দুই জেলায় নতুন শনাক্ত ১৩

কিশোরগঞ্জে ৬

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নতুন ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১১ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, গত শবিবার রাতে সৈয়দ নজরুল হাসপাতাল ল্যাব থেকে পাওয়া ৯৪টি নমুনার পরীক্ষার ফলাফলে জানা গেছে, ভৈরব ও বাজিতপুরে ২ জন করে, সদর ও করিমগঞ্জে একজন করে আক্রান্ত হয়েছেন। পুরনো তিন রোগীর নমুনা এবং অন্য জেলা থেকে সংক্রমিত হয়ে আসা একজনের নমুনাও পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৮৪টি নমুনা। শনিবার নতুন সুস্থ হওয়া ১১ জনের মধ্যে সদর উপজেলায় ৭ জন, মিঠামইনে ২ জন, তাড়াইল ও বাজিতপুরে একজন করে। শনিবার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন ১৭২ জন।

মহেশপুরে ৭

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুরে করোনায় মৃত আব্দুল্লার পরিবারে ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৬ জনে। রোববার সকালে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

বিষয়টি মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমানারা বেগম নিশ্চিত করেন। তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে মৃত আব্দুল্লাহর পরিবারে প্রায় সকলেই করোনায় আক্রান্ত। তারা হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য, মহেশপুরে মোট ৬৬ জন করোনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ৩ জন মারা গেছেন, ৩৬ জন সুস্থ হয়েছেন এবং ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০ , ১৭ মহররম ১৪৪২, ২১ ভাদ্র ১৪২৭

দুই জেলায় নতুন শনাক্ত ১৩

কিশোরগঞ্জে ৬

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নতুন ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১১ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, গত শবিবার রাতে সৈয়দ নজরুল হাসপাতাল ল্যাব থেকে পাওয়া ৯৪টি নমুনার পরীক্ষার ফলাফলে জানা গেছে, ভৈরব ও বাজিতপুরে ২ জন করে, সদর ও করিমগঞ্জে একজন করে আক্রান্ত হয়েছেন। পুরনো তিন রোগীর নমুনা এবং অন্য জেলা থেকে সংক্রমিত হয়ে আসা একজনের নমুনাও পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৮৪টি নমুনা। শনিবার নতুন সুস্থ হওয়া ১১ জনের মধ্যে সদর উপজেলায় ৭ জন, মিঠামইনে ২ জন, তাড়াইল ও বাজিতপুরে একজন করে। শনিবার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন ১৭২ জন।

মহেশপুরে ৭

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুরে করোনায় মৃত আব্দুল্লার পরিবারে ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৬ জনে। রোববার সকালে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

বিষয়টি মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমানারা বেগম নিশ্চিত করেন। তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে মৃত আব্দুল্লাহর পরিবারে প্রায় সকলেই করোনায় আক্রান্ত। তারা হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য, মহেশপুরে মোট ৬৬ জন করোনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ৩ জন মারা গেছেন, ৩৬ জন সুস্থ হয়েছেন এবং ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।