২ কোটি টাকার অবৈধ পলিথিন জব্দ

৫ প্রতিষ্ঠান সিলগালা

রাজধানীর চকবাজারের দেবীদাস ঘাট এলাকায় ৫টি প্রতিষ্ঠান থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের ১ লাখ ২৭ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে র‌্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে পলিথিন উৎপাদন, মজুদ ও বাজারজাতকরণের অপরাধে ওই ৫টি প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়। এসব অপরাধে ১০ জনের ১ বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়।

র‌্যাব জানান, র‌্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর চকবাজার থানার দেবীদাস ঘাট এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী সম্পূর্ণ অবৈধ এবং পরিবেশের জন্য ক্ষতিকর বিপুল পরিমাণ পলিথিন উৎপাদন ও মজুদ করে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রয় এবং বাজারজাত করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল গত দুইদিনে চকবাজার থানার দেবীদাস ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে জেকে এন্টারপ্রাইজ, ফ্রেশ রোল, মেসার্স শাওন এন্টারপ্রাইজ, আনোয়ার এন্টারপ্রাইজসহ ৫টি প্রতিষ্ঠান থেকে ১ লাখ ২৭ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা। এই অবৈধ পলিথিন বিক্রয় এবং বাজারজাতকরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. বাচ্চু (৩০), মো. শহিদুল ইসলাম (২৬), মো. রফিকুল ইসলাম (২৫), মো. মিজানুর রহমান (৩০), মো. আলাউদ্দিন (২৯), মো. উজ্জল (৩০), মো. আলামিন (২৩), মো. রাসেল (২৬), মো. রিপন (৪৫) এবং মো. শহিদদের (৫০) গ্রেফতার করা হয়। তাদের প্রত্যেককে ১ বছরের সাজা দেয়া হয়। প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেয়া হয়। আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ এই অবৈধ পলিথিন বিক্রয়, বাজারজাতকরণ এবং এই পলিথিন হতে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পণ্য উৎপাদন করে আসছে। যা মারাত্মক স্বাস্থ্য ঝুকি এবং পরিবেশ বিপর্যয়ের কারণও বটে।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০ , ১৭ মহররম ১৪৪২, ২১ ভাদ্র ১৪২৭

চকবাজারে

২ কোটি টাকার অবৈধ পলিথিন জব্দ

৫ প্রতিষ্ঠান সিলগালা

রাজধানীর চকবাজারের দেবীদাস ঘাট এলাকায় ৫টি প্রতিষ্ঠান থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের ১ লাখ ২৭ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে র‌্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে পলিথিন উৎপাদন, মজুদ ও বাজারজাতকরণের অপরাধে ওই ৫টি প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়। এসব অপরাধে ১০ জনের ১ বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়।

র‌্যাব জানান, র‌্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর চকবাজার থানার দেবীদাস ঘাট এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী সম্পূর্ণ অবৈধ এবং পরিবেশের জন্য ক্ষতিকর বিপুল পরিমাণ পলিথিন উৎপাদন ও মজুদ করে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রয় এবং বাজারজাত করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল গত দুইদিনে চকবাজার থানার দেবীদাস ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে জেকে এন্টারপ্রাইজ, ফ্রেশ রোল, মেসার্স শাওন এন্টারপ্রাইজ, আনোয়ার এন্টারপ্রাইজসহ ৫টি প্রতিষ্ঠান থেকে ১ লাখ ২৭ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা। এই অবৈধ পলিথিন বিক্রয় এবং বাজারজাতকরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. বাচ্চু (৩০), মো. শহিদুল ইসলাম (২৬), মো. রফিকুল ইসলাম (২৫), মো. মিজানুর রহমান (৩০), মো. আলাউদ্দিন (২৯), মো. উজ্জল (৩০), মো. আলামিন (২৩), মো. রাসেল (২৬), মো. রিপন (৪৫) এবং মো. শহিদদের (৫০) গ্রেফতার করা হয়। তাদের প্রত্যেককে ১ বছরের সাজা দেয়া হয়। প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেয়া হয়। আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ এই অবৈধ পলিথিন বিক্রয়, বাজারজাতকরণ এবং এই পলিথিন হতে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পণ্য উৎপাদন করে আসছে। যা মারাত্মক স্বাস্থ্য ঝুকি এবং পরিবেশ বিপর্যয়ের কারণও বটে।