কর বৃদ্ধির পরিকল্পনা ঘোষণা করলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পকে আসন্ন ৩ নভেম্বরের নির্বাচনী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ডেমোক্র্যাটিক দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন গত বুধবার আমেরিকান ক্রমিকদের স্বার্থ রক্ষার্থে যেসব সংস্থা বিদেশে চাকরি নিয়ে যাবে, তাদের ওপর কর বৃদ্ধির পরিকল্পনার কথা ব্যক্ত করেন। তিনি মিশিগানের ওয়ারেন শিল্প এলাকায় তার কর্মসূচিতে এ ব্যাখ্যা করেন। ঐতিহ্যগত ডেমোক্র্যাটিক ক্রমিক ক্রেনির ভোটাররা, অপ্রত্যাশিতভাবে ট্রাম্পকে ভোট দিয়ে জয়যুক্ত করেলেও বাইডেন সেসব ভোটারদের আস্থা ফিতে পেতে প্রয়াস চালাচ্ছেন সামনের নির্বাচনকে টার্গেট করে। সমীক্ষা অনুযায়ী বাইডেন মিশিগানে প্রেসিডেন্ট ট্রাম্পের চাইতে কিছুটা এগিয়েও রয়েছেন। ট্রাম্প বৃহস্পতিবার এই এলাকা সফর করবেন এ নির্বাচনী প্রচারাভিযানে।

করোনা ‘প্রাণঘাতী’ জেনেও ফেব্রুয়ারিতে

পাত্তা দেয়নি ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প গত ফেব্রুয়ারি মাসেই কোভিডের সংক্রমণের ভয়াবহতার কথা জেনেও গত মার্চ মাসে সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সে কথা জানলেও ট্রাম্প স্বভাববশত তা উড়িয়ে দেয়। উডওয়ার্ড তার নতুন বই ‘রেইজ’-এ চাঞ্চল্যকর এ দাবি করেছেন। সিএনএন, রয়টার্স।

বব উডওয়ার্ডের দাবিকে কেন্দ্র করে সরগরম যুক্তরাষ্ট্রের রাজনীতি অঙ্গন। দেশটির বড় একাংশের বক্তব্য, ট্রাম্প করোনা-সংশ্লিষ্ট বিষয়ে মানুষকে বিভ্রান্ত করেছিলেন। ওয়াশিংটন পোস্টের ওয়েবসাইটে গতকাল বুধবার এ সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে। গত ১৯ মার্চ বব উডওয়ার্ডকে ট্রাম্প বলেছিলেন, ‘আমি কখনোই বিষয়টিকে গুরুত্ব দিতে চাইনি। কেননা আমি চাইনি এটা নিয়ে জনমনে কোনো আতঙ্ক তৈরি হোক।’ যদিও প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্প বারবারই জানিয়েছিলেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তথ্য মাধ্যমটির আরো দাবিÑ ট্রাম্প বলেছিলেন, তিনি যতটা ভেবেছিলেন তার চেয়েও অনেক বেশি ভয়ংকর কোভিড-১৯ রোগ। গত বছরের ৫ ডিসেম্বর থেকে ২১ জুলাই ২০২০ পর্যন্ত উডওয়ার্ড তার বইয়ের জন্য ১৮ বার ট্রাম্পের সাক্ষাৎকার নিয়েছেন, যার সবটাই রেকর্ডকৃত। ভাইরাসের ভয়াবহতা জানা সত্ত্বেও গত ফেব্রুয়ারির প্রথম দিকে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সাংবাদমাধ্যমকে বলেছিলেন, এপ্রিল নাগাদ এ রোগ অদ্ভুতভাবে কমে যাবে। গত ২৬ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমাদের মাত্র পাঁচজন আক্রান্ত। এটা খুব শীঘ্র এক অথবা দুইয়ে নেমে আসবে।’ অথচ এই ট্রাম্পই গত ৭ ফেব্রুয়ারি ববকে করোনার ভয়াবহতা সম্পর্কে সাবধান করেছিলেন। এদিকে বব উডওয়ার্ডের বই প্রকাশ্যে আসার পরই টুইটারে ‘হ্যাশট্যাগ ট্রাম্প নিউ’ ট্রেন্ডিং হওয়া শুরু হয়ে যায়।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি টুইট করেন, ‘ট্রাম্প জানতেন এবং তিনি চুপ করে ছিলেন। সত্যি কথা বলতে গেলে, ট্রাম্প মিথ্যা কথা বলেছিলেন। আর এখন মানুষ মরছে। এটা ছড়িয়ে দিন।’

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ , ২১ মহররম ১৪৪২, ২৩ ভাদ্র ১৪২৭

কর বৃদ্ধির পরিকল্পনা ঘোষণা করলেন বাইডেন

image

যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পকে আসন্ন ৩ নভেম্বরের নির্বাচনী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ডেমোক্র্যাটিক দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন গত বুধবার আমেরিকান ক্রমিকদের স্বার্থ রক্ষার্থে যেসব সংস্থা বিদেশে চাকরি নিয়ে যাবে, তাদের ওপর কর বৃদ্ধির পরিকল্পনার কথা ব্যক্ত করেন। তিনি মিশিগানের ওয়ারেন শিল্প এলাকায় তার কর্মসূচিতে এ ব্যাখ্যা করেন। ঐতিহ্যগত ডেমোক্র্যাটিক ক্রমিক ক্রেনির ভোটাররা, অপ্রত্যাশিতভাবে ট্রাম্পকে ভোট দিয়ে জয়যুক্ত করেলেও বাইডেন সেসব ভোটারদের আস্থা ফিতে পেতে প্রয়াস চালাচ্ছেন সামনের নির্বাচনকে টার্গেট করে। সমীক্ষা অনুযায়ী বাইডেন মিশিগানে প্রেসিডেন্ট ট্রাম্পের চাইতে কিছুটা এগিয়েও রয়েছেন। ট্রাম্প বৃহস্পতিবার এই এলাকা সফর করবেন এ নির্বাচনী প্রচারাভিযানে।

করোনা ‘প্রাণঘাতী’ জেনেও ফেব্রুয়ারিতে

পাত্তা দেয়নি ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প গত ফেব্রুয়ারি মাসেই কোভিডের সংক্রমণের ভয়াবহতার কথা জেনেও গত মার্চ মাসে সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সে কথা জানলেও ট্রাম্প স্বভাববশত তা উড়িয়ে দেয়। উডওয়ার্ড তার নতুন বই ‘রেইজ’-এ চাঞ্চল্যকর এ দাবি করেছেন। সিএনএন, রয়টার্স।

বব উডওয়ার্ডের দাবিকে কেন্দ্র করে সরগরম যুক্তরাষ্ট্রের রাজনীতি অঙ্গন। দেশটির বড় একাংশের বক্তব্য, ট্রাম্প করোনা-সংশ্লিষ্ট বিষয়ে মানুষকে বিভ্রান্ত করেছিলেন। ওয়াশিংটন পোস্টের ওয়েবসাইটে গতকাল বুধবার এ সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে। গত ১৯ মার্চ বব উডওয়ার্ডকে ট্রাম্প বলেছিলেন, ‘আমি কখনোই বিষয়টিকে গুরুত্ব দিতে চাইনি। কেননা আমি চাইনি এটা নিয়ে জনমনে কোনো আতঙ্ক তৈরি হোক।’ যদিও প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্প বারবারই জানিয়েছিলেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তথ্য মাধ্যমটির আরো দাবিÑ ট্রাম্প বলেছিলেন, তিনি যতটা ভেবেছিলেন তার চেয়েও অনেক বেশি ভয়ংকর কোভিড-১৯ রোগ। গত বছরের ৫ ডিসেম্বর থেকে ২১ জুলাই ২০২০ পর্যন্ত উডওয়ার্ড তার বইয়ের জন্য ১৮ বার ট্রাম্পের সাক্ষাৎকার নিয়েছেন, যার সবটাই রেকর্ডকৃত। ভাইরাসের ভয়াবহতা জানা সত্ত্বেও গত ফেব্রুয়ারির প্রথম দিকে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সাংবাদমাধ্যমকে বলেছিলেন, এপ্রিল নাগাদ এ রোগ অদ্ভুতভাবে কমে যাবে। গত ২৬ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমাদের মাত্র পাঁচজন আক্রান্ত। এটা খুব শীঘ্র এক অথবা দুইয়ে নেমে আসবে।’ অথচ এই ট্রাম্পই গত ৭ ফেব্রুয়ারি ববকে করোনার ভয়াবহতা সম্পর্কে সাবধান করেছিলেন। এদিকে বব উডওয়ার্ডের বই প্রকাশ্যে আসার পরই টুইটারে ‘হ্যাশট্যাগ ট্রাম্প নিউ’ ট্রেন্ডিং হওয়া শুরু হয়ে যায়।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি টুইট করেন, ‘ট্রাম্প জানতেন এবং তিনি চুপ করে ছিলেন। সত্যি কথা বলতে গেলে, ট্রাম্প মিথ্যা কথা বলেছিলেন। আর এখন মানুষ মরছে। এটা ছড়িয়ে দিন।’