বিদ্যানন্দ’র ভাসমান হাসপাতাল মোরেলগঞ্জে ১ টাকায় চিকিৎসা

নারায়নগঞ্জ ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাসমান হাসপাতালটি এখন বাগেরহাটের মোরেলগঞ্জে। শুক্রবার বেলা ৮টা থেকে কালিকাবাড়ি ইউনিয়ন পরিষদে ক্যাম্প করে হাসপাতালের ৭ জন মেডিকেল অফিসার রোগী দেখা শুরু করেছেন। মাত্র ১ টাকা ফি দিয়ে রোগীরা পরামর্শপত্র নিচ্ছেন। সঙ্গে দেয়া হচ্ছে বিনামূল্যে ৩ থেকে ৭ দিনের ওষুধ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ইউনিয়ন চেয়ারম্যান মো. শাজাহান আলী খান বেলা ১১টার দিকে ক্যাম্প পরিদর্শন করেন।

ভাসমান এ হাসপাতালের স্বেচ্ছাসেবক মো. ফারুক আহমেদ বলেন, ১ টাকায় ৩ থেকে ৭ দিনের ওষুধসহ ব্যবস্থাপত্র দেয়া হচ্ছে রোগীদের। ২০১৩ সালের ২২ ডিসেম্বর থেকে এ সেচ্ছাসেবী ফাউন্ডেশনের অগ্রযাত্রা। আনন্দের সাথে শিক্ষার্থীদের লেখাপড়া শেখানো মূল লক্ষ্যে। রয়েছে পাবর্ত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান ৫টি। এ ছাড়াও দছিন্নমূল মানুষ ও পথশিশুদের জন্য জনপ্রিয় প্রকল্প ১ টাকার বিনিময়ে দেয়া হচ্ছে দুপুরের খাবার। কোস্ট গার্ডের সহযোগিতায় উপকূলীয় জেলা ও উপজেলাগুলোতে ২ মাস এ কার্যক্রম চলবে বলেও ফারুক আহমেদ জানান।

রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০ , ১৬ মহররম ১৪৪২, ২০ ভাদ্র ১৪২৭

বিদ্যানন্দ’র ভাসমান হাসপাতাল মোরেলগঞ্জে ১ টাকায় চিকিৎসা

গনেশ পাল, মোরেলগঞ্জ (বাগেরহাট)

image

নারায়নগঞ্জ ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাসমান হাসপাতালটি এখন বাগেরহাটের মোরেলগঞ্জে। শুক্রবার বেলা ৮টা থেকে কালিকাবাড়ি ইউনিয়ন পরিষদে ক্যাম্প করে হাসপাতালের ৭ জন মেডিকেল অফিসার রোগী দেখা শুরু করেছেন। মাত্র ১ টাকা ফি দিয়ে রোগীরা পরামর্শপত্র নিচ্ছেন। সঙ্গে দেয়া হচ্ছে বিনামূল্যে ৩ থেকে ৭ দিনের ওষুধ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ইউনিয়ন চেয়ারম্যান মো. শাজাহান আলী খান বেলা ১১টার দিকে ক্যাম্প পরিদর্শন করেন।

ভাসমান এ হাসপাতালের স্বেচ্ছাসেবক মো. ফারুক আহমেদ বলেন, ১ টাকায় ৩ থেকে ৭ দিনের ওষুধসহ ব্যবস্থাপত্র দেয়া হচ্ছে রোগীদের। ২০১৩ সালের ২২ ডিসেম্বর থেকে এ সেচ্ছাসেবী ফাউন্ডেশনের অগ্রযাত্রা। আনন্দের সাথে শিক্ষার্থীদের লেখাপড়া শেখানো মূল লক্ষ্যে। রয়েছে পাবর্ত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান ৫টি। এ ছাড়াও দছিন্নমূল মানুষ ও পথশিশুদের জন্য জনপ্রিয় প্রকল্প ১ টাকার বিনিময়ে দেয়া হচ্ছে দুপুরের খাবার। কোস্ট গার্ডের সহযোগিতায় উপকূলীয় জেলা ও উপজেলাগুলোতে ২ মাস এ কার্যক্রম চলবে বলেও ফারুক আহমেদ জানান।