বরিশালে দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

বরিশাল মেট্রোপলিটান পুলিশের কমিশনার মো. শাহবুদ্দিন খান ক্ষমতার অপব্যবহার করায় কোতোয়ালি মডেল থানায় কর্মরত দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন। বরখাস্তকৃতরা হলেনÑ উপ-পরিদর্শক (এস.আই) বশির আহমেদ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শরীফ। গত সোমবার রাতে তাদের সাময়িক সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়েছে।

দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সঠিক কারণ যায়নি। চাঁদাবাজির অভিযোগে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। বর্তমান সময়ে নগরীতে আলোচিত ঘটনা দলিল লেখক রিয়াজের স্ত্রী আমিনা বেগম লিজাকে নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ রয়েছে উপ-পরিদর্শক বশির আহমেদের বিরুদ্ধে।

দুই পুলিশ কর্মকর্তার সাময়িক বরখাস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মো. রাসেল। তাদের বিরুদ্ধে অভিযোগ জানতে চাইলে সহকারী কমিশনার বলেন, নির্ধারিত এলাকার বাইরে গিয়ে তারা দায়িত্ব পালন ও ক্ষমতার অপব্যবহার করেছেন। বিভাগীয় তদন্তে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৮ এপ্রিল রাতে বরিশাল সদর উপজেলার বুখাইনগর গ্রামে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় দলিল লেখক রিয়াজকে কুপিয়ে হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন উপ-পরিদর্শক বশির আহমেদ। ২০ এপ্রিল নিহতের স্ত্রী লিজা পরকিয়া প্রেমিক মাসুমকে নিয়ে স্বামী হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দেয়। পরবর্তীতে নগর গোয়েন্দা পুলিশের অধিকতর তদন্তে গ্রেফতার হওয়া তিন যুবক ২৮ আগস্ট স্বীকারোক্তি দিয়ে বলেছে, ঘরে চুরি করতে ঢুকলে রিয়াজ জেগে ওঠায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লিজার অভিযোগ, উপ-পরিদর্শক বশির আহমেদ তাকে অমানুষিক নির্যাতন করে আদালতে জবানবন্দি দিতে বাধ্য করেছিল।

আরও খবর
গ্রামীণ অর্থনীতি পুনরুদ্ধারই বড় চ্যালেঞ্জ
প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি শুরুর নির্দেশনা
রোহিঙ্গাদের দেখামাত্র গুলির নির্দেশ ছিল
পাওয়ার গ্রিডে আগুন, ময়মনসিংহ বিভাগ বিদ্যুৎহীন
মৃত্যু আরও ৩৬ শনাক্ত ১৮২৯ জন
১২ সেপ্টেম্বর থেকে ট্রেনের টিকিট কাউন্টারে বিক্রি
একাদশ শ্রেণীতে সর্বোচ্চ ভর্তি ফি ৫,০০০ টাকা নির্ধারণ
‘চুরি করতে গিয়ে ইউএনও’র ওপর হামলা বিশ্বাসযোগ্য নয়’
তদন্ত প্রতিবেদন ৭৪ বারের মতো পেছালো
মিলল আরও একটি লিকেজ
দেড়মাস পর রহস্য উদ্ঘাটন, খুনি বাবা-দাদা ও সৎমাসহ ৪ জন গ্রেফতার
ওসি প্রদীপের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতন মামলা
মৃতের সংখ্যা ২৮, চিকিৎসাধীন ৮ জনের অবস্থাও আশঙ্কাজনক

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০ , ১৯ মহররম ১৪৪২, ২১ ভাদ্র ১৪২৭

ক্ষমতার অপব্যবহার

বরিশালে দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

বরিশাল মেট্রোপলিটান পুলিশের কমিশনার মো. শাহবুদ্দিন খান ক্ষমতার অপব্যবহার করায় কোতোয়ালি মডেল থানায় কর্মরত দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন। বরখাস্তকৃতরা হলেনÑ উপ-পরিদর্শক (এস.আই) বশির আহমেদ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শরীফ। গত সোমবার রাতে তাদের সাময়িক সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়েছে।

দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সঠিক কারণ যায়নি। চাঁদাবাজির অভিযোগে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। বর্তমান সময়ে নগরীতে আলোচিত ঘটনা দলিল লেখক রিয়াজের স্ত্রী আমিনা বেগম লিজাকে নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ রয়েছে উপ-পরিদর্শক বশির আহমেদের বিরুদ্ধে।

দুই পুলিশ কর্মকর্তার সাময়িক বরখাস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মো. রাসেল। তাদের বিরুদ্ধে অভিযোগ জানতে চাইলে সহকারী কমিশনার বলেন, নির্ধারিত এলাকার বাইরে গিয়ে তারা দায়িত্ব পালন ও ক্ষমতার অপব্যবহার করেছেন। বিভাগীয় তদন্তে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৮ এপ্রিল রাতে বরিশাল সদর উপজেলার বুখাইনগর গ্রামে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় দলিল লেখক রিয়াজকে কুপিয়ে হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন উপ-পরিদর্শক বশির আহমেদ। ২০ এপ্রিল নিহতের স্ত্রী লিজা পরকিয়া প্রেমিক মাসুমকে নিয়ে স্বামী হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দেয়। পরবর্তীতে নগর গোয়েন্দা পুলিশের অধিকতর তদন্তে গ্রেফতার হওয়া তিন যুবক ২৮ আগস্ট স্বীকারোক্তি দিয়ে বলেছে, ঘরে চুরি করতে ঢুকলে রিয়াজ জেগে ওঠায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লিজার অভিযোগ, উপ-পরিদর্শক বশির আহমেদ তাকে অমানুষিক নির্যাতন করে আদালতে জবানবন্দি দিতে বাধ্য করেছিল।