যুক্তরাষ্ট্রের নির্বাচন

স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ট্রাম্পের নির্বাচনী সমাবেশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প নর্থ ক্যারোলিনার উইন্সটন সালেমে কোন প্রকার স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই নির্বাচনী সমাবেশ করেছেন। ৮ সেপ্টেম্বর মাস্ক না পরেই সমাবেশে অংশ নেয় তিনি। স্থানীয় ভাবে ৫০ জনের অধিক মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা থাকলেও ট্রাম্পের সমাবেশে যোগ দেন কয়েকশ’ মানুষ। সমর্থকদের অনেকেই পরেননি মাস্ক। ওয়াল স্ট্রিট জার্নাল, এবিসি।

উইন্সটন সালেমে ট্রাম্পের সফরের তথ্য পেয়ে স্থানীয় কাউন্টি কমিশনের রিপাবলিকান চেয়ারপারসন ডেভ প্লাইলার আগেই তাকে মাস্ক পরার পরামর্শ দিয়েছিল ভাইরাস ঠেকাতে। উক্ত এলাকায় মাস্ক পরার নিয়ম চালু রেখে স্থানীয় সরকার ডেভ জার্নালকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘গভর্নর এ নির্দেশনা দিয়েছেন। আপনি যখন রোম যাবেন তখন রোমানদের মতো চলতে হবে। নর্থ ক্যারোলিনায় যাবেন তখন গভর্নর যা বলেন তা শুনতে হবে। ট্রাম্প যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও তিনি আমাদের কাউন্টির একজন অতিথি। এখানে মাস্ক না পরলে তিনি অসুস্থ হয়ে পড়তে পারেন এজন্য গভর্নরকে দায়ী করতে পারেন তিনি।’ ডেভের সে আহ্বানে সাড়া দেননি ট্রাম্প। মঙ্গলবারের সমাবেশে ট্রাম্প নিজে তো মাস্ক পরেনইনি, উল্টো ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন সামাজিক দূরত্বের নির্দেশনা মেনে চলছে দেখে তাকে নিয়ে হাসাহাসি করেছেন। সম্প্রতি বাইডেন ১টি স্কুলের জিমনেশিয়ামে সমাবেশ করতে সেখানে উপস্থিত সবাইকে সামাজিক দূরত্বের নির্দেশনা মেনে চলতে দেখা গিয়েছে। এ নিয়ে উপহাস করে ট্রাম্প বলেছেন, ‘আপনারা কখনও বৃত্ত আঁকা জিমনেশিয়াম দেখেছেন?’

ট্রাম্প এও বলেন, ‘ডেমোক্র্যাট শাসিত অঙ্গরাজ্যগুলোতে নিয়ম জারি রয়েছে-আপনি যদি প্রচারণা চালান তবে পাঁচজনের বেশি জড়ো হতে পারবেন না। আপনি দাঙ্গাবাজি করতে পারবেন, একজন আরেকজনের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকতে পারবেন। আপনাকে তা করতে দেয়া হবে কারণ আপনাকে সেখানে শান্তিপূর্ণ বিক্ষোভকারী বিবেচনা করা হচ্ছে।’ প্রতিবেদনের তথ্যমতে, ট্রাম্পের বক্তব্য ছিল অতিরঞ্জিত। যুক্তরাষ্ট্রে ৬৩ লাখেরও বেশি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছে। মৃত্যু ১ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে। শুধু নর্থ ক্যারোলিনাতে আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ৭৮ হাজার। অপরদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচন যত ঘনিয়ে আসছে ততোই ট্রাম্পের চারিত্রিক বৈশিষ্ট্যে চমক লক্ষ্য করা যাচ্ছে-এক্ষেত্রে রুশবিরোধী নেতা পুতিনের সমালোচক আলেক্সাই নাভালনিকে বিষ প্রয়োগের ঘটনায় মস্কোর ভূমিকা নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন নি¤œকক্ষ প্রতিনিধি পরিষধের ১টি প্যানেল এ বিষয়ে ৮ আগস্ট জানায়, রাশিয়ার নেতা নাভালনিকে বিষ দেয়া প্রমাণিত হওয়ায় যুক্তরাষ্ট্র খুবই উদ্বিগ্ন। এক চিঠিতে উদ্বেগ জানান কংগ্রেসের সদস্য মিশেল ম্যাককুল সহ কয়েকজন। ২০১৮ ফ্রান্স সফরের সময় ট্রাম্প বিশ্বযুদ্ধে নিহত ফ্রান্সের কবরস্থানে সমাহিত সেনাদের সম্পর্কে বলেছিলেন, ‘তারা পরাজিত ও প্রবঞ্চক।’

ট্রাম্প গু-া সর্দারদের মতো আচরণ করে এবং সব কৃষ্ণাঙ্গের সম্পর্কেই নিচু ধারণা পোষণ করেন। ট্রাম্পের নির্বাচনী প্রচারে আর্থিক নিয়ম ভঙ্গসহ একাধিক অপরাধে জেল খাটার সময় লেখা ‘ডিজলয়াল- এ মেমোয়ার’ বইতে লেখক কোহেন এসব অভিযোগ করেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। রিপাবলিকান ট্রাম্প দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা ও হিস্পানিকদের নিয়েও বর্ণবাদী মন্তব্য করেছেন বলে কোহেন তার নতুন এ আত্মজীবনীমূলক বইতে বলেছেন, বইতে সাবেক বসকে ‘প্রতারক, মিথ্যাবাদী, জালিয়াত, মাস্তান, বর্ণবাদী, নির্মম উৎপীড়ক ও ধোঁকাবাজ’ বলে আখ্যায়িত করেছেন তিনি। মঙ্গলবারই বইটি বাজারে আসছে। আমি কখনোই হিস্পানিকদের ভোট পাব না। কৃষ্ণাঙ্গদের মতো তারাও স্টুপিড। তারা আমার লোক নয়,’ রিপাবলিকান ট্রাম্প একবার এমনটা বলেছিলেন বলে দাবি তার সাবেক এ আইনজীবীর। কোহেন যে অভিযোগে কারাভোগ করেছিলেন, এর মধ্যে ২০১৬এ ট্রাম্পের সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছিল দাবি করা পর্নোস্টার স্টর্মি ডেনিয়েলসের মুখ বন্ধ রাখতে নির্বাচনী প্রচারণার তহবিল থেকে তাকে অর্থ দিয়ে নিয়ম ভঙ্গের ঘটনাও রয়েছে যুক্তরাষ্ট্রের এ প্রেসিডেন্টের নামে। তার নির্দেশেই স্টর্মিকে অর্থ দেয়া হয়েছিল বলে কোহেন দীর্ঘদিন দাবি করে এলেও ট্রাম্প তা অস্বীকার করে আসছেন।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ , ২০ মহররম ১৪৪২, ২২ ভাদ্র ১৪২৭

যুক্তরাষ্ট্রের নির্বাচন

স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ট্রাম্পের নির্বাচনী সমাবেশ

image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প নর্থ ক্যারোলিনার উইন্সটন সালেমে কোন প্রকার স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই নির্বাচনী সমাবেশ করেছেন। ৮ সেপ্টেম্বর মাস্ক না পরেই সমাবেশে অংশ নেয় তিনি। স্থানীয় ভাবে ৫০ জনের অধিক মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা থাকলেও ট্রাম্পের সমাবেশে যোগ দেন কয়েকশ’ মানুষ। সমর্থকদের অনেকেই পরেননি মাস্ক। ওয়াল স্ট্রিট জার্নাল, এবিসি।

উইন্সটন সালেমে ট্রাম্পের সফরের তথ্য পেয়ে স্থানীয় কাউন্টি কমিশনের রিপাবলিকান চেয়ারপারসন ডেভ প্লাইলার আগেই তাকে মাস্ক পরার পরামর্শ দিয়েছিল ভাইরাস ঠেকাতে। উক্ত এলাকায় মাস্ক পরার নিয়ম চালু রেখে স্থানীয় সরকার ডেভ জার্নালকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘গভর্নর এ নির্দেশনা দিয়েছেন। আপনি যখন রোম যাবেন তখন রোমানদের মতো চলতে হবে। নর্থ ক্যারোলিনায় যাবেন তখন গভর্নর যা বলেন তা শুনতে হবে। ট্রাম্প যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও তিনি আমাদের কাউন্টির একজন অতিথি। এখানে মাস্ক না পরলে তিনি অসুস্থ হয়ে পড়তে পারেন এজন্য গভর্নরকে দায়ী করতে পারেন তিনি।’ ডেভের সে আহ্বানে সাড়া দেননি ট্রাম্প। মঙ্গলবারের সমাবেশে ট্রাম্প নিজে তো মাস্ক পরেনইনি, উল্টো ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন সামাজিক দূরত্বের নির্দেশনা মেনে চলছে দেখে তাকে নিয়ে হাসাহাসি করেছেন। সম্প্রতি বাইডেন ১টি স্কুলের জিমনেশিয়ামে সমাবেশ করতে সেখানে উপস্থিত সবাইকে সামাজিক দূরত্বের নির্দেশনা মেনে চলতে দেখা গিয়েছে। এ নিয়ে উপহাস করে ট্রাম্প বলেছেন, ‘আপনারা কখনও বৃত্ত আঁকা জিমনেশিয়াম দেখেছেন?’

ট্রাম্প এও বলেন, ‘ডেমোক্র্যাট শাসিত অঙ্গরাজ্যগুলোতে নিয়ম জারি রয়েছে-আপনি যদি প্রচারণা চালান তবে পাঁচজনের বেশি জড়ো হতে পারবেন না। আপনি দাঙ্গাবাজি করতে পারবেন, একজন আরেকজনের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকতে পারবেন। আপনাকে তা করতে দেয়া হবে কারণ আপনাকে সেখানে শান্তিপূর্ণ বিক্ষোভকারী বিবেচনা করা হচ্ছে।’ প্রতিবেদনের তথ্যমতে, ট্রাম্পের বক্তব্য ছিল অতিরঞ্জিত। যুক্তরাষ্ট্রে ৬৩ লাখেরও বেশি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছে। মৃত্যু ১ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে। শুধু নর্থ ক্যারোলিনাতে আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ৭৮ হাজার। অপরদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচন যত ঘনিয়ে আসছে ততোই ট্রাম্পের চারিত্রিক বৈশিষ্ট্যে চমক লক্ষ্য করা যাচ্ছে-এক্ষেত্রে রুশবিরোধী নেতা পুতিনের সমালোচক আলেক্সাই নাভালনিকে বিষ প্রয়োগের ঘটনায় মস্কোর ভূমিকা নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন নি¤œকক্ষ প্রতিনিধি পরিষধের ১টি প্যানেল এ বিষয়ে ৮ আগস্ট জানায়, রাশিয়ার নেতা নাভালনিকে বিষ দেয়া প্রমাণিত হওয়ায় যুক্তরাষ্ট্র খুবই উদ্বিগ্ন। এক চিঠিতে উদ্বেগ জানান কংগ্রেসের সদস্য মিশেল ম্যাককুল সহ কয়েকজন। ২০১৮ ফ্রান্স সফরের সময় ট্রাম্প বিশ্বযুদ্ধে নিহত ফ্রান্সের কবরস্থানে সমাহিত সেনাদের সম্পর্কে বলেছিলেন, ‘তারা পরাজিত ও প্রবঞ্চক।’

ট্রাম্প গু-া সর্দারদের মতো আচরণ করে এবং সব কৃষ্ণাঙ্গের সম্পর্কেই নিচু ধারণা পোষণ করেন। ট্রাম্পের নির্বাচনী প্রচারে আর্থিক নিয়ম ভঙ্গসহ একাধিক অপরাধে জেল খাটার সময় লেখা ‘ডিজলয়াল- এ মেমোয়ার’ বইতে লেখক কোহেন এসব অভিযোগ করেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। রিপাবলিকান ট্রাম্প দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা ও হিস্পানিকদের নিয়েও বর্ণবাদী মন্তব্য করেছেন বলে কোহেন তার নতুন এ আত্মজীবনীমূলক বইতে বলেছেন, বইতে সাবেক বসকে ‘প্রতারক, মিথ্যাবাদী, জালিয়াত, মাস্তান, বর্ণবাদী, নির্মম উৎপীড়ক ও ধোঁকাবাজ’ বলে আখ্যায়িত করেছেন তিনি। মঙ্গলবারই বইটি বাজারে আসছে। আমি কখনোই হিস্পানিকদের ভোট পাব না। কৃষ্ণাঙ্গদের মতো তারাও স্টুপিড। তারা আমার লোক নয়,’ রিপাবলিকান ট্রাম্প একবার এমনটা বলেছিলেন বলে দাবি তার সাবেক এ আইনজীবীর। কোহেন যে অভিযোগে কারাভোগ করেছিলেন, এর মধ্যে ২০১৬এ ট্রাম্পের সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছিল দাবি করা পর্নোস্টার স্টর্মি ডেনিয়েলসের মুখ বন্ধ রাখতে নির্বাচনী প্রচারণার তহবিল থেকে তাকে অর্থ দিয়ে নিয়ম ভঙ্গের ঘটনাও রয়েছে যুক্তরাষ্ট্রের এ প্রেসিডেন্টের নামে। তার নির্দেশেই স্টর্মিকে অর্থ দেয়া হয়েছিল বলে কোহেন দীর্ঘদিন দাবি করে এলেও ট্রাম্প তা অস্বীকার করে আসছেন।