লাদাখে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন

লাদাখে শীতেও সেনা মোতায়েন রাখার কথা ভাবা হচ্ছে। চীনের সরকারি গণমাধ্যমের তথ্যানুযায়ী ভারতীয় সেনার আগ্রাসী মনোভাব দেখে সার্বভৌমত্ব রক্ষায় লাদাখে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন। গত বুধবার চীন সরকারের মুখপত্র বলেছে, ভারতীয় সেনাদের এ মনোভাব দেখে সার্বভৌমত্ব রক্ষায় লাদাখে চীন সামরিক তৎপরতা বাড়িয়েছে। ভারতের প্রতিরক্ষা সূত্রের তথ্য, গত দু’দিনে চীনের দিকে সাঁজোয়া গাড়ির আনাগোনা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেনা সরিয়ে লাদাখে নিয়ে আসা হচ্ছে বাড়ানো হয়েছে এয়ার ডিফেন্স ব্যবস্থা, কামান, প্যারাট্রুপ্যার ও ইনফ্যান্ট্রি ডিভিশন। বসানো হয়েছে এইচজে-১০ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম। লাদাখের কঠিন পরিবেশে যুদ্ধের জন্য একাধিকবার মহড়া দিয়েছে দেশটির সেনা ও বিমানবাহিনী। ৯ সেপ্টেম্বর একাধিক এইচ-৬ বম্বার ও ওয়াই-২০ মালবাহী বিমানকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাদাখে উড়িয়ে আনা হলে ভারতের মতে, লাদাখে অন্তত এ মুহূর্তে চীনের ৫০ হাজার সেনা রয়েছে। যুদ্ধবিমান রয়েছে ১৫০টি। চীন ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ভূমি থেকে আকাশ ব্যালিস্টিক মিসাইল বসিয়েছে ।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ , ২১ মহররম ১৪৪২, ২৩ ভাদ্র ১৪২৭

লাদাখে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন

লাদাখে শীতেও সেনা মোতায়েন রাখার কথা ভাবা হচ্ছে। চীনের সরকারি গণমাধ্যমের তথ্যানুযায়ী ভারতীয় সেনার আগ্রাসী মনোভাব দেখে সার্বভৌমত্ব রক্ষায় লাদাখে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন। গত বুধবার চীন সরকারের মুখপত্র বলেছে, ভারতীয় সেনাদের এ মনোভাব দেখে সার্বভৌমত্ব রক্ষায় লাদাখে চীন সামরিক তৎপরতা বাড়িয়েছে। ভারতের প্রতিরক্ষা সূত্রের তথ্য, গত দু’দিনে চীনের দিকে সাঁজোয়া গাড়ির আনাগোনা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেনা সরিয়ে লাদাখে নিয়ে আসা হচ্ছে বাড়ানো হয়েছে এয়ার ডিফেন্স ব্যবস্থা, কামান, প্যারাট্রুপ্যার ও ইনফ্যান্ট্রি ডিভিশন। বসানো হয়েছে এইচজে-১০ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম। লাদাখের কঠিন পরিবেশে যুদ্ধের জন্য একাধিকবার মহড়া দিয়েছে দেশটির সেনা ও বিমানবাহিনী। ৯ সেপ্টেম্বর একাধিক এইচ-৬ বম্বার ও ওয়াই-২০ মালবাহী বিমানকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাদাখে উড়িয়ে আনা হলে ভারতের মতে, লাদাখে অন্তত এ মুহূর্তে চীনের ৫০ হাজার সেনা রয়েছে। যুদ্ধবিমান রয়েছে ১৫০টি। চীন ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ভূমি থেকে আকাশ ব্যালিস্টিক মিসাইল বসিয়েছে ।