আজ এটিএম শামসুজ্জামান ও পপির জন্মদিন

বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, জীবন্ত কিংবদন্তি, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, কাহিনীকার, চলচ্চিত্র পরিচালক এটিএম শামসুজ্জামান ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপির আজ জন্মদিন। এটিএম শামসুজ্জামান দীর্ঘদিন যাবত অসুস্থাবস্থা থেকে বর্তমানে বেশ খানিকটা সুস্থ হয়ে উঠেছেন বলে জানান তার সহধর্মিণী রুনী জামান। রাজধানীর সূত্রাপুরের বাসাতেই নিরিবিলি পরিবেশে নিজের মতো করেই সময় কাটাচ্ছেন এটিএম শামসুজ্জামান। জন্মদিনের প্রসঙ্গ আসতেই এটিএম শামসুজ্জামান বলেন, ‘আমি কোনদিন জন্মদিন উদযাপন করিনি। কিন্তু দিনটিকে ঘিরে কীভাবে যেন একটি উৎসবের সৃষ্টি হয়ে যায়। গেল বছর আমার মেয়ের বাসায় ছিলাম, বসুন্ধরা আবাসিক এলাকাতে। গেল বছর চলচ্চিত্র নাটকের অনেকেই আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, শুভেচ্ছা জানাতে এসেছিলেন। কিন্তু এই বছর মনে হয় আর সেই সুযোগটা থাকল না। কারণ করোনার কারণে সবার মধ্যেই একটা ভয় আছে। আমার নিজেকেও অনেক সতর্ক থাকতে হচ্ছে, সচেতন থাকতে হচ্ছে। আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আমার ইচ্ছে করলেও কাউকে দেখার সুযোগ নেই। শুধু দূর থেকে সবার দোয়া চাই, ভালোবাসা চাই। আল্লাহ যেন সুস্থ রাখেন আমাকে, আমার পরিবারের সবাইকে। আর অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমার অসুস্থতার সময় তিনি আমার খবর রেখেছেন সবসময়, আমার পাশে দাঁড়িয়েছেন। তার জন্য আমি মন থেকে দোয়া করি তিনি যেন সুস্থ থাকেন ভালো থাকেন।’ এদিকে পপির এবারের জন্মদিন একটু ভিন্নভাবে কাটানোর ইচ্ছে থাকলেও করোনার কারণে তা আর করা হয়ে উঠছে না। করোনার কারণে এবারের জন্মদিন নিয়ে বিশেষ কোনই পরিকল্পনা নেই আমার। কারণ প্রতিদিনই করোনার কারণে অনেক মানুষ মারা যাচ্ছেন। আবার কিছুদিন আগে নারায়ণগঞ্জে মসজিদে গ্যাস বিস্ফোরণের কারণে অনেক মানুষ মারা গিয়েছেন। সবমিলিয়ে আসলে মনটাও ভালো নেই। যে কারণে নিজের জন্মদিন নিয়ে কিছুই ভাবছি না। শুধু সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। সবাই যার যার অবস্থানে সচেতন থাকুন, নিরাপদে থাকুন।’ এটিএম শামসুজ্জামান জানান, পূর্ণ সুস্থ না হয়ে উঠা পর্যন্ত এবং করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনি শুটিং-এ ফিরবেন না।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ , ২০ মহররম ১৪৪২, ২২ ভাদ্র ১৪২৭

আজ এটিএম শামসুজ্জামান ও পপির জন্মদিন

বিনোদন প্রতিবেদক |

image

বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, জীবন্ত কিংবদন্তি, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, কাহিনীকার, চলচ্চিত্র পরিচালক এটিএম শামসুজ্জামান ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপির আজ জন্মদিন। এটিএম শামসুজ্জামান দীর্ঘদিন যাবত অসুস্থাবস্থা থেকে বর্তমানে বেশ খানিকটা সুস্থ হয়ে উঠেছেন বলে জানান তার সহধর্মিণী রুনী জামান। রাজধানীর সূত্রাপুরের বাসাতেই নিরিবিলি পরিবেশে নিজের মতো করেই সময় কাটাচ্ছেন এটিএম শামসুজ্জামান। জন্মদিনের প্রসঙ্গ আসতেই এটিএম শামসুজ্জামান বলেন, ‘আমি কোনদিন জন্মদিন উদযাপন করিনি। কিন্তু দিনটিকে ঘিরে কীভাবে যেন একটি উৎসবের সৃষ্টি হয়ে যায়। গেল বছর আমার মেয়ের বাসায় ছিলাম, বসুন্ধরা আবাসিক এলাকাতে। গেল বছর চলচ্চিত্র নাটকের অনেকেই আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, শুভেচ্ছা জানাতে এসেছিলেন। কিন্তু এই বছর মনে হয় আর সেই সুযোগটা থাকল না। কারণ করোনার কারণে সবার মধ্যেই একটা ভয় আছে। আমার নিজেকেও অনেক সতর্ক থাকতে হচ্ছে, সচেতন থাকতে হচ্ছে। আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আমার ইচ্ছে করলেও কাউকে দেখার সুযোগ নেই। শুধু দূর থেকে সবার দোয়া চাই, ভালোবাসা চাই। আল্লাহ যেন সুস্থ রাখেন আমাকে, আমার পরিবারের সবাইকে। আর অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমার অসুস্থতার সময় তিনি আমার খবর রেখেছেন সবসময়, আমার পাশে দাঁড়িয়েছেন। তার জন্য আমি মন থেকে দোয়া করি তিনি যেন সুস্থ থাকেন ভালো থাকেন।’ এদিকে পপির এবারের জন্মদিন একটু ভিন্নভাবে কাটানোর ইচ্ছে থাকলেও করোনার কারণে তা আর করা হয়ে উঠছে না। করোনার কারণে এবারের জন্মদিন নিয়ে বিশেষ কোনই পরিকল্পনা নেই আমার। কারণ প্রতিদিনই করোনার কারণে অনেক মানুষ মারা যাচ্ছেন। আবার কিছুদিন আগে নারায়ণগঞ্জে মসজিদে গ্যাস বিস্ফোরণের কারণে অনেক মানুষ মারা গিয়েছেন। সবমিলিয়ে আসলে মনটাও ভালো নেই। যে কারণে নিজের জন্মদিন নিয়ে কিছুই ভাবছি না। শুধু সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। সবাই যার যার অবস্থানে সচেতন থাকুন, নিরাপদে থাকুন।’ এটিএম শামসুজ্জামান জানান, পূর্ণ সুস্থ না হয়ে উঠা পর্যন্ত এবং করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনি শুটিং-এ ফিরবেন না।