ওয়ান স্টপ সেবার জন্য বিডার সঙ্গে বিদ্যুতের চার প্রতিষ্ঠানের চুক্তি

ওয়ান স্টপ সেবা দেয়ার লক্ষ্যে বিদ্যুতে চারটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। গতকাল বিডার প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এই চুক্তি স্বাক্ষর হয়। বিডা’র অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে ৪টি সেবা প্রদানকারী সংস্থা যথা- বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সিস্টেমের ইন্টিগ্রেশনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এ সময়ে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম মহোদয় বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে চলছে বাংলাদেশ। আর আন্তর্জাতিক মানের বিনিয়োগ সেবার মাধ্যমেই তা করা সম্ভব, এই জন্য আমাদের বিনিয়োগ সেবাকে আরও সহজ স্বচ্ছ দ্রুত এবং উন্নত করতে হবে, যাতে বিনিয়োগকারী সহজেই একই জায়গা থেকে সেবাগুলো পেতে পারেন। আর সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বিডা। শুধু সমঝোতা স্মারক স্বাক্ষর নয়, দ্রুত এর বাস্তবায়ন ঘটিয়ে সেবা প্রদান করতে বিডা বদ্ধপরিকর। আজকের সমঝোতা স্মারকের ইন্টিগ্রেশন বাস্তবায়নের ফলে দেশি বিদেশি বিনিয়োগকারীরা অতি দ্রুত নতুন বিদ্যুৎ সংযোগ পাবেন।

উল্লেখ্য, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সেবা অনলাইনে প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ গত ১৬ সেপ্টেম্বর, ২০১৮ খ্রিস্টাব্দ তারিখ বিজনেস অটোমেশন লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। তার প্রেক্ষিতে বিডা বিগত ২৪ ফ্রেরুয়ারি ২০১৯ খ্রি. অনলাইনভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের কার্যক্রম চালু করেছে। আলোচ্য ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে ৩৫টি সেবা প্রদানকারী সংস্থার ১৫৪টির ও বেশি সেবা প্রদান করা সম্ভব হবে।

বর্তমানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে সেবা প্রদানের লক্ষ্যে আজকের ৪টি সংস্থাসহ সর্বমোট ২০টি সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক (গড়) স্বাক্ষর করেছে । উল্লেখ্য, বিগত ২৪ ফ্রেরুয়ারি ২০১৯ খ্রি. তারিখ চালুকৃত অনলাইনভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে প্রাথমিকভাবে বিনিয়োগকারীদের বর্তমানে ৭ টি সংস্থার ২১টি সেবা প্রদান করা হচ্ছে এবং ইতোপূর্বে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রেক্ষিতে আরও ৪৫টি সেবা অনলাইনভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে প্রদান করার জন্য ইন্টিগ্রেশনের কার্যক্রম চলমান রয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মহা পরিচালক মো. ওহিদুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন ও পরিচালক জীবন কৃষ্ণ সাহা রয় ওএসএস বর্তমান তথ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপনা করেন। এছাড়াও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ড. সুলতান আহমেদ (সচিব, সচিব. বিদ্যুৎ বিভাগ. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়), মেজর জেনারেল মইন উদ্দিন (অব.), চেয়ারম্যান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বিকাশ দেওয়ান, (ব্যবস্থাপনা পরিচালক ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), জাকিউল ইসলাম, (ব্যবস্থাপনা পরিচালক নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড) ও মো. শফিক উদ্দিন, (ব্যবস্থাপনা পরিচালক ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) স্মাক্ষরিত সমঝোতা স্মারকের বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। এ সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০ , ১৯ মহররম ১৪৪২, ২১ ভাদ্র ১৪২৭

ওয়ান স্টপ সেবার জন্য বিডার সঙ্গে বিদ্যুতের চার প্রতিষ্ঠানের চুক্তি

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

image

ওয়ান স্টপ সেবা দেয়ার লক্ষ্যে বিদ্যুতে চারটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। গতকাল বিডার প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এই চুক্তি স্বাক্ষর হয়। বিডা’র অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে ৪টি সেবা প্রদানকারী সংস্থা যথা- বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সিস্টেমের ইন্টিগ্রেশনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এ সময়ে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম মহোদয় বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে চলছে বাংলাদেশ। আর আন্তর্জাতিক মানের বিনিয়োগ সেবার মাধ্যমেই তা করা সম্ভব, এই জন্য আমাদের বিনিয়োগ সেবাকে আরও সহজ স্বচ্ছ দ্রুত এবং উন্নত করতে হবে, যাতে বিনিয়োগকারী সহজেই একই জায়গা থেকে সেবাগুলো পেতে পারেন। আর সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বিডা। শুধু সমঝোতা স্মারক স্বাক্ষর নয়, দ্রুত এর বাস্তবায়ন ঘটিয়ে সেবা প্রদান করতে বিডা বদ্ধপরিকর। আজকের সমঝোতা স্মারকের ইন্টিগ্রেশন বাস্তবায়নের ফলে দেশি বিদেশি বিনিয়োগকারীরা অতি দ্রুত নতুন বিদ্যুৎ সংযোগ পাবেন।

উল্লেখ্য, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সেবা অনলাইনে প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ গত ১৬ সেপ্টেম্বর, ২০১৮ খ্রিস্টাব্দ তারিখ বিজনেস অটোমেশন লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। তার প্রেক্ষিতে বিডা বিগত ২৪ ফ্রেরুয়ারি ২০১৯ খ্রি. অনলাইনভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের কার্যক্রম চালু করেছে। আলোচ্য ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে ৩৫টি সেবা প্রদানকারী সংস্থার ১৫৪টির ও বেশি সেবা প্রদান করা সম্ভব হবে।

বর্তমানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে সেবা প্রদানের লক্ষ্যে আজকের ৪টি সংস্থাসহ সর্বমোট ২০টি সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক (গড়) স্বাক্ষর করেছে । উল্লেখ্য, বিগত ২৪ ফ্রেরুয়ারি ২০১৯ খ্রি. তারিখ চালুকৃত অনলাইনভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে প্রাথমিকভাবে বিনিয়োগকারীদের বর্তমানে ৭ টি সংস্থার ২১টি সেবা প্রদান করা হচ্ছে এবং ইতোপূর্বে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রেক্ষিতে আরও ৪৫টি সেবা অনলাইনভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে প্রদান করার জন্য ইন্টিগ্রেশনের কার্যক্রম চলমান রয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মহা পরিচালক মো. ওহিদুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন ও পরিচালক জীবন কৃষ্ণ সাহা রয় ওএসএস বর্তমান তথ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপনা করেন। এছাড়াও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ড. সুলতান আহমেদ (সচিব, সচিব. বিদ্যুৎ বিভাগ. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়), মেজর জেনারেল মইন উদ্দিন (অব.), চেয়ারম্যান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বিকাশ দেওয়ান, (ব্যবস্থাপনা পরিচালক ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), জাকিউল ইসলাম, (ব্যবস্থাপনা পরিচালক নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড) ও মো. শফিক উদ্দিন, (ব্যবস্থাপনা পরিচালক ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) স্মাক্ষরিত সমঝোতা স্মারকের বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। এ সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।