তিন জেলায় নতুন শনাক্ত ২১

কিশোরগঞ্জে ১২

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নতুন ১২ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন নতুন ১৬ জন। নতুন সুস্থ হয়েছেন ১৬ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার রাতে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাব থেকে পাওয়া ৯৪টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ৮ জন, কটিয়াদীতে ৩ জন, আর করিমগঞ্জে একজন আক্রান্ত হয়েছেন। পুরনো এক রোগী আর অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনাও পজেটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৮০টি নমুনা। সুস্থ হওয়া ১৬ জনের মধ্যে বাজিতপুরে ৭ জন, সদর উপজেলায় ৬ জন, ভৈরবে ২ জন, আর কুলিয়ারচরে একজন। মঙ্গলবার জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ১৬৩ জন।

ঝালকাঠিতে ২

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠিতে গত মঙ্গলবার পর্যন্ত সদর হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জসহ ২ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত ৬৬৭ জন আক্রান্ত হল। ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ২৪৩ জন, নলছিটি উপজেলায় ১৩৬ জন, রাজাপুর উপজেলায় ২১১ জন, ও কাঠালিয়া উপজেলায় ৭৭ জন। ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ৩২৯৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় এর মধ্যে ৩২১৩ জনের রিপোর্ট পাওয়া গেছে প্রাপ্ত রিপোর্টে ৬৬৭ জনের পজেটিভ ও ২৫০১ জনের নেগেটিভ পাওয়া যায়। বাতিল হয়েছে ৪৫। সুস্থ হয়েছেন ৪২৫ জন। মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ১৭ জন । হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২২০ জন, হাসপাতাল আইসোলেশনে রয়েছে ৫ জন। ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এই তথ্য প্রদান করেছেন।

চুয়াডাঙ্গায় ৭

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় আরও ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগের হাতে মঙ্গলবার রাতে ২৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন ৭ জন । নতুন ৭ জন আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ৩ জন, দামুড়হুদা উপজেলায় একজন এবং আলমডাঙ্গা উপজেলায় ৩ জন । এ নিয়ে জেলায় করোনা আক্রান্তে সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩১২ জন এবং সুস্থ হয়েছেন ৯৩২ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ , ২০ মহররম ১৪৪২, ২২ ভাদ্র ১৪২৭

তিন জেলায় নতুন শনাক্ত ২১

কিশোরগঞ্জে ১২

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নতুন ১২ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন নতুন ১৬ জন। নতুন সুস্থ হয়েছেন ১৬ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার রাতে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাব থেকে পাওয়া ৯৪টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ৮ জন, কটিয়াদীতে ৩ জন, আর করিমগঞ্জে একজন আক্রান্ত হয়েছেন। পুরনো এক রোগী আর অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনাও পজেটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৮০টি নমুনা। সুস্থ হওয়া ১৬ জনের মধ্যে বাজিতপুরে ৭ জন, সদর উপজেলায় ৬ জন, ভৈরবে ২ জন, আর কুলিয়ারচরে একজন। মঙ্গলবার জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ১৬৩ জন।

ঝালকাঠিতে ২

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠিতে গত মঙ্গলবার পর্যন্ত সদর হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জসহ ২ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত ৬৬৭ জন আক্রান্ত হল। ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ২৪৩ জন, নলছিটি উপজেলায় ১৩৬ জন, রাজাপুর উপজেলায় ২১১ জন, ও কাঠালিয়া উপজেলায় ৭৭ জন। ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ৩২৯৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় এর মধ্যে ৩২১৩ জনের রিপোর্ট পাওয়া গেছে প্রাপ্ত রিপোর্টে ৬৬৭ জনের পজেটিভ ও ২৫০১ জনের নেগেটিভ পাওয়া যায়। বাতিল হয়েছে ৪৫। সুস্থ হয়েছেন ৪২৫ জন। মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ১৭ জন । হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২২০ জন, হাসপাতাল আইসোলেশনে রয়েছে ৫ জন। ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এই তথ্য প্রদান করেছেন।

চুয়াডাঙ্গায় ৭

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় আরও ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগের হাতে মঙ্গলবার রাতে ২৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন ৭ জন । নতুন ৭ জন আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ৩ জন, দামুড়হুদা উপজেলায় একজন এবং আলমডাঙ্গা উপজেলায় ৩ জন । এ নিয়ে জেলায় করোনা আক্রান্তে সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩১২ জন এবং সুস্থ হয়েছেন ৯৩২ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়।