বশেমুরবিপ্রবি’র কম্পিউটার চুরির ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে। গত রোববার সন্ধ্যায় তদন্ত কমিটির সকল সদস্যের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদন জমা দেয়ার বিষয় নিশ্চিত করে তদন্ত কমিটির প্রধান মো. আব্দুল কুদ্দুস মিয়া বলেন, আমরা ৭ সদস্য সফলভাবে তদন্ত কাজ সম্পন্ন করেছি। এ প্রতিবেদনের আলোকে প্রকৃত অপরাধীরা শাস্তির আওতায় আসবে বলে আশা করছি । চুরি যাওয়া ৪৯টি কম্পিউটারের মধ্যে ৩৪ টি উদ্ধার হয়েছে। আমাদের অবশিষ্ট ১৫ টি কম্পিউটারও উদ্ধার হবে। তিনি গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশা করছি। প্রসঙ্গত, গত ২৬ জুলাই বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ ৭ জনকে গ্রেফতার করেছে। এছাড়া ঢাকার একটি হোটেল থেকে ৩৪টি কম্পিউটার উদ্ধার করেছে।

আরও খবর
সময়-অর্থ-শ্রম সাশ্রয়ী রাইস ট্রান্সপ্লান্টারে আগ্রহ বাড়ছে চাষির
বদরগঞ্জের কলা এখন রাজধানীর বাজারে
বগুড়ায় বজ্রাঘাতে বাবা-ছেলের মৃত্যু
ঝিনাইগাতীতে অজ্ঞাত নারীর মৃতদেহ
জগন্নাথপুরে দু’পক্ষে সংঘর্ষে আহত ৫
মহেশপুরে ফেনসিডিল গ্রেফতার একজন
ভাণ্ডারিয়ায় ইয়াবা গ্রেফতার এক
গ্রামবাসীদের সহযোগিতায় শ্মশানের জমি উদ্ধার
বাঁশখালীতে দুর্বৃত্তের আগুনে পুড়ল ২শ’বর্ষী মন্দিরের পূজিত বটগাছ
নানা অভিযোগে কুষ্টিয়া যুবলীগের কমিটি বিলুপ্ত
বগুড়ায় ছাত্রের মরদেহ উদ্ধার
তাড়াশ-বারুহাস বাইপাস সড়কে বড় বড় গর্ত ! নিত্য দুর্ঘটনা
শহীদ সুরেন্দ্র মোহন’র ভাঙা স্মৃতিফলক দুই মাসেও সংস্কার হয়নি
চৌগাছায় কৃত্রিম সঙ্কটে ভর্তুকির সার বেশি দামে বিক্রির অভিযোগ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০ , ১৮ মহররম ১৪৪২, ২২ ভাদ্র ১৪২৭

বশেমুরবিপ্রবি’র কম্পিউটার চুরির ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

নিজস্ব বার্তা পরিবেশক, গোপালগঞ্জ

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে। গত রোববার সন্ধ্যায় তদন্ত কমিটির সকল সদস্যের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদন জমা দেয়ার বিষয় নিশ্চিত করে তদন্ত কমিটির প্রধান মো. আব্দুল কুদ্দুস মিয়া বলেন, আমরা ৭ সদস্য সফলভাবে তদন্ত কাজ সম্পন্ন করেছি। এ প্রতিবেদনের আলোকে প্রকৃত অপরাধীরা শাস্তির আওতায় আসবে বলে আশা করছি । চুরি যাওয়া ৪৯টি কম্পিউটারের মধ্যে ৩৪ টি উদ্ধার হয়েছে। আমাদের অবশিষ্ট ১৫ টি কম্পিউটারও উদ্ধার হবে। তিনি গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশা করছি। প্রসঙ্গত, গত ২৬ জুলাই বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ ৭ জনকে গ্রেফতার করেছে। এছাড়া ঢাকার একটি হোটেল থেকে ৩৪টি কম্পিউটার উদ্ধার করেছে।