টিআরএমবিএল পরিচালনা বোর্ডের উপদেষ্টা হলেন প্রবীণ ব্যাংকার আনিস এ খান

টাইসার রিস্ক ম্যানেজমেন্ট (বাংলাদেশ) লিমিটেডের (টিআরএমবিএল) পরিচালনা বোর্ডের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন প্রবীণ ব্যাংকার আনিস এ খান। বোর্ডের উপদেষ্টা হিসাবে গত ১ সেপ্টেম্বর তাকে নিয়োগের কথা ঘোষণা করা হয়। টিআরএমবিএলে তার ব্যাংকিং ও অর্থনৈতিক খাতে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগাবেন আনিস এ খান। ।

আনিস এ খান ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) ফেলো। ব্যাংকিং খাতে তার ৩৭ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি এএনজেড গ্রিনলেজ ব্যাংক, স্ট্যান্ডার চার্টার্ড ব্যাংকে দেশে বিদেশে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি আইডিএলসি ফাইন্যান্স লিমিডেটের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ৬ বছর কাজ করেছেন। তিনি বাংলাদেশ লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন। তিনি ২০০৯ সালে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকে ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে যোগ দেন এবং ২০১৯ সালে অবসর গ্রহণ করেন। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক তার অধীনে ১০ বছরে ব্যবসার শীর্ষে পৌঁছে যায়। তিনি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি, ঢাকা (এমসিসিআই)-এর ভাইস প্রেসিডেন্ট। ব্যাংকিং খাতে কাজ করে তিনি বেশকিছু বিশেষ পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন।

টাইসার রিস্ক ম্যানেজমেন্ট (বাংলাদেশ) লিমিটেডে উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আনিস এ খান বলেন, উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়ে আমি সম্মানিত এবং উজ্জীবিত। বাংলাদেশের ব্যবসায়িক ঝুঁকি মোকাবিলায়, বিশেষ করে করোনাভাইরাস মহামারী মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে আমি অবদান রাখার চেষ্টা করব।

টাইসার রিস্ক ম্যানেজমেন্ট (বাংলাদেশ) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্ট সিডেনহ্যাম বলেন, আনিস এ খানকে পেয়ে আমরা গর্বিত এবং উজ্জীবিত। ব্যাংকিং খাতে তার যে অভিজ্ঞতা তা আমাদের টিমকে আরও শক্তিশালী করবে।

ঢাকাভিত্তিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান টাইসার রিস্ক ম্যানেজমেন্ট (বাংলাদেশ) লিমিটেড (টিআরএমবিএল) ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। এটি শুধু স্থানীয় বীমা খাতকে সেবা দেয়ার জন্য প্রতিষ্ঠিত হয়নি, এটি আন্তর্জাতিক, বহুজাতিক এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের সেবা দেয়ার জন্য কাজ করছে।

সামনের বছরগুলোতে এবং দেশের অভ্যন্তরে আরও উন্নয়নের সঙ্গে লক্ষণীয় গতিতে এগিয়ে যাওয়ার কারণে, টিআরএমবিএল আত্মবিশ্বাসী যে, বাংলাদেশ সরকার স্থিতিশীল ও সুরক্ষিত শিল্প প্রবৃদ্ধিতে ক্রমবর্ধমান অবদান রাখছে। উন্নয়নের পরবর্তী পর্যায়ে, টিআরএমবিএল এর লক্ষ্য এই দেশকে ছাড়িয়ে উপ-মহাদেশ, দক্ষিণ পূর্ব এবং পূর্ব পূর্ব এশীয় দেশগুলোর গ্রাহকদের কাছে সেবা পৌঁছানো। - সংবাদ বিজ্ঞপ্তি।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০ , ১৮ মহররম ১৪৪২, ২২ ভাদ্র ১৪২৭

টিআরএমবিএল পরিচালনা বোর্ডের উপদেষ্টা হলেন প্রবীণ ব্যাংকার আনিস এ খান

টাইসার রিস্ক ম্যানেজমেন্ট (বাংলাদেশ) লিমিটেডের (টিআরএমবিএল) পরিচালনা বোর্ডের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন প্রবীণ ব্যাংকার আনিস এ খান। বোর্ডের উপদেষ্টা হিসাবে গত ১ সেপ্টেম্বর তাকে নিয়োগের কথা ঘোষণা করা হয়। টিআরএমবিএলে তার ব্যাংকিং ও অর্থনৈতিক খাতে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগাবেন আনিস এ খান। ।

আনিস এ খান ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) ফেলো। ব্যাংকিং খাতে তার ৩৭ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি এএনজেড গ্রিনলেজ ব্যাংক, স্ট্যান্ডার চার্টার্ড ব্যাংকে দেশে বিদেশে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি আইডিএলসি ফাইন্যান্স লিমিডেটের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ৬ বছর কাজ করেছেন। তিনি বাংলাদেশ লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন। তিনি ২০০৯ সালে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকে ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে যোগ দেন এবং ২০১৯ সালে অবসর গ্রহণ করেন। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক তার অধীনে ১০ বছরে ব্যবসার শীর্ষে পৌঁছে যায়। তিনি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি, ঢাকা (এমসিসিআই)-এর ভাইস প্রেসিডেন্ট। ব্যাংকিং খাতে কাজ করে তিনি বেশকিছু বিশেষ পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন।

টাইসার রিস্ক ম্যানেজমেন্ট (বাংলাদেশ) লিমিটেডে উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আনিস এ খান বলেন, উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়ে আমি সম্মানিত এবং উজ্জীবিত। বাংলাদেশের ব্যবসায়িক ঝুঁকি মোকাবিলায়, বিশেষ করে করোনাভাইরাস মহামারী মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে আমি অবদান রাখার চেষ্টা করব।

টাইসার রিস্ক ম্যানেজমেন্ট (বাংলাদেশ) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্ট সিডেনহ্যাম বলেন, আনিস এ খানকে পেয়ে আমরা গর্বিত এবং উজ্জীবিত। ব্যাংকিং খাতে তার যে অভিজ্ঞতা তা আমাদের টিমকে আরও শক্তিশালী করবে।

ঢাকাভিত্তিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান টাইসার রিস্ক ম্যানেজমেন্ট (বাংলাদেশ) লিমিটেড (টিআরএমবিএল) ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। এটি শুধু স্থানীয় বীমা খাতকে সেবা দেয়ার জন্য প্রতিষ্ঠিত হয়নি, এটি আন্তর্জাতিক, বহুজাতিক এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের সেবা দেয়ার জন্য কাজ করছে।

সামনের বছরগুলোতে এবং দেশের অভ্যন্তরে আরও উন্নয়নের সঙ্গে লক্ষণীয় গতিতে এগিয়ে যাওয়ার কারণে, টিআরএমবিএল আত্মবিশ্বাসী যে, বাংলাদেশ সরকার স্থিতিশীল ও সুরক্ষিত শিল্প প্রবৃদ্ধিতে ক্রমবর্ধমান অবদান রাখছে। উন্নয়নের পরবর্তী পর্যায়ে, টিআরএমবিএল এর লক্ষ্য এই দেশকে ছাড়িয়ে উপ-মহাদেশ, দক্ষিণ পূর্ব এবং পূর্ব পূর্ব এশীয় দেশগুলোর গ্রাহকদের কাছে সেবা পৌঁছানো। - সংবাদ বিজ্ঞপ্তি।