আবার রোশন-পরীমনি জুটি

রোশান-পরীমনি জুটির অন্যতম ছবি ‘রক্ত’। ছবিটি মুক্তি পায় ২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে। আবার নতুন ছবিতে জুটি হয়েছেন তারা। সরকারি অনুদানের ছবি এটি। ছবির নাম ‘মুখোশ’। আর এটি পরিচালনা করবেন ইফতেখার শুভ। ৬ সেপ্টেম্বর অমর নায়ক সালমান শাহের ২৪তম মৃত্যুবার্ষিকীকে। স্মরণে রাখতে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই প্রজন্মের নায়ক রোশান। নির্মাতা ইফতেখার শুভ জানালেন, ছবিটির নায়িকা হিসেবে আগেই চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। রবিবার সন্ধ্যায় হলেন রোশান। ৬ সেপ্টেম্বর সালমান শাহকে স্মরণ করে চুক্তির দিনটা নির্ধারণ করেছিলাম। কারণ রোশানের ভেতর আমি সালমান শাহ-এর সকল গুণাবলী খুঁজে পাই। ভবিষ্যৎ বলে দেবে, আমার এই ধারণার ফলাফল।’ জানা গেছে, রোশান নিজেও অকাল প্রয়াত সালমান শাহের অন্ধ ভক্ত ও অনুসারী। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে চলচ্চিত্রটি ‘লেখক’ নামে মনোনীত হলেও পরে নাম পরিবর্তন করে ‘মুখোশ’ চূড়ান্ত করেন এর নির্মাতা ইফতেখার শুভ। শুভ বলেন, ‘চলতি বছরের শেষের দিকে শুটিং শুরুর ইচ্ছা আছে। করোনার কারণে মহরত করা সম্ভব না হলেও ট্রেলার রিলিজ বা ফার্স্টলুক প্রোগ্রাম করার ইচ্ছা আছে।’ এর আগে টিভি পর্দার জন্য অনেক কাজ করলেও বড়পর্দার জন্য ইফতেখার শুভর প্রথম কাজ এটি। যার শুরুটাই হচ্ছে সরকারি অনুদান দিয়ে।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০ , ১৮ মহররম ১৪৪২, ২২ ভাদ্র ১৪২৭

আবার রোশন-পরীমনি জুটি

বিনোদন প্রতিবেদক |

image

রোশান-পরীমনি জুটির অন্যতম ছবি ‘রক্ত’। ছবিটি মুক্তি পায় ২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে। আবার নতুন ছবিতে জুটি হয়েছেন তারা। সরকারি অনুদানের ছবি এটি। ছবির নাম ‘মুখোশ’। আর এটি পরিচালনা করবেন ইফতেখার শুভ। ৬ সেপ্টেম্বর অমর নায়ক সালমান শাহের ২৪তম মৃত্যুবার্ষিকীকে। স্মরণে রাখতে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই প্রজন্মের নায়ক রোশান। নির্মাতা ইফতেখার শুভ জানালেন, ছবিটির নায়িকা হিসেবে আগেই চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। রবিবার সন্ধ্যায় হলেন রোশান। ৬ সেপ্টেম্বর সালমান শাহকে স্মরণ করে চুক্তির দিনটা নির্ধারণ করেছিলাম। কারণ রোশানের ভেতর আমি সালমান শাহ-এর সকল গুণাবলী খুঁজে পাই। ভবিষ্যৎ বলে দেবে, আমার এই ধারণার ফলাফল।’ জানা গেছে, রোশান নিজেও অকাল প্রয়াত সালমান শাহের অন্ধ ভক্ত ও অনুসারী। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে চলচ্চিত্রটি ‘লেখক’ নামে মনোনীত হলেও পরে নাম পরিবর্তন করে ‘মুখোশ’ চূড়ান্ত করেন এর নির্মাতা ইফতেখার শুভ। শুভ বলেন, ‘চলতি বছরের শেষের দিকে শুটিং শুরুর ইচ্ছা আছে। করোনার কারণে মহরত করা সম্ভব না হলেও ট্রেলার রিলিজ বা ফার্স্টলুক প্রোগ্রাম করার ইচ্ছা আছে।’ এর আগে টিভি পর্দার জন্য অনেক কাজ করলেও বড়পর্দার জন্য ইফতেখার শুভর প্রথম কাজ এটি। যার শুরুটাই হচ্ছে সরকারি অনুদান দিয়ে।