লাইকির সঙ্গে রবির চুক্তি

শর্ট ভিডিও তৈরির প্ল্যাটফর্ম লাইকি দেশের মোবাইল অপারেটর কোম্পানি রবির সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে রবি গ্রাহকরা সাশ্রয়ী মূল্যের সিঙ্গাপুরভিত্তিক লাইকি অ্যাপ ব্যবহার করতে পারবেন। প্রতিষ্ঠার তৃতীয় বর্ষপূর্তিতে লাইকি বাংলাদেশি কোন কোম্পানির সঙ্গে যৌথ এ অফার ঘোষণা করলো। এ চুক্তির অংশ হিসেবে রবি বাংলাদেশের লাইকি ব্যবহারকারী গ্রাহকদের জন্য আকর্ষণীয় ডেটা প্যাকেজ সরবারহ করবে, যা রবির বর্তমান অন্যান্য প্যাকেজের চেয়ে ৩০ শতাংশ কম। মাই রবি অ্যাপে লাইকির এ বিশেষ ডেটা প্যাক অফার সরবারহ করবে। লাইকির মুখপাত্র বলেন, তরুণদের পছন্দ অনুযায়ী বিনোদনমূলক কনটেন্ট সরবারহের জন্য জনপ্রিয় অ্যাপ লাইকি। অ্যাপটি বিশেষ ধরনের ইফেক্ট ও ফিল্টার ব্যবহার করে ভিডিওকে আকর্ষণীয়, মজাদার ও আনন্দদায়ক করে উপস্থাপন করে। তারুণ্য প্রধান দেশ হিসেবে বাংলাদেশের তরুণদের মধ্যে লাইকি নিজ বৈশিষ্ট্যগুণে পছন্দের সোশ্যাল মিডিয়া অ্যাপ হিসেবে জায়গা করে নিয়েছে। রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম বলেন, বিশ্বে এখন সোশ্যাল মিডিয়ায় জয়গান চলছে। বৈশ্বিক সে ধারায় বাংলাদেশের তরুণদের অংশগ্রহণ বাড়াতে এমন একটি অ্যাপের প্রয়োজন। দেশের শীর্ষ মোবাইল ফোন নেটওয়ার্ক হিসেবে গ্রাহকদের সে ধারায় যুক্ত করা আমাদের কর্তব্য। লাইকির সঙ্গে চুক্তি তারই প্রতিফলন। সংবাদ বিজ্ঞপ্তি।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০ , ১৮ মহররম ১৪৪২, ২২ ভাদ্র ১৪২৭

লাইকির সঙ্গে রবির চুক্তি

image

শর্ট ভিডিও তৈরির প্ল্যাটফর্ম লাইকি দেশের মোবাইল অপারেটর কোম্পানি রবির সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে রবি গ্রাহকরা সাশ্রয়ী মূল্যের সিঙ্গাপুরভিত্তিক লাইকি অ্যাপ ব্যবহার করতে পারবেন। প্রতিষ্ঠার তৃতীয় বর্ষপূর্তিতে লাইকি বাংলাদেশি কোন কোম্পানির সঙ্গে যৌথ এ অফার ঘোষণা করলো। এ চুক্তির অংশ হিসেবে রবি বাংলাদেশের লাইকি ব্যবহারকারী গ্রাহকদের জন্য আকর্ষণীয় ডেটা প্যাকেজ সরবারহ করবে, যা রবির বর্তমান অন্যান্য প্যাকেজের চেয়ে ৩০ শতাংশ কম। মাই রবি অ্যাপে লাইকির এ বিশেষ ডেটা প্যাক অফার সরবারহ করবে। লাইকির মুখপাত্র বলেন, তরুণদের পছন্দ অনুযায়ী বিনোদনমূলক কনটেন্ট সরবারহের জন্য জনপ্রিয় অ্যাপ লাইকি। অ্যাপটি বিশেষ ধরনের ইফেক্ট ও ফিল্টার ব্যবহার করে ভিডিওকে আকর্ষণীয়, মজাদার ও আনন্দদায়ক করে উপস্থাপন করে। তারুণ্য প্রধান দেশ হিসেবে বাংলাদেশের তরুণদের মধ্যে লাইকি নিজ বৈশিষ্ট্যগুণে পছন্দের সোশ্যাল মিডিয়া অ্যাপ হিসেবে জায়গা করে নিয়েছে। রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম বলেন, বিশ্বে এখন সোশ্যাল মিডিয়ায় জয়গান চলছে। বৈশ্বিক সে ধারায় বাংলাদেশের তরুণদের অংশগ্রহণ বাড়াতে এমন একটি অ্যাপের প্রয়োজন। দেশের শীর্ষ মোবাইল ফোন নেটওয়ার্ক হিসেবে গ্রাহকদের সে ধারায় যুক্ত করা আমাদের কর্তব্য। লাইকির সঙ্গে চুক্তি তারই প্রতিফলন। সংবাদ বিজ্ঞপ্তি।