সপ্তাহের শুরুতে বেড়েছে সূচক, কমেছে লেনদেন

গত সপ্তাহের শেষ দিনের (বৃহস্পতিবার) মতো গতকালও উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা কমেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইতে ডিএসইএক্স ২০.৭৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪৮.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১.৪২ পয়েন্ট এবং নতুন চালু হওয়া সিডিএসইটি সূচক ১.৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৭১৬.৮৩ ও ১০০২.৮৭ পয়েন্টে। অন্য সূচক শরিয়াহ সূচক ০.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৪১.০৩ পয়েন্টে। এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ২৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৬৭ কোটি ৮৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৯৩ কোটি ৮৮ লাখ টাকার। ডিএসইতে ৩৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭৫টির বা ৫০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৪১টির বা ৪০.২৯ শতাংশের এবং ৩৪টি বা ৯.৭১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

গতকাল অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৩.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১২০.২০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৯টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর। এছাড়া সিএসইতে ২৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিকে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৬২ লাখ ৮৪ হাজার ৬২০টি শেয়ার ৪৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৯ কোটি ১২ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ কোটি ৫৪ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সাউথইস্ট ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকার ফাইন ফুডসের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে লাফার্জহোলসিমের।

এছাড়া স্ট্যান্ডার্ড সিরামিকের ৫ লাখ ৮২ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৯৬ লাখ ৮৮ হাজার টাকার, এসকে ট্রিমসের ১ কোটি ৮ লাখ ৩৩ হাজার টাকার, সী পার্লের ১০ লাখ ৬৮ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৬ লাখ ৮২ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯ লাখ ৩১ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১ কোটি ১৬ লাখ ২৩ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ৬৯ লাখ ২৬ হাজার টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ১০ লাখ ৬৬ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৩৬ লাখ ২৯ হাজার টাকার, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ৩০ হাজার টাকার, কেঅ্যান্ডকিউয়ের ৭৩ লাখ ৭২ হাজার টাকার, ইসলামী ব্যাংকের ১ কোটি ২৭ লাখ টাকার, জিকিউ বলপেনের ২৩ লাখ ৬৬ হাজার টাকার, ডিবিএইচের ১০ লাখ ৩৫ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ১ কোটি ৬৭ লাখ ৯৯ হাজার টাকার, বারাকা পাওয়ারের ৬ লাখ ২৯ হাজার টাকার এবং একমি ল্যাবরেটরিজের ৫৬ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০ , ১৭ মহররম ১৪৪২, ২১ ভাদ্র ১৪২৭

সপ্তাহের শুরুতে বেড়েছে সূচক, কমেছে লেনদেন

image

গত সপ্তাহের শেষ দিনের (বৃহস্পতিবার) মতো গতকালও উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা কমেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইতে ডিএসইএক্স ২০.৭৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪৮.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১.৪২ পয়েন্ট এবং নতুন চালু হওয়া সিডিএসইটি সূচক ১.৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৭১৬.৮৩ ও ১০০২.৮৭ পয়েন্টে। অন্য সূচক শরিয়াহ সূচক ০.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৪১.০৩ পয়েন্টে। এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ২৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৬৭ কোটি ৮৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৯৩ কোটি ৮৮ লাখ টাকার। ডিএসইতে ৩৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭৫টির বা ৫০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৪১টির বা ৪০.২৯ শতাংশের এবং ৩৪টি বা ৯.৭১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

গতকাল অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৩.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১২০.২০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৯টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর। এছাড়া সিএসইতে ২৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিকে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৬২ লাখ ৮৪ হাজার ৬২০টি শেয়ার ৪৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৯ কোটি ১২ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ কোটি ৫৪ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সাউথইস্ট ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকার ফাইন ফুডসের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে লাফার্জহোলসিমের।

এছাড়া স্ট্যান্ডার্ড সিরামিকের ৫ লাখ ৮২ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৯৬ লাখ ৮৮ হাজার টাকার, এসকে ট্রিমসের ১ কোটি ৮ লাখ ৩৩ হাজার টাকার, সী পার্লের ১০ লাখ ৬৮ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৬ লাখ ৮২ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯ লাখ ৩১ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১ কোটি ১৬ লাখ ২৩ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ৬৯ লাখ ২৬ হাজার টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ১০ লাখ ৬৬ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৩৬ লাখ ২৯ হাজার টাকার, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ৩০ হাজার টাকার, কেঅ্যান্ডকিউয়ের ৭৩ লাখ ৭২ হাজার টাকার, ইসলামী ব্যাংকের ১ কোটি ২৭ লাখ টাকার, জিকিউ বলপেনের ২৩ লাখ ৬৬ হাজার টাকার, ডিবিএইচের ১০ লাখ ৩৫ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ১ কোটি ৬৭ লাখ ৯৯ হাজার টাকার, বারাকা পাওয়ারের ৬ লাখ ২৯ হাজার টাকার এবং একমি ল্যাবরেটরিজের ৫৬ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।