রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের রাবার বাগান এলাকায় দুর্বৃত্তরা সুরেশ কুমার চাকমা (৪৫) নামের একজন বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে। ধারণা করা হচ্ছে দাবিকৃত চাদা না দেয়ার কারণে দুর্বৃত্তরা তাকে হত্যা করতে পারে। মঙ্গলবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের ঘিলাছড়ি ইউনিয়নের রাবার বাগান এলাকায় মঙ্গলবার রাত দশটার দিকে সুরেশ কুমার চাকমা তার চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দোকানে গিয়ে খুব কাছ থেকে সুরেশ কুমার চাকমাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। দুর্বৃত্তরা সুরেশ কুমার চাকমার মৃত্য নিশ্চিত হওয়ার পর এলাকা ত্যাগ করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়ার পর তার মরদেহ উদ্ধার করে তার নিজ বাড়ি শিয়াল্যা পাড়ায় নিয়ে যায়। গতকাল সকালের দিকে পুলিশ লাশ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নানিয়ারচর থানার ওসি সাব্বির হোসেন সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার ঘটনা তদন্ত করা হচ্ছে। তবে এ হতাকা-ের ব্যাপারে এখনো থানায় কেউই অভিযোগ দায়ের করতে আসেননি।

আরও খবর
দেশের প্রবৃদ্ধি বাড়াতে গৃহস্থালির সেবামূলক শ্রমকে জিডিপিতে অন্তর্ভুক্ত করতে হবে
ব্যথা সারানোর কার্যকর যন্ত্র উদ্ভাবন করল ঢাবি গবেষকরা
ঢাবি অধ্যাপক মোর্শেদ হাসান খানকে চাকরি থেকে অব্যাহতি
বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় গ্রাহকদের দুর্ভোগ
শীর্ষ সন্ত্রাসী কালা পলাশ ভাগিনাসহ গ্রেফতার
রংপুর ছাত্রলীগ নেতা রনির বিরুদ্ধে ধর্ষণ মামলা করে জীবন বিপন্ন স্কুলশিক্ষিকার
বালিশ কাণ্ডের ঠিকাদার শাহাদাতের জামিন বাতিলের আবেদন
এক দশকে তিস্তা নদী গিলে খেল দেড়শ’ গ্রাম
টিপু সুলতানের ঋণ জালিয়াতি মামলার চার্জশিট শীঘ্রই
নবজাতকের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বাবা-মাসহ ৬ জনের

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ , ২০ মহররম ১৪৪২, ২২ ভাদ্র ১৪২৭

রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত

প্রতিনিধি, পার্বত্যাঞ্চল

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের রাবার বাগান এলাকায় দুর্বৃত্তরা সুরেশ কুমার চাকমা (৪৫) নামের একজন বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে। ধারণা করা হচ্ছে দাবিকৃত চাদা না দেয়ার কারণে দুর্বৃত্তরা তাকে হত্যা করতে পারে। মঙ্গলবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের ঘিলাছড়ি ইউনিয়নের রাবার বাগান এলাকায় মঙ্গলবার রাত দশটার দিকে সুরেশ কুমার চাকমা তার চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দোকানে গিয়ে খুব কাছ থেকে সুরেশ কুমার চাকমাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। দুর্বৃত্তরা সুরেশ কুমার চাকমার মৃত্য নিশ্চিত হওয়ার পর এলাকা ত্যাগ করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়ার পর তার মরদেহ উদ্ধার করে তার নিজ বাড়ি শিয়াল্যা পাড়ায় নিয়ে যায়। গতকাল সকালের দিকে পুলিশ লাশ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নানিয়ারচর থানার ওসি সাব্বির হোসেন সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার ঘটনা তদন্ত করা হচ্ছে। তবে এ হতাকা-ের ব্যাপারে এখনো থানায় কেউই অভিযোগ দায়ের করতে আসেননি।