কুষ্টিয়ায় অন্যের জমি বিক্রি : যুবলীগ নেতা আটক

জালিয়াতির মাধ্যমে অন্যের জমি বিক্রির ঘটনায় বহুল আলোচিত কুষ্টিয়ার যুবলীগ নেতা আশরাফুজ্জামান সুজনকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার লাহিনী এলাকায় শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

কুষ্টিয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান আতিক এ তথ্য নিশ্চিত করে জানান, গত দুদিন ধরে সুজনকে গ্রেফতারে অভিযান চালাচ্ছিল পুলিশ। গ্রেফতার এড়াতে সুজন আত্মগোপনে চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

জানা যায়, একটি চক্র ভুয়া জাতীয় পরিচয় পত্র তৈরি করে কুষ্টিয়া শহরের নবাব সিরাজদ্দৌলা সড়কের বাসিন্দা এম এম ওয়াদুদের প্রায় ৩ কোটি টাকা মূল্যের ২২ শতক জমি বিক্রি করে দেন। পাশাপাশি ওই চক্র এম এম ওয়াদুদের দোতলা বাড়িসহ আরও একটি সম্পত্তি একই কায়দায় বেঁচে দেয়ার চেষ্টা করছিল।

অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ২০১৭ সালের ১৫ মে শহর যুবলীগের একটি কমিটি বাতিল করে নিজেকে আহ্বায়ক করে নতুন কমিটি করে নিয়ে আসেন। রাতারাতি বনে যান যুবলীগের নেতা। গত তিন বছরে তিনি শহরে গাড়ি, বাড়ি ও বহু সম্পত্তির মালিক হয়েছেন। এমনকি প্রতারক দল তৈরি করে অন্যের জমি হাতিয়ে নেয়ার মতো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমন অভিযোগে গত রোববার শহর যুবলীগের কমিটি বিলুপ্ত করে কেন্ত্রীয় কমিটি। এরপর থেকেই তিনি লাপাত্তা ছিলেন। পরে এম এম ওয়াদুদ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় সুজনসহ ১৭ জনকে আসামি করে একটি মামলা করেন। এর আগে পুলিশ মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ , ২১ মহররম ১৪৪২, ২৩ ভাদ্র ১৪২৭

কুষ্টিয়ায় অন্যের জমি বিক্রি : যুবলীগ নেতা আটক

প্রতিনিধি, কুষ্টিয়া

জালিয়াতির মাধ্যমে অন্যের জমি বিক্রির ঘটনায় বহুল আলোচিত কুষ্টিয়ার যুবলীগ নেতা আশরাফুজ্জামান সুজনকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার লাহিনী এলাকায় শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

কুষ্টিয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান আতিক এ তথ্য নিশ্চিত করে জানান, গত দুদিন ধরে সুজনকে গ্রেফতারে অভিযান চালাচ্ছিল পুলিশ। গ্রেফতার এড়াতে সুজন আত্মগোপনে চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

জানা যায়, একটি চক্র ভুয়া জাতীয় পরিচয় পত্র তৈরি করে কুষ্টিয়া শহরের নবাব সিরাজদ্দৌলা সড়কের বাসিন্দা এম এম ওয়াদুদের প্রায় ৩ কোটি টাকা মূল্যের ২২ শতক জমি বিক্রি করে দেন। পাশাপাশি ওই চক্র এম এম ওয়াদুদের দোতলা বাড়িসহ আরও একটি সম্পত্তি একই কায়দায় বেঁচে দেয়ার চেষ্টা করছিল।

অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ২০১৭ সালের ১৫ মে শহর যুবলীগের একটি কমিটি বাতিল করে নিজেকে আহ্বায়ক করে নতুন কমিটি করে নিয়ে আসেন। রাতারাতি বনে যান যুবলীগের নেতা। গত তিন বছরে তিনি শহরে গাড়ি, বাড়ি ও বহু সম্পত্তির মালিক হয়েছেন। এমনকি প্রতারক দল তৈরি করে অন্যের জমি হাতিয়ে নেয়ার মতো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমন অভিযোগে গত রোববার শহর যুবলীগের কমিটি বিলুপ্ত করে কেন্ত্রীয় কমিটি। এরপর থেকেই তিনি লাপাত্তা ছিলেন। পরে এম এম ওয়াদুদ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় সুজনসহ ১৭ জনকে আসামি করে একটি মামলা করেন। এর আগে পুলিশ মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে।