সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে শেয়ারবাজারে

গত সোমবারের মতো গতকালও উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, গতকাল ডিএসইতে ডিএসইএক্স ১৯.১৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭৮.৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.৫১ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১০.৩১ পয়েন্ট এবং নতুন চালু হওয়া সিডিএসইটি সূচক ৫.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৫০.২০, ১৭৩৪.২৩ ও ১০১২.০৮ পয়েন্টে। ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ১৯০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট যা আগের দিন থেকে ২১৪ কোটি ৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৯৭৬ কোটি ১২ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৬টির বা ৪৩.৬৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৬৮টির বা ৪৭.০৫ শতাংশের এবং ৩৩টি বা ৯.২৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৩.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২১৯.৫৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ১৩৫টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর। গতকাল সিএসইতে ৩৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৭৪ লাখ ৬৬ হাজার ৫৯০টি শেয়অর ৯০ বার হাতবদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৫ কোটি ১০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৯ কোটি ৮ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৮ কোটি ৫৯ লাখ ৭৫ হাজার টাকার বারাকা পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার।

এছাড়া স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৫ লাখ ৫ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ২৫ লাখ ৪২ হাজার টাকার, এসকে ট্রিমসের ৫ কোটি ২৩ লাখ ৯ হাজার টাকার, সি পার্লের ৩০ লাখ ১০ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৫ লাখ ৩৪ হাজার টাকার, প্রাইম ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ১০ লাখ ৮ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৭৯ লাখ ৮০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৩১ লাখ ৫০ হাজার টাকার, কেঅ্যান্ডকিউয়ের ৪৯ লাখ টাকার, ইনটেকের ৫১ লাখ ৭৬ হাজার টাকার, গ্রামীণফোনের ১৫ লাখ ৫০ হাজার টাকার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৩৬ হাজার টাকার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৫ লাখ ৩০ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ১ কোটি ৩ লাখ ৩৭ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৬ লাখ ৬৭ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ১ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকার এবং আমরা টেকনোলজিসের ৬ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০ , ১৯ মহররম ১৪৪২, ২১ ভাদ্র ১৪২৭

সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে শেয়ারবাজারে

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

image

গত সোমবারের মতো গতকালও উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, গতকাল ডিএসইতে ডিএসইএক্স ১৯.১৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭৮.৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.৫১ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১০.৩১ পয়েন্ট এবং নতুন চালু হওয়া সিডিএসইটি সূচক ৫.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৫০.২০, ১৭৩৪.২৩ ও ১০১২.০৮ পয়েন্টে। ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ১৯০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট যা আগের দিন থেকে ২১৪ কোটি ৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৯৭৬ কোটি ১২ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৬টির বা ৪৩.৬৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৬৮টির বা ৪৭.০৫ শতাংশের এবং ৩৩টি বা ৯.২৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৩.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২১৯.৫৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ১৩৫টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর। গতকাল সিএসইতে ৩৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৭৪ লাখ ৬৬ হাজার ৫৯০টি শেয়অর ৯০ বার হাতবদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৫ কোটি ১০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৯ কোটি ৮ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৮ কোটি ৫৯ লাখ ৭৫ হাজার টাকার বারাকা পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার।

এছাড়া স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৫ লাখ ৫ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ২৫ লাখ ৪২ হাজার টাকার, এসকে ট্রিমসের ৫ কোটি ২৩ লাখ ৯ হাজার টাকার, সি পার্লের ৩০ লাখ ১০ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৫ লাখ ৩৪ হাজার টাকার, প্রাইম ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ১০ লাখ ৮ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৭৯ লাখ ৮০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৩১ লাখ ৫০ হাজার টাকার, কেঅ্যান্ডকিউয়ের ৪৯ লাখ টাকার, ইনটেকের ৫১ লাখ ৭৬ হাজার টাকার, গ্রামীণফোনের ১৫ লাখ ৫০ হাজার টাকার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৩৬ হাজার টাকার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৫ লাখ ৩০ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ১ কোটি ৩ লাখ ৩৭ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৬ লাখ ৬৭ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ১ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকার এবং আমরা টেকনোলজিসের ৬ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।