কিশোরগঞ্জে রেলের টিকিট কালোবাজারির কারাদণ্ড

কিশোরগঞ্জে ট্রেনের ৭৯টি টিকেটসহ এক কালোবাজারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ রেল স্টেশন এলাকা থেকে র‌্যাব সদস্যরা কিশোরগঞ্জ-ঢাকা ও কিশোরগঞ্জ-চট্টগ্রাম রুটের আন্তঃনগর ট্রেনের বিভিন্ন তারিখের ৭৯টি অগ্রিম টিকেটসহ সজিব কুমার দাস (৫৮) নামে পশ্চিম তারাপাশা এলাকার এক কালোবাজারিকে আটক করেছে। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তার বিরুদ্ধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২শ’ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০ , ১৭ মহররম ১৪৪২, ২১ ভাদ্র ১৪২৭

কিশোরগঞ্জে রেলের টিকিট কালোবাজারির কারাদণ্ড

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ট্রেনের ৭৯টি টিকেটসহ এক কালোবাজারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ রেল স্টেশন এলাকা থেকে র‌্যাব সদস্যরা কিশোরগঞ্জ-ঢাকা ও কিশোরগঞ্জ-চট্টগ্রাম রুটের আন্তঃনগর ট্রেনের বিভিন্ন তারিখের ৭৯টি অগ্রিম টিকেটসহ সজিব কুমার দাস (৫৮) নামে পশ্চিম তারাপাশা এলাকার এক কালোবাজারিকে আটক করেছে। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তার বিরুদ্ধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২শ’ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।