চাকরির নামে প্রতারণা : ৫ জন গ্রেফতার

মূল হোতা পলাতক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে চাকরি দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃতরা হলো, গোলাম মাজেদ, নারায়ন সরকার, মেহেদী, ইমতিয়াজ ও এনায়েত উল্লাহ। গত রোববার রাতে রাজধানীর বনানীর ২৭ নম্বর রোডের এ-ব্লকের ৪৫ নম্বর বাড়িতে অবস্থিত এশিয়ান ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নামক প্রতিষ্ঠান থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় ওই অফিস থেকে, চাকরি প্রার্থীদের কাছ থেকে নেয়া বিভিন্ন ব্যাংকের চেক, ৩০ হাজার ৫০০ টাকা, ২৪টি ভুয়া মেডিকেল রিপোর্ট, ভুয়া ডাক্তারসহ বিভিন্ন নামের ১০টি সিল, ৫৮টি বায়োডাটা, ১২০টি মেডিকেল রিকুইজিশন সিøপ, ৩৭টি পাসপোর্ট, তৃতীয় টার্মিনালে চাকরির ভুয়া ওয়ার্ক অর্ডার উদ্ধার করা হয়েছে।

সিআইডি বলছে, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আশরাফ খান ওরফে সুলতান মাহমুদ দীর্ঘদিন ধরে ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এজন্য রাজধানীতে বেশ কয়েকটি অফিস ও নিজস্ব মেডিকেল চেক-আপ সেন্টারও গড়ে তুলেছে সে।

সিআইডির গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জিসানুল হক জানান, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। এদের মূলহোতা আশরাফ খান ওরফে সুলতান মাহমুদ পলাতক রয়েছে। এরা মূলত অনলাইনে চাকরির ভুয়া নিয়োগপত্র দেখিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। এ বিষয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আশরাফ খানকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

আরও খবর
সামরিক অভিধান থেকে ‘মার্শাল ল’ শব্দটি বাদ দিন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী আজ জিসিএ’র আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করবেন
চসিকে অর্থ আত্মসাৎকারী কর্মকর্তাদের পদোন্নতি
আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস
দক্ষিণে ইলিশের মোকামে বরফ ও জ্বালানি সংকট
বিশ্ব র‌্যাংকিংয়ে স্থান পেতে ন্যাশনাল রিসার্চ কাউন্সিল প্রতিষ্ঠা করা হবে : ইউজিসি
গণপূর্তের প্রধান প্রকৌশলীর সম্পদ অনুসন্ধানে দুদক
চার্জশিটের ৭ বছর পর মামলা পুনঃতদন্তের আবেদন
খাদ্য কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ঢাকা ওয়াসার দুই প্রকৌশলীর বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ
সিলেটে শ্রমিক নেতাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
তীর পুনর্দখল উচ্ছেদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০ , ১৮ মহররম ১৪৪২, ২২ ভাদ্র ১৪২৭

শাহজালাল টার্মিনাল

চাকরির নামে প্রতারণা : ৫ জন গ্রেফতার

মূল হোতা পলাতক

নিজস্ব বার্তা পরিবেশক |

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে চাকরি দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃতরা হলো, গোলাম মাজেদ, নারায়ন সরকার, মেহেদী, ইমতিয়াজ ও এনায়েত উল্লাহ। গত রোববার রাতে রাজধানীর বনানীর ২৭ নম্বর রোডের এ-ব্লকের ৪৫ নম্বর বাড়িতে অবস্থিত এশিয়ান ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নামক প্রতিষ্ঠান থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় ওই অফিস থেকে, চাকরি প্রার্থীদের কাছ থেকে নেয়া বিভিন্ন ব্যাংকের চেক, ৩০ হাজার ৫০০ টাকা, ২৪টি ভুয়া মেডিকেল রিপোর্ট, ভুয়া ডাক্তারসহ বিভিন্ন নামের ১০টি সিল, ৫৮টি বায়োডাটা, ১২০টি মেডিকেল রিকুইজিশন সিøপ, ৩৭টি পাসপোর্ট, তৃতীয় টার্মিনালে চাকরির ভুয়া ওয়ার্ক অর্ডার উদ্ধার করা হয়েছে।

সিআইডি বলছে, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আশরাফ খান ওরফে সুলতান মাহমুদ দীর্ঘদিন ধরে ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এজন্য রাজধানীতে বেশ কয়েকটি অফিস ও নিজস্ব মেডিকেল চেক-আপ সেন্টারও গড়ে তুলেছে সে।

সিআইডির গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জিসানুল হক জানান, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। এদের মূলহোতা আশরাফ খান ওরফে সুলতান মাহমুদ পলাতক রয়েছে। এরা মূলত অনলাইনে চাকরির ভুয়া নিয়োগপত্র দেখিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। এ বিষয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আশরাফ খানকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।