নৌ দুর্ঘটনা ঘটেছে। আর যাতে নৌ দুর্ঘটনা না ঘটে তাই আমরা জনসাধারাণের জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নিয়েছি।

রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০ , ১৬ মহররম ১৪৪২, ২০ ভাদ্র ১৪২৭

সদরঘাট সংলগ্ন ৩ খেয়াঘাট বন্ধ

কেরানীগঞ্জে ব্যবসায়ী মাঝিদের বিক্ষোভ

প্রতিনিধি, কেরানীগঞ্জ (ঢাকা)

বুড়িগঙ্গা নদীর সদরঘাট সংলগ্ন খেয়া পারাপারের তিনটি ঘাট বন্ধ করে দেয়ার প্রতিবাদে গতকাল কেরানীগঞ্জে কালিগঞ্জ গার্মেন্টস পল্লীতে ব্যবসায়ী ও নৌকার মাঝিরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। এ সময় কালিগঞ্জ গার্মেন্টস পল্লীর হাজার হাজার ব্যবসায়ী তাদের দোকান ও গার্মেন্টস কারখানা বন্ধ সকরে রাস্তায় নেমে আসে। কারন এ ঘাট তিনটি দিয়েই ব্যরসায়ীরা গার্মেন্টস সামগ্রী কেনার জন্য গার্মেন্টস পল্লীতে আসে। এছাড়া হাজার হাজার নৌকার মাঝি বেকার হয়ে যাওয়ায় মাঝিরাও বিক্ষোভ মিছিল করে।

গত বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এ ঘাট তিনটি বন্ধ করে দিয়ে সেখানে জাহাজ ভেড়ানোর জন্য পন্টুন স্থাপন করে দেয় বিআইডব্লিউটিএ। এছাড়া ওইসব ঘাট দিয়ে পারাপারের লোকজনের জন্য পার্শ্ববর্তী গরমহল পণ্টুন থেকে ওপারের নবাববাড়ি সংলগ্ন বাদামতলী এলাকায় স্থাপিত পন্টুনে পারাপারের জন্য দুটি ওয়টার বাস সার্ভিসের ব্যবস্থা করেছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এতে করে বিপাকে পরেছে ওইসব ঘাট ব্যবহারকারী পথচারী-ব্যবসায়ী ও নৌকা মাঝিরা। তাই তারা ওই তীরের ঘাট বন্ধের প্রতিবাদে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দিনভর বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

বিআইডাব্লউটিএ এর যুগ্ম-পরিচালক একে এম আরিফ উদ্দিন বলেন, এখানে একাধিকবার নৌ দুর্ঘটনা ঘটেছে। আর যাতে নৌ দুর্ঘটনা না ঘটে তাই আমরা জনসাধারাণের জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নিয়েছি।